Advertisement
২৩ এপ্রিল ২০২৪

ভবিষ্যতের তারকা হওয়ার যাবতীয় মশলা নিয়ে হাজির শ্রেয়াস

শুক্রবার রাত। ফিরোজ শাহ কোটলা। শিবম-জনসনরা খুব দ্রুত ভুলে যেতে চাইবেন এই রাতটার কথা। এক মুম্বইকরের হাতে তাদের ‘খুন’ হয়ে যাওয়ার রাতটার কথা। বাউন্ডারি আর ওভার বাউন্ডারির বন্যায় দিল্লির স্টেডিয়ামে তখন শুধুই ফ্যানেদের গর্জন। পর পর হারের পর দিল্লিকে জয়ের রাস্তায় ফেরানো সেই শ্রেয়াস আইয়ার সম্পর্কে জেনে নিন কয়েকটি তথ্য। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৮ ১৫:৩৬
Share: Save:
০১ ০৯
শুক্রবার রাত। ফিরোজ শাহ কোটলা। শিবম-জনসনরা খুব দ্রুত ভুলে যেতে চাইবেন এই রাতটার কথা। এক মুম্বইকরের হাতে তাদের ‘খুন’ হয়ে যাওয়ার রাতটার কথা। বাউন্ডারি আর ওভার বাউন্ডারির বন্যায় দিল্লির স্টেডিয়ামে তখন শুধুই ফ্যানেদের গর্জন। পর পর হারের পর দিল্লিকে জয়ের রাস্তায় ফেরানো সেই শ্রেয়াস আইয়ার সম্পর্কে জেনে নিন কয়েকটি তথ্য। ছবি: পিটিআই।

শুক্রবার রাত। ফিরোজ শাহ কোটলা। শিবম-জনসনরা খুব দ্রুত ভুলে যেতে চাইবেন এই রাতটার কথা। এক মুম্বইকরের হাতে তাদের ‘খুন’ হয়ে যাওয়ার রাতটার কথা। বাউন্ডারি আর ওভার বাউন্ডারির বন্যায় দিল্লির স্টেডিয়ামে তখন শুধুই ফ্যানেদের গর্জন। পর পর হারের পর দিল্লিকে জয়ের রাস্তায় ফেরানো সেই শ্রেয়াস আইয়ার সম্পর্কে জেনে নিন কয়েকটি তথ্য। ছবি: পিটিআই।

০২ ০৯
ক্রিকেটের আঁতুরঘর মুম্বইয়ের শিবাজি পার্ক জিমখানা মাঠে বালক শ্রেয়াসকে আবিষ্কার করেন প্রবীণ আমরে। দেখেন একটা চার ফুটের ছেলে তার থেকে অনেকটাই লম্বা পেসারদের অনায়াসে মাঠের বাইরে পাঠাচ্ছে। ১২ বছরের শ্রেয়াসকে তখন তার বন্ধুরা ‘সহবাগ’ বলে ডাকত। ছবি: পিটিআই।

ক্রিকেটের আঁতুরঘর মুম্বইয়ের শিবাজি পার্ক জিমখানা মাঠে বালক শ্রেয়াসকে আবিষ্কার করেন প্রবীণ আমরে। দেখেন একটা চার ফুটের ছেলে তার থেকে অনেকটাই লম্বা পেসারদের অনায়াসে মাঠের বাইরে পাঠাচ্ছে। ১২ বছরের শ্রেয়াসকে তখন তার বন্ধুরা ‘সহবাগ’ বলে ডাকত। ছবি: পিটিআই।

০৩ ০৯
কলেজে পড়ার সময়েই সুযোগ পান অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ দলে। ২০১৪ সালের সেই বিশ্বকাপের তিন ম্যাচে ১৬১ রান করেন শ্রেয়াস। ছবি: পিটিআই।

কলেজে পড়ার সময়েই সুযোগ পান অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ দলে। ২০১৪ সালের সেই বিশ্বকাপের তিন ম্যাচে ১৬১ রান করেন শ্রেয়াস। ছবি: পিটিআই।

০৪ ০৯
কেরিয়ারের প্রথম রঞ্জি মরসুমে তাঁর গড় ছিল ৫০.৫৬। ২০১৫-১৬ রঞ্জি মরসুমে ৭৩-এর উপর গড়ে ১৩২১ রান করেন। ছবি: এএফপি।

কেরিয়ারের প্রথম রঞ্জি মরসুমে তাঁর গড় ছিল ৫০.৫৬। ২০১৫-১৬ রঞ্জি মরসুমে ৭৩-এর উপর গড়ে ১৩২১ রান করেন। ছবি: এএফপি।

০৫ ০৯
ঘরোয়া মরসুমে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে ২০১৫ আইপিএলে সবচেয়ে বেশি দামের আনক্যাপড ক্রিকেটার হন। ৪৩৯ রান করে এমার্জিং প্লেয়ার হন। ছবি: এএফপি।

ঘরোয়া মরসুমে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে ২০১৫ আইপিএলে সবচেয়ে বেশি দামের আনক্যাপড ক্রিকেটার হন। ৪৩৯ রান করে এমার্জিং প্লেয়ার হন। ছবি: এএফপি।

০৬ ০৯
২০১৭-এর গোড়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচে ডাবল সেঞ্চুরি করার পর আহত বিরাট কোহালির জায়গায় টেস্ট দলে ডাক পান শ্রেয়াস। ছবি: এএফপি।

২০১৭-এর গোড়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচে ডাবল সেঞ্চুরি করার পর আহত বিরাট কোহালির জায়গায় টেস্ট দলে ডাক পান শ্রেয়াস। ছবি: এএফপি।

০৭ ০৯
তবে প্রথম এগারোয় সুযোগ পাননি। এর পরেই সীমিত ওভারের ক্রিকেটে সুযোগ পান তিনি। ছবি: এএফপি।

তবে প্রথম এগারোয় সুযোগ পাননি। এর পরেই সীমিত ওভারের ক্রিকেটে সুযোগ পান তিনি। ছবি: এএফপি।

০৮ ০৯
এখনও পর্যন্ত ছ’টি ওয়ান ডে খেলেছেন তিনি। এর মধ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি হাফ সেঞ্চুরি রয়েছে। ওয়ান ডেতে তাঁর গড় ৪২। ছবি: পিটিআই।

এখনও পর্যন্ত ছ’টি ওয়ান ডে খেলেছেন তিনি। এর মধ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি হাফ সেঞ্চুরি রয়েছে। ওয়ান ডেতে তাঁর গড় ৪২। ছবি: পিটিআই।

০৯ ০৯
এখনও পর্যন্ত জাতীয় দলে নিয়মিত সুযোগ না পেলেও তাঁকে লম্বা রেসের ঘোড়া বলছেন বহু বিশেষজ্ঞই। বিশেষ করে শুক্রবার নাইটদের বিরুদ্ধে ভয়ডরহীন ব্যাটিংয়ের পর জাতীয় দলে ডাক পাওয়া সময়ের অপেক্ষা বলে মনে করছেন অনেকেই। ছবি: এএফপি।

এখনও পর্যন্ত জাতীয় দলে নিয়মিত সুযোগ না পেলেও তাঁকে লম্বা রেসের ঘোড়া বলছেন বহু বিশেষজ্ঞই। বিশেষ করে শুক্রবার নাইটদের বিরুদ্ধে ভয়ডরহীন ব্যাটিংয়ের পর জাতীয় দলে ডাক পাওয়া সময়ের অপেক্ষা বলে মনে করছেন অনেকেই। ছবি: এএফপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE