Advertisement
১৯ এপ্রিল ২০২৪
ipl. ipl auction

নিলামের আগে কী অবস্থায় দাঁড়িয়ে নাইট রাইডার্স? দেখে নিন এই মুহূর্তের দল

আগামী বছরের লড়াই শুরু হয়ে যাচ্ছে আর কয়েক দিন পর থেকেই। মঙ্গলবার জয়পুরে বসছে আইপিএল নিলাম। নিলামের আগে এই মুহূর্তে কোন দল কোথায় দাঁড়িয়ে? দেখে নেওয়া যাক এই মুহূর্তে কী অবস্থায় দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্স।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮ ১১:১৩
Share: Save:
০১ ১৪
আগামী বছরের লড়াই শুরু হয়ে যাচ্ছে আর কয়েক দিন পর থেকেই। মঙ্গলবার জয়পুরে বসছে আইপিএল নিলাম। নিলামের আগে এই মুহূর্তে কোন দল কোথায় দাঁড়িয়ে? দেখে নেওয়া যাক এই মুহূর্তে কী অবস্থায় দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্স।

আগামী বছরের লড়াই শুরু হয়ে যাচ্ছে আর কয়েক দিন পর থেকেই। মঙ্গলবার জয়পুরে বসছে আইপিএল নিলাম। নিলামের আগে এই মুহূর্তে কোন দল কোথায় দাঁড়িয়ে? দেখে নেওয়া যাক এই মুহূর্তে কী অবস্থায় দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্স।

০২ ১৪
দীনেশ কার্তিক: ছোট ফর্ম্যাটে ব্যাটসম্যান বা কিপার কার্তিককে নিয়ে প্রশ্ন নেই। দলকে জয়ের রাস্তায় ফেরাতে এ বারেও প্রয়োজন হবে ক্যাপ্টেন কার্তিকেরও।

দীনেশ কার্তিক: ছোট ফর্ম্যাটে ব্যাটসম্যান বা কিপার কার্তিককে নিয়ে প্রশ্ন নেই। দলকে জয়ের রাস্তায় ফেরাতে এ বারেও প্রয়োজন হবে ক্যাপ্টেন কার্তিকেরও।

০৩ ১৪
রবিন উথাপ্পা: বিধ্বংসী না হলেও গত বার ভালই খেলেছেন রবিন। প্রবল গরম আর সম্ভাব্য স্পিনিং ট্র্যাকে তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইবে নাইট রাইডার্স।

রবিন উথাপ্পা: বিধ্বংসী না হলেও গত বার ভালই খেলেছেন রবিন। প্রবল গরম আর সম্ভাব্য স্পিনিং ট্র্যাকে তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইবে নাইট রাইডার্স।

০৪ ১৪
ক্রিস লিন: ভারতের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি২০ সিরিজে তেমন ফর্মে ছিলেন না এই অজি ওপেনার। তবে আইপিএলে আসন্ন মরসুমে তাঁর উপর ভরসা রাখছে নাইট কর্তৃপক্ষ।

ক্রিস লিন: ভারতের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি২০ সিরিজে তেমন ফর্মে ছিলেন না এই অজি ওপেনার। তবে আইপিএলে আসন্ন মরসুমে তাঁর উপর ভরসা রাখছে নাইট কর্তৃপক্ষ।

০৫ ১৪
আন্দ্রে রাসেল: রাসেলের ব্যাট কথা বললে কী হতে পারে তার প্রমাণ ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। তাই বিপুল অর্থ দিয়েও রাসেলকে রেখে দিয়েছে নাইট রাইডার্স।

আন্দ্রে রাসেল: রাসেলের ব্যাট কথা বললে কী হতে পারে তার প্রমাণ ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। তাই বিপুল অর্থ দিয়েও রাসেলকে রেখে দিয়েছে নাইট রাইডার্স।

০৬ ১৪
সুনীল নারিন: বল হাতে তো বটেই, ব্যাট হাতেও একটা ভাল শুরুর জন্য নারিনের দিকে তাকিয়ে থাকবে নাইট রাইডার্স। তিনি দলের অন্যতম অভিজ্ঞ সদস্য।

সুনীল নারিন: বল হাতে তো বটেই, ব্যাট হাতেও একটা ভাল শুরুর জন্য নারিনের দিকে তাকিয়ে থাকবে নাইট রাইডার্স। তিনি দলের অন্যতম অভিজ্ঞ সদস্য।

০৭ ১৪
শুভমান গিল: ভারতের এই তরুণ সেনসেশনকে গতবারই দলে নিয়েছে নাইটরা। বেশ কয়েকটি ভাল ইনিংসও খেলেছেন তিনি। সম্প্রতি ভারত এ দলের হয়েও ভাল খেলেছেন।

শুভমান গিল: ভারতের এই তরুণ সেনসেশনকে গতবারই দলে নিয়েছে নাইটরা। বেশ কয়েকটি ভাল ইনিংসও খেলেছেন তিনি। সম্প্রতি ভারত এ দলের হয়েও ভাল খেলেছেন।

০৮ ১৪
পীযূষ চাওলা: বিশেষজ্ঞদের ধারণা এই লেগ স্পিনারকে বড় ভূমিকা নেবে আইপিএলের ম্যাচে। তিনি অবশ্যই থাকছেন।

পীযূষ চাওলা: বিশেষজ্ঞদের ধারণা এই লেগ স্পিনারকে বড় ভূমিকা নেবে আইপিএলের ম্যাচে। তিনি অবশ্যই থাকছেন।

০৯ ১৪
কুলদীপ যাদব: যে কোনও পিচে ম্যাজিক দেখাতে পারেন এই চায়নাম্যান। তাই তাঁকে ছাড়তে চায়নি নাইট থিঙ্ক ট্যাঙ্ক।

কুলদীপ যাদব: যে কোনও পিচে ম্যাজিক দেখাতে পারেন এই চায়নাম্যান। তাই তাঁকে ছাড়তে চায়নি নাইট থিঙ্ক ট্যাঙ্ক।

১০ ১৪
প্রসিদ্ধ কৃষ্ণ: ডেথ ওভার বোলিংয়ে চমকে দিয়েছিলেনন এই তরুণ। তাঁর গতিতে বিভ্রান্ত হচ্ছেন তাবড় ব্যাটসম্যানও।

প্রসিদ্ধ কৃষ্ণ: ডেথ ওভার বোলিংয়ে চমকে দিয়েছিলেনন এই তরুণ। তাঁর গতিতে বিভ্রান্ত হচ্ছেন তাবড় ব্যাটসম্যানও।

১১ ১৪
শিভম মাভি: ১৯ বছরের এই ভারতীয় স্পিডস্টার গতি দিয়ে যে কোনও ব্যাটসম্যানকে চমক দেওয়ার ক্ষমতা রাখেন। তাঁকেও এ বারে রেখে দিয়েছে নাইট রাইডার্স।

শিভম মাভি: ১৯ বছরের এই ভারতীয় স্পিডস্টার গতি দিয়ে যে কোনও ব্যাটসম্যানকে চমক দেওয়ার ক্ষমতা রাখেন। তাঁকেও এ বারে রেখে দিয়েছে নাইট রাইডার্স।

১২ ১৪
নীতীশ রাণা: ব্যাটে বলে ভাল ছন্দে ছিলেন দিল্লির এই অলরাউন্ডার। ব্যাট হাতে তো বটেই, স্পিনিং ট্র্যাক হলে মাঝের ওভারগুলোতে তাঁকে প্রয়োজন পড়তেই পারে।

নীতীশ রাণা: ব্যাটে বলে ভাল ছন্দে ছিলেন দিল্লির এই অলরাউন্ডার। ব্যাট হাতে তো বটেই, স্পিনিং ট্র্যাক হলে মাঝের ওভারগুলোতে তাঁকে প্রয়োজন পড়তেই পারে।

১৩ ১৪
রিঙ্কু সিংহ: আলিগড়ের বছর কুড়ির এই ক্রিকেটার অত্যন্ত প্রতিভাবান। গত আইপিএলে তেমন কিছু করতে না পারলেও তাঁর উপর ভরসা রেখেছেন নাইট কর্তৃপক্ষ।

রিঙ্কু সিংহ: আলিগড়ের বছর কুড়ির এই ক্রিকেটার অত্যন্ত প্রতিভাবান। গত আইপিএলে তেমন কিছু করতে না পারলেও তাঁর উপর ভরসা রেখেছেন নাইট কর্তৃপক্ষ।

১৪ ১৪
কমলেশ নাগারকোটি: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পেসার কমলেশ। জয়পুরের ১৮ বছরের ছেলেটির হাত থেকে প্রায়ই ১৪৫-১৫০ কিমি গতিতে বল বেরোতে দেখে অবাক হয়ে গিয়েছিলেন গ্লেন ম্যাকগ্রা, সৌরভ গঙ্গোপাধ্যায়-রা। গত বার চোটের জন্য খেলতে পারেননি। এ বারে তাঁর কাছে থেকে ভাল কিছু আশা করবে নাইটরা।

কমলেশ নাগারকোটি: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পেসার কমলেশ। জয়পুরের ১৮ বছরের ছেলেটির হাত থেকে প্রায়ই ১৪৫-১৫০ কিমি গতিতে বল বেরোতে দেখে অবাক হয়ে গিয়েছিলেন গ্লেন ম্যাকগ্রা, সৌরভ গঙ্গোপাধ্যায়-রা। গত বার চোটের জন্য খেলতে পারেননি। এ বারে তাঁর কাছে থেকে ভাল কিছু আশা করবে নাইটরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE