Advertisement
২০ এপ্রিল ২০২৪
ipl 2019

দলে থাকলেও আইপিএলে মাঠে নামার সম্ভাবনা খুবই কম এই তারকাদের

দরজায় কড়া নাড়ছে ১২তম আইপিএল। প্রতিটি দলই তাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত করে ফেলেছে। তবে বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন প্রতিটি দলেই, যাঁরা দলে থাকলেও মাঠে নামার সম্ভাবনা খুবই কম এই তারকাদের। কারা তারা?

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৫৮
Share: Save:
০১ ০৯
দরজায় কড়া নাড়ছে ১২তম আইপিএল। প্রতিটি দলই তাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত করে ফেলেছে। তবে প্রতিটি দলেই বেশ কয়েক জন তারকা ক্রিকেটার রয়েছেন, যাঁরা দলে থাকলেও মাঠে নামার সম্ভাবনা খুবই কম। দেখে নেওয়া যাক তেমনই কয়েক জনকে।

দরজায় কড়া নাড়ছে ১২তম আইপিএল। প্রতিটি দলই তাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত করে ফেলেছে। তবে প্রতিটি দলেই বেশ কয়েক জন তারকা ক্রিকেটার রয়েছেন, যাঁরা দলে থাকলেও মাঠে নামার সম্ভাবনা খুবই কম। দেখে নেওয়া যাক তেমনই কয়েক জনকে।

০২ ০৯
সানরাইজার্স হায়দরাবাদে রয়েছে বাংলাদেশের তারকা শাকিব আল হাসান। ২০ মার্চ পর্যন্ত নিউজিল্যান্ডের সঙ্গে খেলা রয়েছে বাংলাদেশের। রয়েছে এপ্রিলে বিশ্বকাপের প্রস্তুতিও। তাই তিন-চারটির বেশি ম্যাচে তাঁকে পাবে না দল।

সানরাইজার্স হায়দরাবাদে রয়েছে বাংলাদেশের তারকা শাকিব আল হাসান। ২০ মার্চ পর্যন্ত নিউজিল্যান্ডের সঙ্গে খেলা রয়েছে বাংলাদেশের। রয়েছে এপ্রিলে বিশ্বকাপের প্রস্তুতিও। তাই তিন-চারটির বেশি ম্যাচে তাঁকে পাবে না দল।

০৩ ০৯
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে গুরকিরাত মান সিংহ দলে থাকলেও তাঁর খেলার সম্ভাবনা খুব কম। বিশেষজ্ঞরা বলছেন, মিডল অর্ডারে ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমেয়ার ও অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়েনিসদেরই খেলাতে চাইবে টিম ম্যানেজমেন্ট।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে গুরকিরাত মান সিংহ দলে থাকলেও তাঁর খেলার সম্ভাবনা খুব কম। বিশেষজ্ঞরা বলছেন, মিডল অর্ডারে ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমেয়ার ও অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়েনিসদেরই খেলাতে চাইবে টিম ম্যানেজমেন্ট।

০৪ ০৯
স্টিভ স্মিথ দলে থাকলেও রাজস্থান রয়্যালসে তাঁর খেলার সম্ভাবনা খুবই কম। ২৯ মার্চ পর্যন্ত তাঁর খেলার উপর এমনিতেই নিষেধাজ্ঞা রয়েছে। এ ছাড়া সদ্য অস্ত্রোপচার হয়েছে তাঁর। রয়েছে বিশ্বকাপের প্রস্তুতিও। ফলে আইপিএলে তিনি কতটা খেলতে পারবেন, তা নিয়ে সংশয় রয়েই যাচ্ছে।

স্টিভ স্মিথ দলে থাকলেও রাজস্থান রয়্যালসে তাঁর খেলার সম্ভাবনা খুবই কম। ২৯ মার্চ পর্যন্ত তাঁর খেলার উপর এমনিতেই নিষেধাজ্ঞা রয়েছে। এ ছাড়া সদ্য অস্ত্রোপচার হয়েছে তাঁর। রয়েছে বিশ্বকাপের প্রস্তুতিও। ফলে আইপিএলে তিনি কতটা খেলতে পারবেন, তা নিয়ে সংশয় রয়েই যাচ্ছে।

০৫ ০৯
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আদিত্য তারের না খেলার সম্ভাবনাই বেশি। কারণ উইকেটকিপার হিসাবে কুইন্টন ডে কক ও ইশান কিষানের এই দায়িত্ব পালন করার কথা।

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আদিত্য তারের না খেলার সম্ভাবনাই বেশি। কারণ উইকেটকিপার হিসাবে কুইন্টন ডে কক ও ইশান কিষানের এই দায়িত্ব পালন করার কথা।

০৬ ০৯
কলকাতা নাইট রাইডার্সে বিদেশি তারকার ছড়াছড়ি। রয়েছেন আন্দ্রে রাসেল, ক্রিস লিন, সুনীল নারিনরা। তাই জো ডেনলিকে ব্যাক আপ হিসেবেই নেওয়া হয়েছে, খুব কম ম্যাচেই মাঠে নামতে পারেন তিনি, মত বিশেষজ্ঞদের।

কলকাতা নাইট রাইডার্সে বিদেশি তারকার ছড়াছড়ি। রয়েছেন আন্দ্রে রাসেল, ক্রিস লিন, সুনীল নারিনরা। তাই জো ডেনলিকে ব্যাক আপ হিসেবেই নেওয়া হয়েছে, খুব কম ম্যাচেই মাঠে নামতে পারেন তিনি, মত বিশেষজ্ঞদের।

০৭ ০৯
কিংস ইলেভেন পঞ্জাবে রয়েছেন তামিলনাড়ুর ‘মিস্ট্রি’ স্পিনার বরুণ চক্রবর্তী। রবিচন্দ্রন অশ্বিন-সহ তিন জন স্পিনার রয়েছেন দলে। তাই মুরুগান অশ্বিন দলে থাকলেও খেলার সম্ভাবনা খুবই কম।

কিংস ইলেভেন পঞ্জাবে রয়েছেন তামিলনাড়ুর ‘মিস্ট্রি’ স্পিনার বরুণ চক্রবর্তী। রবিচন্দ্রন অশ্বিন-সহ তিন জন স্পিনার রয়েছেন দলে। তাই মুরুগান অশ্বিন দলে থাকলেও খেলার সম্ভাবনা খুবই কম।

০৮ ০৯
দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে না পারার সম্ভাবনা বন্দারু আয়াপ্পার। এই পেসার অলরাউন্ডার যথেষ্ট প্রতিভাবান হলেও ইশান্ত শর্মার মতো তারকারা দলে থাকায় ম্যাচ পাওয়ার সম্ভাবনা বেশ কম।

দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে না পারার সম্ভাবনা বন্দারু আয়াপ্পার। এই পেসার অলরাউন্ডার যথেষ্ট প্রতিভাবান হলেও ইশান্ত শর্মার মতো তারকারা দলে থাকায় ম্যাচ পাওয়ার সম্ভাবনা বেশ কম।

০৯ ০৯
চেন্নাই সুপারকিংসের ওপেনারদের মধ্যে রয়েছেন অম্বাতী রায়ুডু, শেন ওয়াটসন। ২০১৮ সালে মূরলী বিজয় এই দলের হয়ে মাত্র একটাই ম্যাচ খেলেছেন। এই বছরেও খেলার সম্ভাবনা বেশ কম বিজয়ের।

চেন্নাই সুপারকিংসের ওপেনারদের মধ্যে রয়েছেন অম্বাতী রায়ুডু, শেন ওয়াটসন। ২০১৮ সালে মূরলী বিজয় এই দলের হয়ে মাত্র একটাই ম্যাচ খেলেছেন। এই বছরেও খেলার সম্ভাবনা বেশ কম বিজয়ের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE