Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Virat Kohli

২০১৯-এ যে ওয়ানডে নজিরগুলো কোহালি, ধোনিদের হাতের নাগালে

পরের বছর ইংল্যান্ডে বসছে বিশ্বকাপের আসর। তার প্রস্তুতি হিসেবে জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় ভারত খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তারপর নিউজিল্যান্ডে বিরাট কোহালিরা খেলবেন পাঁচ ম্যাচের একদিনের সিরিজ। সামনের বছরে ভারতীয় ক্রিকেটারদের সামনে থাকছে বেশ কিছু রেকর্ডের হাতছানিও।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৮ ১৩:১১
Share: Save:
০১ ০৯
পরের বছর ইংল্যান্ডে বসছে বিশ্বকাপের আসর। তার প্রস্তুতি হিসেবে জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় ভারত খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তারপর নিউজিল্যান্ডে বিরাট কোহালিরা খেলবেন পাঁচ ম্যাচের একদিনের সিরিজ। সামনের বছরে ভারতীয় ক্রিকেটারদের সামনে থাকছে বেশ কিছু রেকর্ডের হাতছানিও।

পরের বছর ইংল্যান্ডে বসছে বিশ্বকাপের আসর। তার প্রস্তুতি হিসেবে জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় ভারত খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তারপর নিউজিল্যান্ডে বিরাট কোহালিরা খেলবেন পাঁচ ম্যাচের একদিনের সিরিজ। সামনের বছরে ভারতীয় ক্রিকেটারদের সামনে থাকছে বেশ কিছু রেকর্ডের হাতছানিও।

০২ ০৯
আইসিসির প্রতিযোগিতায় বরাবর ভালো খেলেন গব্বর। বিশ্বকাপেও তাই ভরসা রয়েছে শিখর ধওয়নের উপর। একদিনের ক্রিকেটে ৫০০০ রানে পৌঁছতে তাঁর দরকার আর মাত্র ৬৫ রান। তা করলে বাঁ-হাতি ওপেনার হবেন পাঁচ হাজার রানে পৌঁছনো ১৩তম ভারতীয়।

আইসিসির প্রতিযোগিতায় বরাবর ভালো খেলেন গব্বর। বিশ্বকাপেও তাই ভরসা রয়েছে শিখর ধওয়নের উপর। একদিনের ক্রিকেটে ৫০০০ রানে পৌঁছতে তাঁর দরকার আর মাত্র ৬৫ রান। তা করলে বাঁ-হাতি ওপেনার হবেন পাঁচ হাজার রানে পৌঁছনো ১৩তম ভারতীয়।

০৩ ০৯
ধওয়ন যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেই ৫০০০ রানে পৌঁছন, তবে হবেন বিশ্বের চতুর্থ দ্রুততম ক্রিকেটার। ১১৪ ইনিংসে পাঁচ হাজার রানে পৌঁছনো বিরাট কোহালি হলেন ভারতের দ্রুততম। শিখর সেক্ষেত্রে নেবেন ১১৫ ইনিংস। হবেন দ্বিতীয় দ্রুততম ভারতীয় ব্যাটসম্যান।

ধওয়ন যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেই ৫০০০ রানে পৌঁছন, তবে হবেন বিশ্বের চতুর্থ দ্রুততম ক্রিকেটার। ১১৪ ইনিংসে পাঁচ হাজার রানে পৌঁছনো বিরাট কোহালি হলেন ভারতের দ্রুততম। শিখর সেক্ষেত্রে নেবেন ১১৫ ইনিংস। হবেন দ্বিতীয় দ্রুততম ভারতীয় ব্যাটসম্যান।

০৪ ০৯
মহেন্দ্র সিংহ ধোনির দরকার আর মাত্র এক রান। তা হলেই দেশের হয়ে একদিনের ক্রিকেটে ১০০০০ রানে পৌঁছবেন তিনি। মজার হল, ওয়ানডে ম্যাচে ধোনির এখনই ১০১৭৩ রান হয়ে গিয়েছে। কিন্তু তার মধ্যে ১৭৪ রান এসেছে এশিয়া একাদশের হয়ে ২০০৭ সালে। আর এক রান করলে দেশের হয়ে দশ হাজার রান পূর্ণ করবেন এমএসডি।

মহেন্দ্র সিংহ ধোনির দরকার আর মাত্র এক রান। তা হলেই দেশের হয়ে একদিনের ক্রিকেটে ১০০০০ রানে পৌঁছবেন তিনি। মজার হল, ওয়ানডে ম্যাচে ধোনির এখনই ১০১৭৩ রান হয়ে গিয়েছে। কিন্তু তার মধ্যে ১৭৪ রান এসেছে এশিয়া একাদশের হয়ে ২০০৭ সালে। আর এক রান করলে দেশের হয়ে দশ হাজার রান পূর্ণ করবেন এমএসডি।

০৫ ০৯
এই মুহূর্তে বিরাট কোহালির মোট আন্তর্জাতিক রান হল ১৮৬৬৫। ২০০০০ রানে পৌঁছতে তাঁর দরকার আর ১৩৩৫ রান। চলতি বছরে অস্ট্রেলিয়ায় তিনটি টি-টোয়েন্টি ও তিন টেস্ট খেলবে ভারত। পরের বছরও রয়েছে টানা আন্তর্জাতিক ক্রিকেট। ফলে, কোহালির ব্যাটে কুড়ি হাজার আন্তর্জাতিক রানের আশা করাই যায়।

এই মুহূর্তে বিরাট কোহালির মোট আন্তর্জাতিক রান হল ১৮৬৬৫। ২০০০০ রানে পৌঁছতে তাঁর দরকার আর ১৩৩৫ রান। চলতি বছরে অস্ট্রেলিয়ায় তিনটি টি-টোয়েন্টি ও তিন টেস্ট খেলবে ভারত। পরের বছরও রয়েছে টানা আন্তর্জাতিক ক্রিকেট। ফলে, কোহালির ব্যাটে কুড়ি হাজার আন্তর্জাতিক রানের আশা করাই যায়।

০৬ ০৯
৬২ ইনিংসের মধ্যে কোহালি যদি কুড়ি হাজার আন্তর্জাতিক রানে পৌঁছন, তা হলে তিনি হবেন দ্রুততম ব্যাটসম্যান। আর একটা রেকর্ডের হাতছানিও রয়েছে। এখন পর্যন্ত একদিনের ফরম্যাটে মোট ৯৬২ চার মেরেছেন তিনি। আর ৩৮ চার মারলেই পৌঁছে যাবেন হাজার চারে। সেক্ষেত্রে হবেন চতুর্থ ভারতীয়। সার্বিক ভাবে হবেন দ্বাদশ ক্রিকেটার।

৬২ ইনিংসের মধ্যে কোহালি যদি কুড়ি হাজার আন্তর্জাতিক রানে পৌঁছন, তা হলে তিনি হবেন দ্রুততম ব্যাটসম্যান। আর একটা রেকর্ডের হাতছানিও রয়েছে। এখন পর্যন্ত একদিনের ফরম্যাটে মোট ৯৬২ চার মেরেছেন তিনি। আর ৩৮ চার মারলেই পৌঁছে যাবেন হাজার চারে। সেক্ষেত্রে হবেন চতুর্থ ভারতীয়। সার্বিক ভাবে হবেন দ্বাদশ ক্রিকেটার।

০৭ ০৯
বিরাট কোহালির সামনে আরও এক রেকর্ডের হাতছানি রয়েছে। একদিনের ক্রিকেটে ৪৮ অর্ধশতরান রয়েছে তাঁর। আরও দুটো পঞ্চাশ করলে পৌঁছে যাবেন ৫০তম হাফ-সেঞ্চুরিতে। ভারতীয়দের মধ্যে সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিংহ ধোনি, মহম্মদ আজহারউদ্দিন ও যুবরাজ সিংয়ের এই কৃতিত্ব রয়েছে।

বিরাট কোহালির সামনে আরও এক রেকর্ডের হাতছানি রয়েছে। একদিনের ক্রিকেটে ৪৮ অর্ধশতরান রয়েছে তাঁর। আরও দুটো পঞ্চাশ করলে পৌঁছে যাবেন ৫০তম হাফ-সেঞ্চুরিতে। ভারতীয়দের মধ্যে সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিংহ ধোনি, মহম্মদ আজহারউদ্দিন ও যুবরাজ সিংয়ের এই কৃতিত্ব রয়েছে।

০৮ ০৯
এই মুহূর্তে একদিনের আন্তর্জাতিকে প্রথম এগারোয় জায়গা পাচ্ছেন না মহম্মদ শামি। ১০০ উইকেটের থেকে তিনি মাত্র ছয় উইকেটের দূরত্বে রয়েছেন। যদি পরের সাত ইনিংসে শামি এই ছয় উইকেট নিয়ে ফেলেন, তবে একশো উইকেটে পৌঁছবেন দ্রুততম ভারতীয় হিসেবে। মুশকিল হল, চোট-আঘাতের জন্য ৫০ ওভারের ক্রিকেট থেকে কার্যত হারিয়ে যেতে বসেছেন তিনি।

এই মুহূর্তে একদিনের আন্তর্জাতিকে প্রথম এগারোয় জায়গা পাচ্ছেন না মহম্মদ শামি। ১০০ উইকেটের থেকে তিনি মাত্র ছয় উইকেটের দূরত্বে রয়েছেন। যদি পরের সাত ইনিংসে শামি এই ছয় উইকেট নিয়ে ফেলেন, তবে একশো উইকেটে পৌঁছবেন দ্রুততম ভারতীয় হিসেবে। মুশকিল হল, চোট-আঘাতের জন্য ৫০ ওভারের ক্রিকেট থেকে কার্যত হারিয়ে যেতে বসেছেন তিনি।

০৯ ০৯
১০০ ওয়ানডে উইকেটের থেকে মাত্র এক উইকেটের দূরত্বে রয়েছেন ভুবনেশ্বর কুমার। ৯৫ একদিনের ম্যাচে ৩৮.২২ গড়ে তিনি নিয়েছেন ৯৯ উইকেট। যদি শামির আগে ভুবি একশো উইকেট নিয়ে ফেলেন, তবে ১৯তম ভারতীয় হিসেবে এই কৃতিত্বের ভাগীদার হবেন। আর সেই সম্ভাবনাই বেশি।

১০০ ওয়ানডে উইকেটের থেকে মাত্র এক উইকেটের দূরত্বে রয়েছেন ভুবনেশ্বর কুমার। ৯৫ একদিনের ম্যাচে ৩৮.২২ গড়ে তিনি নিয়েছেন ৯৯ উইকেট। যদি শামির আগে ভুবি একশো উইকেট নিয়ে ফেলেন, তবে ১৯তম ভারতীয় হিসেবে এই কৃতিত্বের ভাগীদার হবেন। আর সেই সম্ভাবনাই বেশি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE