Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Cricket

আহত রোহিত কি আজ দলে? দেখে নিন ফয়সলার ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ

রাজকোটে পাঁজরে লেগেছিল শিখর ধওয়নের। কাঁধে চোট পেয়েছিলেন রোহিত শর্মা। তৃতীয় ওয়ানডেতে কি পারবেন রোহিত খেলতে? কেমন হতে চলেছে ভারতের প্রথম একাদশ। দেখে নিন তা।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২০ ০০:৩০
Share: Save:
০১ ১২
গৌরবের ওয়াংখেড়েতে হারের বদলা রাজকোটে নিয়েছে ভারত। চিন্নাস্বামীতেই স্থির হয়ে যাবে সিরিজ কার। রাজকোটে পাঁজরে লেগেছিল শিখর ধওয়নের। কাঁধে চোট পেয়েছিলেন রোহিত শর্মা। তৃতীয় ওয়ানডেতে কি পারবেন রোহিত খেলতে? কেমন হতে চলেছে ভারতের প্রথম একাদশ। দেখে নিন তা।

গৌরবের ওয়াংখেড়েতে হারের বদলা রাজকোটে নিয়েছে ভারত। চিন্নাস্বামীতেই স্থির হয়ে যাবে সিরিজ কার। রাজকোটে পাঁজরে লেগেছিল শিখর ধওয়নের। কাঁধে চোট পেয়েছিলেন রোহিত শর্মা। তৃতীয় ওয়ানডেতে কি পারবেন রোহিত খেলতে? কেমন হতে চলেছে ভারতের প্রথম একাদশ। দেখে নিন তা।

০২ ১২
চোট সারিয়ে ফেরার পর জশপ্রীত বুমরাকে এখনও বিপজ্জনক দেখায়নি। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটো টি-টোয়েন্টির পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচেও সাদামাটা দেখিয়েছে তাঁকে। সাত ওভারে দিয়েছিলেন ৫০ রান। দ্বিতীয় ওয়ানডেতে একটি উইকেট নেন এই পেসার। কিন্তু রান বেশি দেননি। ৯.১ ওভারে বুমরা দেন মাত্র ৩২ রান।

চোট সারিয়ে ফেরার পর জশপ্রীত বুমরাকে এখনও বিপজ্জনক দেখায়নি। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটো টি-টোয়েন্টির পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচেও সাদামাটা দেখিয়েছে তাঁকে। সাত ওভারে দিয়েছিলেন ৫০ রান। দ্বিতীয় ওয়ানডেতে একটি উইকেট নেন এই পেসার। কিন্তু রান বেশি দেননি। ৯.১ ওভারে বুমরা দেন মাত্র ৩২ রান।

০৩ ১২
নবদীপ সাইনি নজর কেড়েছিলেন দুরন্ত গতি ও নিশানার জন্য। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে হয়েছিলেন সেরা। রাজকোটের দ্বিতীয় ওয়ানডেতে সাইনি ৬২ রানে নেন ২টি উইকেট। ভারতের ভক্তরা চাইছেন চিন্নাস্বামীতে গতির ঝড় তুলে অস্ট্রেলিয়ার ইনিংসে ভাঙন ধরাবেন সাইনি। পাশে পাচ্ছেন জশপ্রীত বুমরাকে।

নবদীপ সাইনি নজর কেড়েছিলেন দুরন্ত গতি ও নিশানার জন্য। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে হয়েছিলেন সেরা। রাজকোটের দ্বিতীয় ওয়ানডেতে সাইনি ৬২ রানে নেন ২টি উইকেট। ভারতের ভক্তরা চাইছেন চিন্নাস্বামীতে গতির ঝড় তুলে অস্ট্রেলিয়ার ইনিংসে ভাঙন ধরাবেন সাইনি। পাশে পাচ্ছেন জশপ্রীত বুমরাকে।

০৪ ১২
মহম্মদ শামিকে ওয়াংখেড়েতে একেবারেই ছন্দে দেখা যায়নি। ৭.৪ ওভারে তিনি দেন ৫৮ রান। ইকনমি রেট সাড়ে সাতেরও বেশি। দ্বিতীয় ওয়ানডেতে দারুণ ভাবে ফিরে আসেন। দিনের শেষে তাঁর নামের পাশে লেখা তিনটি উইকেট। পর পর দু’ বলে শামি তুলে নেন টার্নার ও কামিন্সকে। ১০ ওভারে অবশ্য ৭৭ রান দেন বাংলার এই পেসার। শামি অবশ্য উইকেট টেকিং বোলার। রান দিলেও উইকেট নেন। কোহালি তাঁর কাছ থেকে উইকেট চান।

মহম্মদ শামিকে ওয়াংখেড়েতে একেবারেই ছন্দে দেখা যায়নি। ৭.৪ ওভারে তিনি দেন ৫৮ রান। ইকনমি রেট সাড়ে সাতেরও বেশি। দ্বিতীয় ওয়ানডেতে দারুণ ভাবে ফিরে আসেন। দিনের শেষে তাঁর নামের পাশে লেখা তিনটি উইকেট। পর পর দু’ বলে শামি তুলে নেন টার্নার ও কামিন্সকে। ১০ ওভারে অবশ্য ৭৭ রান দেন বাংলার এই পেসার। শামি অবশ্য উইকেট টেকিং বোলার। রান দিলেও উইকেট নেন। কোহালি তাঁর কাছ থেকে উইকেট চান।

০৫ ১২
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে সুবিধা করতে পারেননি কুলদীপ। ১০ ওভারে দেন ৫৫ রান। কুলদীপ নিজেও জানেন যে, তাঁর কাছে মাঝের ওভারে উইকেট চাইছে দল। দ্বিতীয় ওয়ানডেতে দু’টি উইকেট নেন জাদেজা। ১০ ওভারে ৬৫ রান অবশ্য দিয়েছেন। রান দিয়ে ফেলছেন তিনি। সে দিকে নজর দিতে হবে এই চায়নাম্যান বোলারকে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে সুবিধা করতে পারেননি কুলদীপ। ১০ ওভারে দেন ৫৫ রান। কুলদীপ নিজেও জানেন যে, তাঁর কাছে মাঝের ওভারে উইকেট চাইছে দল। দ্বিতীয় ওয়ানডেতে দু’টি উইকেট নেন জাদেজা। ১০ ওভারে ৬৫ রান অবশ্য দিয়েছেন। রান দিয়ে ফেলছেন তিনি। সে দিকে নজর দিতে হবে এই চায়নাম্যান বোলারকে।

০৬ ১২
রবীন্দ্র জাডেজা বিরাট কোহালির দলের ‘থ্রি-ডি’ ক্রিকেটার। ওয়াংখেড়েতে তিনি করেছিলেন ২৫ রান। বল করতে নেমে আট ওভারে জাদেজা দেন ৪১ রান। কিন্তু তাঁর বোলিং মূলত রান আটকানোর। বিপক্ষ ইনিংসে আঘাত হানার মতো নয়। এ হেন জাদেজা দ্বিতীয় ওয়ানডেতে ১৬ বলে ২০ রান করেন। বল হাতে নেন দুটো উইকেট। চিন্নাস্বামীতে জাদেজার থেকে অলরাউন্ড পারফরম্যান্স চাইছে দল।

রবীন্দ্র জাডেজা বিরাট কোহালির দলের ‘থ্রি-ডি’ ক্রিকেটার। ওয়াংখেড়েতে তিনি করেছিলেন ২৫ রান। বল করতে নেমে আট ওভারে জাদেজা দেন ৪১ রান। কিন্তু তাঁর বোলিং মূলত রান আটকানোর। বিপক্ষ ইনিংসে আঘাত হানার মতো নয়। এ হেন জাদেজা দ্বিতীয় ওয়ানডেতে ১৬ বলে ২০ রান করেন। বল হাতে নেন দুটো উইকেট। চিন্নাস্বামীতে জাদেজার থেকে অলরাউন্ড পারফরম্যান্স চাইছে দল।

০৭ ১২
উইনিং কম্বিনেশন হয়তো ভাঙবেন না কোহালি। তাই মণীশ পাণ্ডেকেই চিন্নাস্বামীতে দেখার সম্ভাবনা বেশি। যদিও দ্বিতীয় ওয়ানডেতে মণীষ চার বলে মাত্র ২ রান করেন। টি টোয়েন্টির পরে ওয়ানডে দলে নিজের দাবি জোরালো করার সুযোগ মণীষ পাণ্ডের সামনে।

উইনিং কম্বিনেশন হয়তো ভাঙবেন না কোহালি। তাই মণীশ পাণ্ডেকেই চিন্নাস্বামীতে দেখার সম্ভাবনা বেশি। যদিও দ্বিতীয় ওয়ানডেতে মণীষ চার বলে মাত্র ২ রান করেন। টি টোয়েন্টির পরে ওয়ানডে দলে নিজের দাবি জোরালো করার সুযোগ মণীষ পাণ্ডের সামনে।

০৮ ১২
শ্রেয়াস আইয়ার নিজেকে ব্যাটিং অর্ডারে চার নম্বরে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। দ্বিতীয় ওয়ানডে-তে তিনি নেমেছিলেন পাঁচে। ন’ বলে করেন মাত্র চার। বড় ইনিংস চাওয়া হচ্ছে তাঁর কাছে। সেই কারণে রাজকোটে লোকেশ রাহুলকে পাঁচে নামিয়ে চারে পাঠানো হয় শ্রেয়াস আইয়ারকে। শ্রেয়াস কিন্তু ১৭ বলে করেন মাত্র ৭ রান। মাঝের ওভারে রানের গতি বজায় রেখে শেষের দিকে ঝড় তোলার দায়িত্ব তাঁর উপরে। তৃতীয় ম্যাচে কি সেই কাজ সফলভাবে করতে দেখা যাবে আইয়ারকে? এই সিরিজে এখনও পর্যন্ত ব্যাট কথা বলেনি শ্রেয়াসের।

শ্রেয়াস আইয়ার নিজেকে ব্যাটিং অর্ডারে চার নম্বরে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। দ্বিতীয় ওয়ানডে-তে তিনি নেমেছিলেন পাঁচে। ন’ বলে করেন মাত্র চার। বড় ইনিংস চাওয়া হচ্ছে তাঁর কাছে। সেই কারণে রাজকোটে লোকেশ রাহুলকে পাঁচে নামিয়ে চারে পাঠানো হয় শ্রেয়াস আইয়ারকে। শ্রেয়াস কিন্তু ১৭ বলে করেন মাত্র ৭ রান। মাঝের ওভারে রানের গতি বজায় রেখে শেষের দিকে ঝড় তোলার দায়িত্ব তাঁর উপরে। তৃতীয় ম্যাচে কি সেই কাজ সফলভাবে করতে দেখা যাবে আইয়ারকে? এই সিরিজে এখনও পর্যন্ত ব্যাট কথা বলেনি শ্রেয়াসের।

০৯ ১২
তিন নম্বরে নেমে ওয়াংখেড়েতে ৬১ বলে ৪৭ রান করেছিলেন লোকেশ রাহুল। রাজকোটে তাঁকে নামিয়ে আনা হয় পাঁচ নম্বরে। পাঁচ নম্বরে নেমেও রাহুল ৫২ বলে ৮০ রানের ইনিংস খেলেন। ব্যাট হাতে বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি উইকেট কিপিংও করছেন রাহুল। পন্থ নেই তাই রাহুলকেই দাঁড়াতে হচ্ছে উইকেটের পিছনে। দুটো ক্যাচ ধরার পাশাপাশি স্টাম্পিংও করেন রাহুল। বেঙ্গালুরুতে রাহুলের দিকে তাকিয়ে থাকবেন সবাই।

তিন নম্বরে নেমে ওয়াংখেড়েতে ৬১ বলে ৪৭ রান করেছিলেন লোকেশ রাহুল। রাজকোটে তাঁকে নামিয়ে আনা হয় পাঁচ নম্বরে। পাঁচ নম্বরে নেমেও রাহুল ৫২ বলে ৮০ রানের ইনিংস খেলেন। ব্যাট হাতে বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি উইকেট কিপিংও করছেন রাহুল। পন্থ নেই তাই রাহুলকেই দাঁড়াতে হচ্ছে উইকেটের পিছনে। দুটো ক্যাচ ধরার পাশাপাশি স্টাম্পিংও করেন রাহুল। বেঙ্গালুরুতে রাহুলের দিকে তাকিয়ে থাকবেন সবাই।

১০ ১২
ওয়াংখেড়েতে পছন্দের তিন নম্বর জায়গায় নামেননি বিরাট কোহালি। তিনি এসেছিলেন ইনিংসের ২৮তম ওভারে। যা দলের সেরা ব্যাটসম্যানের পক্ষে বড্ড দেরি বলে মনে করা হচ্ছে। ফেরেন ১৪ বলে ১৬ রান করে। রাজকোটে তিন নম্বরে নামেন তিনি। ভারত আকাশ ছোঁয়। কোহালি খেলেন ৭৬ বলে ৭৮ রানের ইনিংস। সিরিজ জিততে হলে বেঙ্গালুরুতে জ্বলে উঠতেই হবে ভারত অধিনায়ককে।

ওয়াংখেড়েতে পছন্দের তিন নম্বর জায়গায় নামেননি বিরাট কোহালি। তিনি এসেছিলেন ইনিংসের ২৮তম ওভারে। যা দলের সেরা ব্যাটসম্যানের পক্ষে বড্ড দেরি বলে মনে করা হচ্ছে। ফেরেন ১৪ বলে ১৬ রান করে। রাজকোটে তিন নম্বরে নামেন তিনি। ভারত আকাশ ছোঁয়। কোহালি খেলেন ৭৬ বলে ৭৮ রানের ইনিংস। সিরিজ জিততে হলে বেঙ্গালুরুতে জ্বলে উঠতেই হবে ভারত অধিনায়ককে।

১১ ১২
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের বল গড়ানোর আগে শিখর ধওয়নকে নিয়ে কালি খরচ হয়েছিল সংবাদমাধ্যমে। লোকেশ রাহুল জায়গা কেড়ে নিতে পারেন ধওয়নের, এমন কথা শোনা গিয়েছিল। অজিদের বিরুদ্ধে প্রথম ওয়ানডে-তে বাঁ হাতি ওপেনার করেছিলেন ৭৪ রান। দ্বিতীয় ওয়ানডেতে ধওয়ন অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন। রোহিত আগের ফর্মে নেই। তাই ধওয়নকেই শুরুটা করতে হবে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের বল গড়ানোর আগে শিখর ধওয়নকে নিয়ে কালি খরচ হয়েছিল সংবাদমাধ্যমে। লোকেশ রাহুল জায়গা কেড়ে নিতে পারেন ধওয়নের, এমন কথা শোনা গিয়েছিল। অজিদের বিরুদ্ধে প্রথম ওয়ানডে-তে বাঁ হাতি ওপেনার করেছিলেন ৭৪ রান। দ্বিতীয় ওয়ানডেতে ধওয়ন অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন। রোহিত আগের ফর্মে নেই। তাই ধওয়নকেই শুরুটা করতে হবে।

১২ ১২
চলতি সিরিজে রোহিত শর্মা ছন্দে নেই। রান পাননি প্রথম একদিনের ম্যাচে। ১৫ বলে করেন ১০। দ্বিতীয় ওয়ানডেতে ৪৪ বলে খেলেন ৪২ রানের ইনিংস। তবুও তা ‘হিটম্যান’-সুলভ নয়। রাজকোটে কাঁধে চোট পেয়েছিলেন তিনি। তবে রোহিতকে নামানো হবে বলেই মনে করা হচ্ছে। সদ্য আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন রোহিত। রবিবারের সিরিজ নির্ণায়ক ম্যাচে রোহিতের ব্যাটে রান চাইছে ভারত।

চলতি সিরিজে রোহিত শর্মা ছন্দে নেই। রান পাননি প্রথম একদিনের ম্যাচে। ১৫ বলে করেন ১০। দ্বিতীয় ওয়ানডেতে ৪৪ বলে খেলেন ৪২ রানের ইনিংস। তবুও তা ‘হিটম্যান’-সুলভ নয়। রাজকোটে কাঁধে চোট পেয়েছিলেন তিনি। তবে রোহিতকে নামানো হবে বলেই মনে করা হচ্ছে। সদ্য আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন রোহিত। রবিবারের সিরিজ নির্ণায়ক ম্যাচে রোহিতের ব্যাটে রান চাইছে ভারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE