Advertisement
১৭ এপ্রিল ২০২৪

গেলদের বিরুদ্ধে কেমন হতে পারে সানরাইজার্সের প্রথম একাদশ

সপ্তাহ খানেক আগে চণ্ডিগড়ে হায়দরাবাদকে একাই হারিয়ে দিয়েছিলেন ‘ইউনিভার্স বস’। ৬৩ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংসে মেরেছিলেন ১১টি ছয়। এ বার হায়দরাবাদে ফের মুখোমুখি হচ্ছে দুই দল। বৃহস্পতিবার রাতের সেই ম্যাচের আগে দেখে নেওয়া যাক গেলদের বিরুদ্ধে কেমন হতে পারে সানরাইজার্সের প্রথম একাদশ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৮ ১৪:৪৯
Share: Save:
০১ ১২
সপ্তাহ খানেক আগে চণ্ডিগড়ে হায়দরাবাদকে একাই হারিয়ে দিয়েছিলেন ‘ইউনিভার্স বস’। ৬৩ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংসে মেরেছিলেন ১১টি ছয়। এ বার হায়দরাবাদে ফের মুখোমুখি হচ্ছে দুই দল। বৃহস্পতিবার রাতের সেই ম্যাচের আগে দেখে নেওয়া যাক গেলদের বিরুদ্ধে কেমন হতে পারে সানরাইজার্সের প্রথম একাদশ।

সপ্তাহ খানেক আগে চণ্ডিগড়ে হায়দরাবাদকে একাই হারিয়ে দিয়েছিলেন ‘ইউনিভার্স বস’। ৬৩ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংসে মেরেছিলেন ১১টি ছয়। এ বার হায়দরাবাদে ফের মুখোমুখি হচ্ছে দুই দল। বৃহস্পতিবার রাতের সেই ম্যাচের আগে দেখে নেওয়া যাক গেলদের বিরুদ্ধে কেমন হতে পারে সানরাইজার্সের প্রথম একাদশ।

০২ ১২
শিখর ধবন: পঞ্জাবের বিরুদ্ধে প্রথম বলেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন ধবন। পরের ম্যাচেও খেলতে পারেননি। বৃহস্পতিবার রাতে অবশ্য তাঁর প্রথম দলে থাকার সম্ভাবনাই বেশি। ছবি: পিটিআই।

শিখর ধবন: পঞ্জাবের বিরুদ্ধে প্রথম বলেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন ধবন। পরের ম্যাচেও খেলতে পারেননি। বৃহস্পতিবার রাতে অবশ্য তাঁর প্রথম দলে থাকার সম্ভাবনাই বেশি। ছবি: পিটিআই।

০৩ ১২
কেন উইলিয়ামসন: সে দিনের ম্যাচে ৪১ বলে ৫৪ করেও ম্যাচ জেতাতে পারেননি। তবে চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন হায়দরাবাদের অধিনায়ক। ছবি: পিটিআই।

কেন উইলিয়ামসন: সে দিনের ম্যাচে ৪১ বলে ৫৪ করেও ম্যাচ জেতাতে পারেননি। তবে চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন হায়দরাবাদের অধিনায়ক। ছবি: পিটিআই।

০৪ ১২
ঋদ্ধিমান সাহা: ফর্মের একেবারে ধারেকাছে নেই বাংলার এই উইকেটরক্ষক। আজ সানরাইজার্সের দলে থাকলেও দ্রুত ফর্মে না ফরলে কপাল খুলতে পারে শ্রীবত্স গোস্বামীর। ছবি: পিটিআই।

ঋদ্ধিমান সাহা: ফর্মের একেবারে ধারেকাছে নেই বাংলার এই উইকেটরক্ষক। আজ সানরাইজার্সের দলে থাকলেও দ্রুত ফর্মে না ফরলে কপাল খুলতে পারে শ্রীবত্স গোস্বামীর। ছবি: পিটিআই।

০৫ ১২
মণীশ পাণ্ডে: সে দিনের ম্যাচে তাঁর অপরাজিত ৫৭ দলকে জেতাতে পারেনি। তবে আইপিএলে ভাল ছন্দে রয়েছেন মণীশ। ছবি: পিটিআই।

মণীশ পাণ্ডে: সে দিনের ম্যাচে তাঁর অপরাজিত ৫৭ দলকে জেতাতে পারেনি। তবে আইপিএলে ভাল ছন্দে রয়েছেন মণীশ। ছবি: পিটিআই।

০৬ ১২
ইউসুফ পাঠান: চলতি আইপিএলে খুব একটা ছন্দে না থাকলেও ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন ইউসুফ। ছবি: এএফপি।

ইউসুফ পাঠান: চলতি আইপিএলে খুব একটা ছন্দে না থাকলেও ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন ইউসুফ। ছবি: এএফপি।

০৭ ১২
দীপক হুড়া: চলতি আইপিএলে একেবারে ফর্মে নেই এই ব্যাটসম্যান অলরাউন্ডার। তবে আজ সুযোগ পেতে পারেন। ছবি: এএফপি।

দীপক হুড়া: চলতি আইপিএলে একেবারে ফর্মে নেই এই ব্যাটসম্যান অলরাউন্ডার। তবে আজ সুযোগ পেতে পারেন। ছবি: এএফপি।

০৮ ১২
মহম্মদ নবি: গত ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত বল করেন আফগানিস্থানের এই অলরাউন্ডার। ব্যাট হাতেও যোগ করেন ১৪ রান।

মহম্মদ নবি: গত ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত বল করেন আফগানিস্থানের এই অলরাউন্ডার। ব্যাট হাতেও যোগ করেন ১৪ রান।

০৯ ১২
ভুবনেশ্বর কুমার: দুরন্ত ফর্মে রয়েছেন সানরাইজার্সের এই ডানহাতি পেসার। তবে গত ম্যাচে তিনি খেলেননি। এই ম্যাচে ফিরতে পারেন তিনি।

ভুবনেশ্বর কুমার: দুরন্ত ফর্মে রয়েছেন সানরাইজার্সের এই ডানহাতি পেসার। তবে গত ম্যাচে তিনি খেলেননি। এই ম্যাচে ফিরতে পারেন তিনি।

১০ ১২
সিদ্ধার্থ কল: মুম্বইয়ের বিরুদ্ধে গত ম্যাচে জয়ের অন্যতম নায়ক। ২৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। ছবি: এএফপি।

সিদ্ধার্থ কল: মুম্বইয়ের বিরুদ্ধে গত ম্যাচে জয়ের অন্যতম নায়ক। ২৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। ছবি: এএফপি।

১১ ১২
বাসিল থাম্পি: ১.৫ ওভারে মাত্র ৪ রান দিয়ে মুম্বইয়ের এক নম্বর এবং এগারো নম্বর ব্যাটসম্যানের উইকেট নিয়েছিলেন এই পেসার। ছবি: পিটিআই।

বাসিল থাম্পি: ১.৫ ওভারে মাত্র ৪ রান দিয়ে মুম্বইয়ের এক নম্বর এবং এগারো নম্বর ব্যাটসম্যানের উইকেট নিয়েছিলেন এই পেসার। ছবি: পিটিআই।

১২ ১২
রশিদ খান: ভাল ফর্মে থাকলেও গেলের হাতে সে দিনের ম্যাচে যথেষ্ট মার খেয়েছিলেন তিনি। এ দিন তাঁর বদলা নেওয়ার পালা। ছবি: এএফপি।

রশিদ খান: ভাল ফর্মে থাকলেও গেলের হাতে সে দিনের ম্যাচে যথেষ্ট মার খেয়েছিলেন তিনি। এ দিন তাঁর বদলা নেওয়ার পালা। ছবি: এএফপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE