Advertisement
২৪ এপ্রিল ২০২৪

এ বারের আইপিএলে দলগুলির সেরা ফ্লপ এঁরাই

আইপিএল প্রতি বছরই নতুন তারকার জন্ম দেখে। আবার প্রতি বছর বড় নামের পতনও দেখে। চলতি মরসুমও তার ব্যতিক্রম নয়। এক নজরে দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত এই মরসুমে প্রতি দলের সবচেয়ে বড় ফ্লপ কারা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ মে ২০১৮ ১৪:০১
Share: Save:
০১ ০৯
আইপিএল প্রতি বছরই নতুন তারকার জন্ম দেখে। আবার প্রতি বছর বড় নামের পতনও দেখে। চলতি মরসুমও তার ব্যতিক্রম নয়। এক নজরে দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত এই মরসুমে প্রতি দলের সবচেয়ে বড় ফ্লপ কারা।

আইপিএল প্রতি বছরই নতুন তারকার জন্ম দেখে। আবার প্রতি বছর বড় নামের পতনও দেখে। চলতি মরসুমও তার ব্যতিক্রম নয়। এক নজরে দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত এই মরসুমে প্রতি দলের সবচেয়ে বড় ফ্লপ কারা।

০২ ০৯
বেন স্টোকস (রাজস্থান রয়্যালস): বল হাতে এখনও পর্যন্ত মাত্র একটি উইকেট পেয়েছেন। ব্যাটেও তেমন রান নেই, সর্বোচ্চ মাত্র ৪৫। সাড়ে ১২ কোটির স্টোকস যেন অতিতের ছায়া মাত্র। তবে ইংরেজ অলরাউন্ডারকে কড়া টক্কর দিতে পারেন জয়দেব উনাদকট। ছবি: পিটিআই।

বেন স্টোকস (রাজস্থান রয়্যালস): বল হাতে এখনও পর্যন্ত মাত্র একটি উইকেট পেয়েছেন। ব্যাটেও তেমন রান নেই, সর্বোচ্চ মাত্র ৪৫। সাড়ে ১২ কোটির স্টোকস যেন অতিতের ছায়া মাত্র। তবে ইংরেজ অলরাউন্ডারকে কড়া টক্কর দিতে পারেন জয়দেব উনাদকট। ছবি: পিটিআই।

০৩ ০৯
ক্রিস মরিস (দিল্লি ডেয়ারডেভিলস): দিল্লির অন্যতম ভরসা ভাবা হচ্ছিল এই প্রোটিয়া অলরাউন্ডারকে। কিন্তু তাঁর পারফরম্যান্স এতটাই খারাপ যে, তাঁকে দল থেকেই বাধ্য হয়েছে দিল্লি। পরে চোট পেয়ে দলের বাইরে চলে যান। এখনও পর্যন্ত ৪ ম্যাচে ওভার পিছু ১০ রানের বেশি দিয়ে মাত্র ৩ উইকেট পেয়েছেন তিনি। ব্যাট হাতে মোট রান ৪৬। ছবি: এএফপি।

ক্রিস মরিস (দিল্লি ডেয়ারডেভিলস): দিল্লির অন্যতম ভরসা ভাবা হচ্ছিল এই প্রোটিয়া অলরাউন্ডারকে। কিন্তু তাঁর পারফরম্যান্স এতটাই খারাপ যে, তাঁকে দল থেকেই বাধ্য হয়েছে দিল্লি। পরে চোট পেয়ে দলের বাইরে চলে যান। এখনও পর্যন্ত ৪ ম্যাচে ওভার পিছু ১০ রানের বেশি দিয়ে মাত্র ৩ উইকেট পেয়েছেন তিনি। ব্যাট হাতে মোট রান ৪৬। ছবি: এএফপি।

০৪ ০৯
অ্যারন ফিঞ্চ (কিংস ইলেভেন পঞ্জাব): ছয় ম্যাচে মোট রান ২৪। ৬ কোটির বেশি দামের এই অজি তারকা সম্ভবত জীবনের সবচেয়ে খারাপ ফর্মে রয়েছেন। ছবি: এএফপি।

অ্যারন ফিঞ্চ (কিংস ইলেভেন পঞ্জাব): ছয় ম্যাচে মোট রান ২৪। ৬ কোটির বেশি দামের এই অজি তারকা সম্ভবত জীবনের সবচেয়ে খারাপ ফর্মে রয়েছেন। ছবি: এএফপি।

০৫ ০৯
ঋদ্ধিমান সাহা (সানরাইজার্স হায়দরাবাদ): তিনি দেশের সেরা উইকেটরক্ষক হতে পারেন, কিন্তু ব্যাট হাতে ভয়ঙ্কর খারাপ ফর্মে রয়েছেন। বাংলার এই ক্রিকেটারের ৮ ম্যাচে মোট রান ৭০। গড় মাত্র ১৩। ছবি: পিটিআই।

ঋদ্ধিমান সাহা (সানরাইজার্স হায়দরাবাদ): তিনি দেশের সেরা উইকেটরক্ষক হতে পারেন, কিন্তু ব্যাট হাতে ভয়ঙ্কর খারাপ ফর্মে রয়েছেন। বাংলার এই ক্রিকেটারের ৮ ম্যাচে মোট রান ৭০। গড় মাত্র ১৩। ছবি: পিটিআই।

০৬ ০৯
মিচেল জনসন (কলকাতা নাইট রাইডার্স): এ বারের জনসন যেন পুরনো জনসনের ছায়া। চার ম্যাচে মাত্র দু’উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার। ছবি: পিটিআই।

মিচেল জনসন (কলকাতা নাইট রাইডার্স): এ বারের জনসন যেন পুরনো জনসনের ছায়া। চার ম্যাচে মাত্র দু’উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার। ছবি: পিটিআই।

০৭ ০৯
সরফরাজ খান (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু): খারাপ ফর্মের জন্য দল থেকে বাদ পড়েছেন। তিন ম্যাচে বেঙ্গালুরুর এই ক্রিকেটার করেছেন মাত্র ১১ রান। স্ট্রাইক রেট মাত্র ৬৫।

সরফরাজ খান (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু): খারাপ ফর্মের জন্য দল থেকে বাদ পড়েছেন। তিন ম্যাচে বেঙ্গালুরুর এই ক্রিকেটার করেছেন মাত্র ১১ রান। স্ট্রাইক রেট মাত্র ৬৫।

০৮ ০৯
কিয়েরন পোলার্ড (মুম্বই ইন্ডিয়ান্স): ৭ ম্যাচে রান ৭৬। সর্বোচ্চ রান ২৮। স্ট্রাইক রেট ১০৮। প্রায় সাড়ে ৫ কোটির এই ক্যারিবীয় তারকা এ বারের আইপিএলের অন্যতম বড় ফ্লপ। ছবি: পিটিআই।

কিয়েরন পোলার্ড (মুম্বই ইন্ডিয়ান্স): ৭ ম্যাচে রান ৭৬। সর্বোচ্চ রান ২৮। স্ট্রাইক রেট ১০৮। প্রায় সাড়ে ৫ কোটির এই ক্যারিবীয় তারকা এ বারের আইপিএলের অন্যতম বড় ফ্লপ। ছবি: পিটিআই।

০৯ ০৯
রবীন্দ্র জাডেজা (চেন্নাই সুপার কিংস): ব্যাট হাতে মোট রান ৪৭, সর্বোচ্চ ১৯। ৮ ম্যাচে মাত্র দু’উইকেট। ভয়ঙ্কর খারাপ ফর্মে রয়েছেন চেন্নাইয়ের এই অলরাউন্ডার। ছবি: পিটিআই।

রবীন্দ্র জাডেজা (চেন্নাই সুপার কিংস): ব্যাট হাতে মোট রান ৪৭, সর্বোচ্চ ১৯। ৮ ম্যাচে মাত্র দু’উইকেট। ভয়ঙ্কর খারাপ ফর্মে রয়েছেন চেন্নাইয়ের এই অলরাউন্ডার। ছবি: পিটিআই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE