Advertisement
২৩ এপ্রিল ২০২৪
ISL 4

এটিকে বনাম পুণে ম্যাচে নজর রাখুন এঁদের দিকে

রবিবার ঘরের মাঠে এফসি পুণে সিটির মুখোমুখি এটিকে। প্রথম ম্যাচে পুরো পয়েন্ট না পাওয়ায় ঘরের মাঠে ৩ পয়েন্টের লক্ষ্যেই মাঠে নামছে এটিকে। অন্য দিকে অ্যাওয়ে ম্যাচ হলেও পুণে দলেরও লক্ষ্য তিন পয়েন্ট। এক ঝলকে দেখে নওয়া যাক আজকের ম্যাচে দুই দলের তুরুপের তাস হতে চলেছেন কোন কোন ফুটবলাররা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৭ ১৬:৫৭
Share: Save:
০১ ০৫
ইউজেনসন লিংডো: বর্তমানে ভারতীয় ফুটবলের অন্যতম তারকা মিডফিল্ডার লিংডো। এই মরসুমে এটিকের সেরা রিক্রুট লিংডো। পুণের বিরুদ্ধে নজর থাকবে এই তরুণ ফুটবলারটির দিকে।

ইউজেনসন লিংডো: বর্তমানে ভারতীয় ফুটবলের অন্যতম তারকা মিডফিল্ডার লিংডো। এই মরসুমে এটিকের সেরা রিক্রুট লিংডো। পুণের বিরুদ্ধে নজর থাকবে এই তরুণ ফুটবলারটির দিকে।

০২ ০৫
রবিন সিংহ: ভারতীয় দলের নিয়মিত সদস্য রবিন সিংহ এই মরসুমে এটিকেতে। ইস্টবেঙ্গল এবং জাতীয় দলকে বহু ম্যাচে জয় এনে দিয়েছেন বাঁ পায়ের জারিজুরিতে। রবি কিনের অনুপস্থিতিতে এটিকের অন্যতম ভরসা এই পঞ্জাবি স্ট্রাইকার।

রবিন সিংহ: ভারতীয় দলের নিয়মিত সদস্য রবিন সিংহ এই মরসুমে এটিকেতে। ইস্টবেঙ্গল এবং জাতীয় দলকে বহু ম্যাচে জয় এনে দিয়েছেন বাঁ পায়ের জারিজুরিতে। রবি কিনের অনুপস্থিতিতে এটিকের অন্যতম ভরসা এই পঞ্জাবি স্ট্রাইকার।

০৩ ০৫
দেবজিত্ মজুমদার: এটিকের তিন কাঠির তলায় ভরসার আরেক নাম দেবজিত্ মজুমদার। বহু ম্যাচের বিশ্বস্থ সৈনিকের মতো এটিকের গোল দুর্গ রক্ষা করেছেন মোহনবাগানের প্রাক্তন এই ফুটবলার। কলকাতার বিরুদ্ধে গোল পেতে তারকা গোলরক্ষককে টপকাতেই হবে পুণেকে।

দেবজিত্ মজুমদার: এটিকের তিন কাঠির তলায় ভরসার আরেক নাম দেবজিত্ মজুমদার। বহু ম্যাচের বিশ্বস্থ সৈনিকের মতো এটিকের গোল দুর্গ রক্ষা করেছেন মোহনবাগানের প্রাক্তন এই ফুটবলার। কলকাতার বিরুদ্ধে গোল পেতে তারকা গোলরক্ষককে টপকাতেই হবে পুণেকে।

০৪ ০৫
ইমিলিয়ানো আলফারো: পুণের আক্রমণের অন্যতম ভরসা আলফারো। এটিকের বিরুদ্ধে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হলে নিজের সেরা খেলাটা খেলতেই হবে এই তারকা স্ট্রাইকারকে।

ইমিলিয়ানো আলফারো: পুণের আক্রমণের অন্যতম ভরসা আলফারো। এটিকের বিরুদ্ধে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হলে নিজের সেরা খেলাটা খেলতেই হবে এই তারকা স্ট্রাইকারকে।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE