Advertisement
১৯ এপ্রিল ২০২৪
ICC ODI Ranking

ওডিআই র‌্যাঙ্কিংয়ে দুইয়ে ভারত, ছয়ে নামল অস্ট্রেলিয়া

১৯৮৪ সালের জানুয়ারি মাসে আইসিসি র‌্যাঙ্কিংয়ে শেষ বার এতটা নীচে নেমেছিল অস্ট্রেলিয়া। ৩৪ বছর পর ফের সদ্য প্রকাশিত ওয়ান ডে-র র‌্যাঙ্কিং তালিকায় ছয় নম্বরে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নরা। ভারত রয়েছে দু’নম্বরে। দেখে নেওয়া যাক কাদের র‌্যাঙ্কিং কোথায়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ জুন ২০১৮ ১৫:৫৪
Share: Save:
০১ ১১
১৯৮৪ সালের জানুয়ারি মাসে আইসিসি র‌্যাঙ্কিংয়ে শেষ বার এতটা নীচে নেমেছিল অস্ট্রেলিয়া। ৩৪ বছর পর ফের সদ্য প্রকাশিত ওয়ান ডে-র র‌্যাঙ্কিং তালিকায় ছয় নম্বরে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নরা। ভারত রয়েছে দু’নম্বরে। দেখে নেওয়া যাক কাদের র‌্যাঙ্কিং কোথায়।

১৯৮৪ সালের জানুয়ারি মাসে আইসিসি র‌্যাঙ্কিংয়ে শেষ বার এতটা নীচে নেমেছিল অস্ট্রেলিয়া। ৩৪ বছর পর ফের সদ্য প্রকাশিত ওয়ান ডে-র র‌্যাঙ্কিং তালিকায় ছয় নম্বরে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নরা। ভারত রয়েছে দু’নম্বরে। দেখে নেওয়া যাক কাদের র‌্যাঙ্কিং কোথায়।

০২ ১১
র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছে ইংল্যান্ড। মর্গ্যানদের পয়েন্ট ১২৪। স্কটল্যান্ডের বিরুদ্ধে অবাক হার ছাড়া শেষ সাত ওয়ান ডে সিরিজের ছ’টিতে জিতেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও চলতি সিরিজের প্রথম দুই ম্যাচে জিতেছে ইংল্যান্ড।

র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছে ইংল্যান্ড। মর্গ্যানদের পয়েন্ট ১২৪। স্কটল্যান্ডের বিরুদ্ধে অবাক হার ছাড়া শেষ সাত ওয়ান ডে সিরিজের ছ’টিতে জিতেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও চলতি সিরিজের প্রথম দুই ম্যাচে জিতেছে ইংল্যান্ড।

০৩ ১১
ইংল্যান্ডের থেকে দু’পয়েন্ট কম নিয়ে দু’নম্বরে রয়েছে বিরাট কোহালিরা। শেষ ২৭টি ওয়ান ডের মধ্যে ২১টিতেই জিতেছে ভারত।

ইংল্যান্ডের থেকে দু’পয়েন্ট কম নিয়ে দু’নম্বরে রয়েছে বিরাট কোহালিরা। শেষ ২৭টি ওয়ান ডের মধ্যে ২১টিতেই জিতেছে ভারত।

০৪ ১১
ভারতের থেকে ৯ পয়েন্ট কম পেয়ে তিন নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এবি অবসর নিলেও দলে রয়েছেন অনেক প্রতিভাবান ক্রিকেটার যাঁরা যে কোনও মুহূর্তে ম্যাচের রঙ পাল্টে দিতে পারেন।

ভারতের থেকে ৯ পয়েন্ট কম পেয়ে তিন নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এবি অবসর নিলেও দলে রয়েছেন অনেক প্রতিভাবান ক্রিকেটার যাঁরা যে কোনও মুহূর্তে ম্যাচের রঙ পাল্টে দিতে পারেন।

০৫ ১১
দক্ষিণ আফ্রিকার থেকে মাত্র এক পয়েন্টে পিছিয়ে চার নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। এই মুহূর্তে তারা রয়েছে ১১২ পয়েন্টে। যদিও শেষ সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে গিয়েছে তারা।

দক্ষিণ আফ্রিকার থেকে মাত্র এক পয়েন্টে পিছিয়ে চার নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। এই মুহূর্তে তারা রয়েছে ১১২ পয়েন্টে। যদিও শেষ সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে গিয়েছে তারা।

০৬ ১১
পাঁচ নম্বরে রয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ডের থেকে দশ পয়েন্ট কম রয়েছে তাদের। শেষ সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫-০তে হেরে যায় তারা।

পাঁচ নম্বরে রয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ডের থেকে দশ পয়েন্ট কম রয়েছে তাদের। শেষ সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫-০তে হেরে যায় তারা।

০৭ ১১
পাকিস্তানের সঙ্গে একই পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। এক সময় দুনিয়া কাঁপানো টিম অস্ট্রেলিয়া ২০১৮ সালে এখনও পর্যন্ত কোনও সিরিজ জিততে পারেনি। হেরেছে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ম্যাচেও।

পাকিস্তানের সঙ্গে একই পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। এক সময় দুনিয়া কাঁপানো টিম অস্ট্রেলিয়া ২০১৮ সালে এখনও পর্যন্ত কোনও সিরিজ জিততে পারেনি। হেরেছে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ম্যাচেও।

০৮ ১১
যত দিন যাচ্ছে, ততই আলোচনায় উঠে আসছে বাংলাদেশ। এই মুহূর্তে বিশ্বে সাত নম্বরে রয়েছে তারা। যদিও সে ভাবে এই মুহূর্তে সিরিজ জয়ের রেকর্ড না থাকলেও ক্রিকেট প্রেমীদের মন জয় করে নিয়েছে তারা।

যত দিন যাচ্ছে, ততই আলোচনায় উঠে আসছে বাংলাদেশ। এই মুহূর্তে বিশ্বে সাত নম্বরে রয়েছে তারা। যদিও সে ভাবে এই মুহূর্তে সিরিজ জয়ের রেকর্ড না থাকলেও ক্রিকেট প্রেমীদের মন জয় করে নিয়েছে তারা।

০৯ ১১
ক্রমেই যেন অস্তমিত হয়ে যাচ্ছে শ্রীলঙ্কার ক্রিকেট দল। এক সময় ওয়ান ডে ক্রিকেটকে যারা নতুন পরিচয় দিয়েছিল, তারা এখন আট নম্বরে রয়েছে।

ক্রমেই যেন অস্তমিত হয়ে যাচ্ছে শ্রীলঙ্কার ক্রিকেট দল। এক সময় ওয়ান ডে ক্রিকেটকে যারা নতুন পরিচয় দিয়েছিল, তারা এখন আট নম্বরে রয়েছে।

১০ ১১
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের হাল বর্তমানে খুবই খারাপ। লয়েড-লারাদের যুগ শেষ। এক সময় দুনিয়া কাঁপানো ওয়েস্ট ইন্ডিজ এখন ৯ নম্বরে।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের হাল বর্তমানে খুবই খারাপ। লয়েড-লারাদের যুগ শেষ। এক সময় দুনিয়া কাঁপানো ওয়েস্ট ইন্ডিজ এখন ৯ নম্বরে।

১১ ১১
দশ নম্বরে রয়েছে সদ্য টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া আফগানিস্তান। রশিদদের দেশ ওয়ান ডেতে সবেমাত্র পথ চলা শুরু করেছে।

দশ নম্বরে রয়েছে সদ্য টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া আফগানিস্তান। রশিদদের দেশ ওয়ান ডেতে সবেমাত্র পথ চলা শুরু করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE