Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Dhananjaya de Silva

ভারত-শ্রীলঙ্কা ওডিআই সিরিজে নজর রাখুন এঁদের দিকে

১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম শ্রীলঙ্কা এক দিনের সিরিজ। এক ঝলকে দেখে নেওয়া যাক শ্রীলঙ্কা-ভারত সিরিজে নজর রাখবেন কোন কোন ক্রিকেটারদের দিকে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৭ ১৬:৪৭
Share: Save:
০১ ০৫
ধনঞ্জয় ডি’সিলভা: অলরাউন্ডার হিসেব শ্রীলঙ্কার প্রথম এগারোয় ধনঞ্জয়ের সুযোগ পাওয়া এক প্রকার নিশ্চিত। ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজে শ্রীলঙ্কার ভাল পারফরম্যান্সের অনেকটা নির্ভর করবে এই তরুণ ক্রিকেটার কতটা ভাল ফল করতে পারেন তার উপর।

ধনঞ্জয় ডি’সিলভা: অলরাউন্ডার হিসেব শ্রীলঙ্কার প্রথম এগারোয় ধনঞ্জয়ের সুযোগ পাওয়া এক প্রকার নিশ্চিত। ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজে শ্রীলঙ্কার ভাল পারফরম্যান্সের অনেকটা নির্ভর করবে এই তরুণ ক্রিকেটার কতটা ভাল ফল করতে পারেন তার উপর।

০২ ০৫
উপুল থরঙ্গা: বহু দিন ধরে ব্যাটে রানের খরা থাকলেও শ্রীলঙ্কা ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসা থরঙ্গা। থরঙ্গার চওড়া ব্যাটেই নির্ভর করবে শ্রীলঙ্কা ওডিআই ভাগ্য।

উপুল থরঙ্গা: বহু দিন ধরে ব্যাটে রানের খরা থাকলেও শ্রীলঙ্কা ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসা থরঙ্গা। থরঙ্গার চওড়া ব্যাটেই নির্ভর করবে শ্রীলঙ্কা ওডিআই ভাগ্য।

০৩ ০৫
হার্দিক পাণ্ড্য: অলরাউন্ডার হিসেবে বর্তমানে ভারতীয় দলে অটোমেটিক চয়েস হার্দিক পাণ্ড্য। নজর থাকবে এই সিরিজে হার্দিক কেমন পারফরম্যান্স করেন সেই দিকেও।

হার্দিক পাণ্ড্য: অলরাউন্ডার হিসেবে বর্তমানে ভারতীয় দলে অটোমেটিক চয়েস হার্দিক পাণ্ড্য। নজর থাকবে এই সিরিজে হার্দিক কেমন পারফরম্যান্স করেন সেই দিকেও।

০৪ ০৫
দিনেশ কার্তিক: চার নম্বর জায়গা নিয়ে এখনও নিশ্চিত নয় ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। বার বার ক্রিকেটার পরিবর্তন করেও খুব লাভ হয়েনি। টিম সূত্রে খবর এই সিরিজে চার নম্বরে খেলতে দেখা যেতে পারে দিনেশকে।

দিনেশ কার্তিক: চার নম্বর জায়গা নিয়ে এখনও নিশ্চিত নয় ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। বার বার ক্রিকেটার পরিবর্তন করেও খুব লাভ হয়েনি। টিম সূত্রে খবর এই সিরিজে চার নম্বরে খেলতে দেখা যেতে পারে দিনেশকে।

০৫ ০৫
রোহিত শর্মা: অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও রোহিতের পরাফরম্যান্সের দিকে নজর থাকবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের।

রোহিত শর্মা: অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও রোহিতের পরাফরম্যান্সের দিকে নজর থাকবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE