Advertisement
১৯ এপ্রিল ২০২৪
India

দেখা যেতে পারে বেশ কিছু নতুন মুখ, দেখুন কেমন হতে পারে আজ ভারতের সম্ভাব্য একাদশ

সিরিজ জয় হয়ে গিয়েছে। নেহাতই নিয়মরক্ষার টি২০। যদিও ম্যাচটা হালকা ভাবে নিতে রাজি নন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বেশ কয়েক জন সিনিয়রকে বিশ্রাম দেওয়া হয়েছে। সুযোগ দেওয়া হবে জুনিয়রদের। দেখে নেওয়া যাক কেমন হতে পারে আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আজ ভারতের সম্ভাব্য একাদশ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৮ ১১:৪৪
Share: Save:
০১ ১২
সিরিজ জয় হয়ে গিয়েছে। নেহাতই নিয়মরক্ষার টি২০। যদিও ম্যাচটা হালকা ভাবে নিতে রাজি নন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বেশ কয়েক জন সিনিয়রকে বিশ্রাম দেওয়া হয়েছে। সুযোগ দেওয়া হবে জুনিয়রদের। দেখে নেওয়া যাক কেমন হতে পারে আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আজ ভারতের সম্ভাব্য একাদশ।

সিরিজ জয় হয়ে গিয়েছে। নেহাতই নিয়মরক্ষার টি২০। যদিও ম্যাচটা হালকা ভাবে নিতে রাজি নন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বেশ কয়েক জন সিনিয়রকে বিশ্রাম দেওয়া হয়েছে। সুযোগ দেওয়া হবে জুনিয়রদের। দেখে নেওয়া যাক কেমন হতে পারে আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আজ ভারতের সম্ভাব্য একাদশ।

০২ ১২
রোহিত শর্মা: এই মুহূর্তে অসাধারণ ফর্মে রয়েছেন। আজও অধিনায়ক রোহিতের ব্যাট থেকে বড় রান আশা করছেন সমর্থকরা।

রোহিত শর্মা: এই মুহূর্তে অসাধারণ ফর্মে রয়েছেন। আজও অধিনায়ক রোহিতের ব্যাট থেকে বড় রান আশা করছেন সমর্থকরা।

০৩ ১২
লোকেশ রাহুল: শিখর ধওয়নের জায়গায় আজ ইনিংস শুরু করতে পারেন রাহুল। তেমন ভাবে সীমিত ওভারের ম্যাচে নিজেকে প্রমাণ করতে পারছেন না। আজ ভাল কিছু করার সুযোগ পাচ্ছেন।

লোকেশ রাহুল: শিখর ধওয়নের জায়গায় আজ ইনিংস শুরু করতে পারেন রাহুল। তেমন ভাবে সীমিত ওভারের ম্যাচে নিজেকে প্রমাণ করতে পারছেন না। আজ ভাল কিছু করার সুযোগ পাচ্ছেন।

০৪ ১২
ঋষভ পন্থ: শুধু মাত্র ব্যাটসম্যান হিসেবে আজ দলে থাকতে পারেন। আজ ব্যর্থ হলে ঋষভের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠে যেতে পারে।

ঋষভ পন্থ: শুধু মাত্র ব্যাটসম্যান হিসেবে আজ দলে থাকতে পারেন। আজ ব্যর্থ হলে ঋষভের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠে যেতে পারে।

০৫ ১২
শ্রেয়স আইয়ার: রাহুল বা ঋষভের মতোই শ্রেয়সের সামনেও আজ সুযোগ আসার সম্ভাবনা। সুযোগ পেলে কাজে লাগাতেই হবে এই তরুণকে।

শ্রেয়স আইয়ার: রাহুল বা ঋষভের মতোই শ্রেয়সের সামনেও আজ সুযোগ আসার সম্ভাবনা। সুযোগ পেলে কাজে লাগাতেই হবে এই তরুণকে।

০৬ ১২
মণীশ পাণ্ডে: আইপিএলে যেমন ঝলক দেখিয়েছিলেন, আন্তর্জাতিক ম্যাচে তেমন ভাবে কিছু করতে পারেননি। দ্রুত রান তোলার ক্ষমতা আছে।

মণীশ পাণ্ডে: আইপিএলে যেমন ঝলক দেখিয়েছিলেন, আন্তর্জাতিক ম্যাচে তেমন ভাবে কিছু করতে পারেননি। দ্রুত রান তোলার ক্ষমতা আছে।

০৭ ১২
দীনেশ কার্তিক: টি২০ ম্যাচে ভারতের স্পেশালিস্ট। যে কোনও মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা আছে। দীনেশই আজ উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন।

দীনেশ কার্তিক: টি২০ ম্যাচে ভারতের স্পেশালিস্ট। যে কোনও মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা আছে। দীনেশই আজ উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন।

০৮ ১২
ক্রুণাল পাণ্ড্য: প্রথম ম্যাচেই অলরাউন্ড পারফরম্যান্সে চমকে দিয়েছিলেন। ভারতের জেতার পিছনে অবদান রেখেছেন। হার্দিকের অভাব বুঝতে দিচ্ছেন না তাঁর ভাই।

ক্রুণাল পাণ্ড্য: প্রথম ম্যাচেই অলরাউন্ড পারফরম্যান্সে চমকে দিয়েছিলেন। ভারতের জেতার পিছনে অবদান রেখেছেন। হার্দিকের অভাব বুঝতে দিচ্ছেন না তাঁর ভাই।

০৯ ১২
সিদ্ধার্থ কল: আইপিএলে দারুণ সাফল্য জাতীয় দলের দরজা খুলে দিয়েছিল। বুমরা, ভুবি, উমেশের মতো সিনিয়রা দলে না থাকায় সুযোগ পেতে পারেন।

সিদ্ধার্থ কল: আইপিএলে দারুণ সাফল্য জাতীয় দলের দরজা খুলে দিয়েছিল। বুমরা, ভুবি, উমেশের মতো সিনিয়রা দলে না থাকায় সুযোগ পেতে পারেন।

১০ ১২
ওয়াশিংটন সুন্দর: আরও এক তরুণ প্রতিভা। জুনিয়রদের দেখে নেওয়ার পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের রয়েছে। ফলে আজ সুযোগ পেতে পারেন সুন্দর।

ওয়াশিংটন সুন্দর: আরও এক তরুণ প্রতিভা। জুনিয়রদের দেখে নেওয়ার পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের রয়েছে। ফলে আজ সুযোগ পেতে পারেন সুন্দর।

১১ ১২
যুজবেন্দ্র চহাল: আজকে দলে সিনিয়র বোলার হিসেবে চহালের থাকার সম্ভাবনা রয়েছেন। স্বাভাবিক ভাবেই বাড়তি দায়িত্ব থাকবে তাঁর উপর।

যুজবেন্দ্র চহাল: আজকে দলে সিনিয়র বোলার হিসেবে চহালের থাকার সম্ভাবনা রয়েছেন। স্বাভাবিক ভাবেই বাড়তি দায়িত্ব থাকবে তাঁর উপর।

১২ ১২
খালিল আহমেদ: বাঁহাতি বোলারটি জাহির খান, আশিস নেহরার কথা মনে করিয়ে দিচ্ছেন। অসাধারণ বল করছেন। আজও নজর থাকবে খালিলের দিকে।

খালিল আহমেদ: বাঁহাতি বোলারটি জাহির খান, আশিস নেহরার কথা মনে করিয়ে দিচ্ছেন। অসাধারণ বল করছেন। আজও নজর থাকবে খালিলের দিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE