Advertisement
২০ এপ্রিল ২০২৪
Sport News

রোহিতের দেওয়ালি ধামাকায় উড়ে গেল যে সব টি-২০ রেকর্ড

এক ম্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয় টিম ইন্ডিয়ার। সৌজন্যে রোহিত শর্মা। রাতের লখনউয়েনবাবি চালে ব্যাট করে রানের ফুলঝুরি ছোটালেন। সেই সঙ্গে বেশ কয়েকটি রেকর্ডও ভাঙলেন। কী কী রেকর্ড সেগুলি? দেখে নেওয়া যাক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৮ ০৯:২৪
Share: Save:
০১ ১১
এক ম্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয় টিম ইন্ডিয়ার। সৌজন্যে রোহিত শর্মা। রাতের লখনউয়েনবাবি চালে ব্যাট করে রানের ফুলঝুরি ছোটালেন। সেই সঙ্গে বেশ কয়েকটি রেকর্ডও ভাঙলেন। কী কী রেকর্ড সেগুলি? দেখে নেওয়া যাক।

এক ম্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয় টিম ইন্ডিয়ার। সৌজন্যে রোহিত শর্মা। রাতের লখনউয়েনবাবি চালে ব্যাট করে রানের ফুলঝুরি ছোটালেন। সেই সঙ্গে বেশ কয়েকটি রেকর্ডও ভাঙলেন। কী কী রেকর্ড সেগুলি? দেখে নেওয়া যাক।

০২ ১১
লখনউতে ৫৮ বলে সেঞ্চুরি হাঁকাতেই একটি অনন্য রেকর্ড করলেন রোহিত শর্মা। টি-টোয়েন্টির আন্তর্জাতিক মঞ্চে প্রথম ক্রিকেটার হিসাবে চারটি সেঞ্চুরি করলেন তিনি। এর আগে নিউজিল্যান্ডের কলিন মুনরোর তিনটি সেঞ্চুরি ছিল।

লখনউতে ৫৮ বলে সেঞ্চুরি হাঁকাতেই একটি অনন্য রেকর্ড করলেন রোহিত শর্মা। টি-টোয়েন্টির আন্তর্জাতিক মঞ্চে প্রথম ক্রিকেটার হিসাবে চারটি সেঞ্চুরি করলেন তিনি। এর আগে নিউজিল্যান্ডের কলিন মুনরোর তিনটি সেঞ্চুরি ছিল।

০৩ ১১
টি-টোয়েন্টির ময়দানে ভারতের হয়ে সর্বোচ্চ রানের মালিকের নাম এই মুহূর্তে রোহিত শর্মা। বিরাট কোহালির ২১০২ রান (৫৮ ইনিংসে) ছাপিয়ে রোহিতের রান ২২০৩ (৭৯ ইনিংসে)। বিশ্ব ক্রিকেটে অবশ্য রোহিত দুই নম্বরে। নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিলের পরেই রয়েছেন তিনি। গাপ্টিলের রান এখন ২২৭১ (৭৩ ইনিংসে।)। ফলে এই সিরিজেই রোহিতের সামনে সেই রেকর্ডের হাতছানি থাকছে।

টি-টোয়েন্টির ময়দানে ভারতের হয়ে সর্বোচ্চ রানের মালিকের নাম এই মুহূর্তে রোহিত শর্মা। বিরাট কোহালির ২১০২ রান (৫৮ ইনিংসে) ছাপিয়ে রোহিতের রান ২২০৩ (৭৯ ইনিংসে)। বিশ্ব ক্রিকেটে অবশ্য রোহিত দুই নম্বরে। নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিলের পরেই রয়েছেন তিনি। গাপ্টিলের রান এখন ২২৭১ (৭৩ ইনিংসে।)। ফলে এই সিরিজেই রোহিতের সামনে সেই রেকর্ডের হাতছানি থাকছে।

০৪ ১১
লখনউ ম্যাচের পর রোহিত শর্মা-শিখর ধওয়ন জুটির সেঞ্চুরি পার্টনারশিপের সংখ্যা দাঁড়াল ৩। তাঁরা এখন ডেভিড ওয়ার্নার-শেন ওয়াটসন, মার্টিন গাপ্টিল-কেন উইলিয়ামলন, গাপ্টিল-কলিন মুনরোর সঙ্গে এক সারিতে। রোহিত আবার বিরাট কোহালির সঙ্গেও তিন বার সেঞ্চুরি পার্টনারশিপ করেছেন।

লখনউ ম্যাচের পর রোহিত শর্মা-শিখর ধওয়ন জুটির সেঞ্চুরি পার্টনারশিপের সংখ্যা দাঁড়াল ৩। তাঁরা এখন ডেভিড ওয়ার্নার-শেন ওয়াটসন, মার্টিন গাপ্টিল-কেন উইলিয়ামলন, গাপ্টিল-কলিন মুনরোর সঙ্গে এক সারিতে। রোহিত আবার বিরাট কোহালির সঙ্গেও তিন বার সেঞ্চুরি পার্টনারশিপ করেছেন।

০৫ ১১
আইপিএল বা ঘরোয়া টি-টোয়েন্টির মতো সমস্ত ধরনের ফরম্যাট মিলিয়ে ২৭৯ ইনিংসে রোহিত শর্মার সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ছয়। এ ক্ষেত্রে ক্রিস গেইল (২১), ব্রেন্ডন ম্যাকালাম (৭), লুক রাইট (৭) এবং মাইকেল ক্লিংগার (৭)-এর পরেই রয়েছেন রোহিত।

আইপিএল বা ঘরোয়া টি-টোয়েন্টির মতো সমস্ত ধরনের ফরম্যাট মিলিয়ে ২৭৯ ইনিংসে রোহিত শর্মার সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ছয়। এ ক্ষেত্রে ক্রিস গেইল (২১), ব্রেন্ডন ম্যাকালাম (৭), লুক রাইট (৭) এবং মাইকেল ক্লিংগার (৭)-এর পরেই রয়েছেন রোহিত।

০৬ ১১
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিতের থেকে বেশি হাফ সেঞ্চুরি আর কেউ করেননি। তাঁর ঝুলিতে রয়েছে ১৯টি হাফ সেঞ্চুরি। রোহিতের পরেই রয়েছে বিরাট কোহালি। বিরাট করেছেন ১৮টি হাফ সেঞ্চুরি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিতের থেকে বেশি হাফ সেঞ্চুরি আর কেউ করেননি। তাঁর ঝুলিতে রয়েছে ১৯টি হাফ সেঞ্চুরি। রোহিতের পরেই রয়েছে বিরাট কোহালি। বিরাট করেছেন ১৮টি হাফ সেঞ্চুরি।

০৭ ১১
এক বছরে সমস্ত ধরনের আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে বেশি ছয় মেরেছেন রোহিত শর্মা। চলতি বছরে রোহিতছয় হাঁকিয়েছেন ৬৯টি। এ ব্যাপারে নিজেরই রেকর্ড ভেঙেছেন তিনি। গত বছরে তাঁর সিক্সারের সংখ্যা ছিল ৬৫। এই তালিকায় তিন নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স। ২০১৫-তে ৬৩টি ছয় মেরেছিলেন এবি।

এক বছরে সমস্ত ধরনের আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে বেশি ছয় মেরেছেন রোহিত শর্মা। চলতি বছরে রোহিতছয় হাঁকিয়েছেন ৬৯টি। এ ব্যাপারে নিজেরই রেকর্ড ভেঙেছেন তিনি। গত বছরে তাঁর সিক্সারের সংখ্যা ছিল ৬৫। এই তালিকায় তিন নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স। ২০১৫-তে ৬৩টি ছয় মেরেছিলেন এবি।

০৮ ১১
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশিছয় হাঁকানোর তালিকায় রোহিত শর্মা রয়েছেন তিন নম্বরে (৯৬টি ছয়)। কেবলমাত্র ক্রিস গেইল এবং মার্টিল গাপ্টিল ছাড়া রোহিতে আগে আর কেউ নেই। ওই দু’জনেই ১০৩টি করে ছয় মেরেছেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশিছয় হাঁকানোর তালিকায় রোহিত শর্মা রয়েছেন তিন নম্বরে (৯৬টি ছয়)। কেবলমাত্র ক্রিস গেইল এবং মার্টিল গাপ্টিল ছাড়া রোহিতে আগে আর কেউ নেই। ওই দু’জনেই ১০৩টি করে ছয় মেরেছেন।

০৯ ১১
নিজের সঙ্গেই যেন পাল্লা দিচ্ছেন রোহিত শর্মা! লখনউতে তাঁর করা ১১১ রান হল ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ টি-টোয়েন্টি রান। এ ব্যাপারে প্রথম স্থানে রয়েছেন তিনিই। গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১৮ রান করে এ তালিকার শীর্ষে রয়েছেন তিনি।

নিজের সঙ্গেই যেন পাল্লা দিচ্ছেন রোহিত শর্মা! লখনউতে তাঁর করা ১১১ রান হল ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ টি-টোয়েন্টি রান। এ ব্যাপারে প্রথম স্থানে রয়েছেন তিনিই। গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১৮ রান করে এ তালিকার শীর্ষে রয়েছেন তিনি।

১০ ১১
টি-টোয়েন্টির ইতিহাসে সেরা ব্যাটিং জুটি কারা? উত্তরটা হল,রোহিত শর্মা-শিখর ধওয়ন। লখনউতে দু’জনে মিলে ১২৩ রানের পার্টনারশিপ করেন। তাতেই ডেভিড ওয়ার্নার-শেন ওয়াটসন জুটির ১১৫৪ রানকে ছাপিয়ে যান দু’জনে। রোহিত-শিখরের জুটিতে এখনও পর্যন্ত উঠেছে ১২৬৮ রান।

টি-টোয়েন্টির ইতিহাসে সেরা ব্যাটিং জুটি কারা? উত্তরটা হল,রোহিত শর্মা-শিখর ধওয়ন। লখনউতে দু’জনে মিলে ১২৩ রানের পার্টনারশিপ করেন। তাতেই ডেভিড ওয়ার্নার-শেন ওয়াটসন জুটির ১১৫৪ রানকে ছাপিয়ে যান দু’জনে। রোহিত-শিখরের জুটিতে এখনও পর্যন্ত উঠেছে ১২৬৮ রান।

১১ ১১
টেস্ট, ওয়ান ডে, টি-টোয়েন্টি আন্তর্জাতিক মিলিয়ে রোহিত শর্মার রান এখন ১১ হাজার ১২৩। লখনউ ম্যাচের পর ভিভিএস লক্ষ্মণকে ছাপিয়ে ভারতীয়দের মধ্যে ওই তিনটি ফরম্যাট মিলিয়ে দশ নম্বরে রোহিত।

টেস্ট, ওয়ান ডে, টি-টোয়েন্টি আন্তর্জাতিক মিলিয়ে রোহিত শর্মার রান এখন ১১ হাজার ১২৩। লখনউ ম্যাচের পর ভিভিএস লক্ষ্মণকে ছাপিয়ে ভারতীয়দের মধ্যে ওই তিনটি ফরম্যাট মিলিয়ে দশ নম্বরে রোহিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE