Advertisement
২০ এপ্রিল ২০২৪
India

আজ প্রথম টি২০, ইংল্যান্ডের বিরুদ্ধে সম্ভাব্য একাদশ

ওল্ড ট্র্যাফোর্ডের ম্যাচটি নিয়ে খুবই আত্মবিশ্বাসী অধিনায়ক বিরাট কোহালি। দেখে নেওয়া যাক ইংল্যান্ডের বিরুদ্ধে কেমন হতে পারে আজকের ভারতের প্রথম একাদশ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৮ ১৩:০০
Share: Save:
০১ ১২
সম্প্রতি দাপটের সঙ্গে অস্ট্রেলিয়াকে এক দিনের ম্যাচ এবং টি-২০ সিরিজে হারিয়েছে তারা। স্বাভাবিক ভাবেই ফুটছে টিম ইংল্যান্ড। এই ফর্মে থাকা ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া। যদিও ওল্ড ট্র্যাফোর্ডের ম্যাচটি নিয়ে খুবই আত্মবিশ্বাসী অধিনায়ক বিরাট কোহালি। দেখে নেওয়া যাক ইংল্যান্ডের বিরুদ্ধে কেমন হতে পারে আজকের ভারতের প্রথম একাদশ।

সম্প্রতি দাপটের সঙ্গে অস্ট্রেলিয়াকে এক দিনের ম্যাচ এবং টি-২০ সিরিজে হারিয়েছে তারা। স্বাভাবিক ভাবেই ফুটছে টিম ইংল্যান্ড। এই ফর্মে থাকা ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া। যদিও ওল্ড ট্র্যাফোর্ডের ম্যাচটি নিয়ে খুবই আত্মবিশ্বাসী অধিনায়ক বিরাট কোহালি। দেখে নেওয়া যাক ইংল্যান্ডের বিরুদ্ধে কেমন হতে পারে আজকের ভারতের প্রথম একাদশ।

০২ ১২
রোহিত শর্মা: ভালই ফর্মে রয়েছেন। টি-২০ ম্যাচে সব সময়ই তিনি ভয়ঙ্কর। শেষ মুহূর্তে পরিবর্তন না হলে শিখর ধওয়নের সঙ্গে এ দিনের ম্যাচে তিনিই ইনিংস শুরু করবেন।

রোহিত শর্মা: ভালই ফর্মে রয়েছেন। টি-২০ ম্যাচে সব সময়ই তিনি ভয়ঙ্কর। শেষ মুহূর্তে পরিবর্তন না হলে শিখর ধওয়নের সঙ্গে এ দিনের ম্যাচে তিনিই ইনিংস শুরু করবেন।

০৩ ১২
শিখর ধওয়ন: দারুণ ফর্মে রয়েছেন। সম্প্রতি টি-২০-তে দেশের অন্যতম সেরা ওপেনিং পার্টনারশিপ করেছেন রোহিত শর্মার সঙ্গে। আজকের ম্যাচে রোহিতের সঙ্গে তিনিই ইনিংস শুরু করবেন।

শিখর ধওয়ন: দারুণ ফর্মে রয়েছেন। সম্প্রতি টি-২০-তে দেশের অন্যতম সেরা ওপেনিং পার্টনারশিপ করেছেন রোহিত শর্মার সঙ্গে। আজকের ম্যাচে রোহিতের সঙ্গে তিনিই ইনিংস শুরু করবেন।

০৪ ১২
লোকেশ রাহুল: আইপিএলে দুরন্ত ফর্মে থাকা রাহুল আজ প্রথম দলে সুযোগ পেতে পারেন। খেলতে পারেন তিন নম্বরে।

লোকেশ রাহুল: আইপিএলে দুরন্ত ফর্মে থাকা রাহুল আজ প্রথম দলে সুযোগ পেতে পারেন। খেলতে পারেন তিন নম্বরে।

০৫ ১২
বিরাট কোহালি: অ্যায়ারল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে কিছুই করতে পারেননি। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়কের ব্যাটের দিকে তাকিয়ে রয়েছে গোটা দল।

বিরাট কোহালি: অ্যায়ারল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে কিছুই করতে পারেননি। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়কের ব্যাটের দিকে তাকিয়ে রয়েছে গোটা দল।

০৬ ১২
সুরেশ রায়না: এই বাঁ-হাতির খেলায় কোথায় যেন একটা ফাঁক থেকে যাচ্ছে। বড় রান পেতে সমস্যা হচ্ছে। যদিও আজকের ম্যাচ তাঁর প্রথম একাদশে থাকা কার্যত নিশ্চিত।

সুরেশ রায়না: এই বাঁ-হাতির খেলায় কোথায় যেন একটা ফাঁক থেকে যাচ্ছে। বড় রান পেতে সমস্যা হচ্ছে। যদিও আজকের ম্যাচ তাঁর প্রথম একাদশে থাকা কার্যত নিশ্চিত।

০৭ ১২
এমএস ধোনি: মিস্টার কুলকে তো বাদ দেওয়ার সাহস দেখাবেন না কোহালি। তার বিকল্পও দলে নেই এই মুহূর্তে।

এমএস ধোনি: মিস্টার কুলকে তো বাদ দেওয়ার সাহস দেখাবেন না কোহালি। তার বিকল্পও দলে নেই এই মুহূর্তে।

০৮ ১২
হার্দিক পাণ্ড্য: অল রাউন্ডার পাণ্ড্য জাতীয় দলের বড় সম্পদ। ব্যাটের পাশাপাশি তাঁর বলের দিকেও তাকিয়ে থাকবে টিম ইন্ডিয়া।

হার্দিক পাণ্ড্য: অল রাউন্ডার পাণ্ড্য জাতীয় দলের বড় সম্পদ। ব্যাটের পাশাপাশি তাঁর বলের দিকেও তাকিয়ে থাকবে টিম ইন্ডিয়া।

০৯ ১২
কুলদীপ যাদব: প্রত্যাশা মতোই অ্যায়ারল্যান্ডের বিরুদ্ধে চমক দেখিয়েছেন এই চায়নাম্যান। যদিও সামান্য চোট আঘাতের সমস্যা রয়েছে। কিন্তু, সম্ভবত আজকের ম্যাচে তিনি থাকছেন।

কুলদীপ যাদব: প্রত্যাশা মতোই অ্যায়ারল্যান্ডের বিরুদ্ধে চমক দেখিয়েছেন এই চায়নাম্যান। যদিও সামান্য চোট আঘাতের সমস্যা রয়েছে। কিন্তু, সম্ভবত আজকের ম্যাচে তিনি থাকছেন।

১০ ১২
যুজবেন্দ্র চাহাল: এই রিস্ট স্পিনারটিকে খেলা ইংল্যান্ডের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ। যাদব-চাহাল জুটি ভারতীয় বোলিং আক্রমণকে বৈচিত্র এনে দিয়েছেন।

যুজবেন্দ্র চাহাল: এই রিস্ট স্পিনারটিকে খেলা ইংল্যান্ডের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ। যাদব-চাহাল জুটি ভারতীয় বোলিং আক্রমণকে বৈচিত্র এনে দিয়েছেন।

১১ ১২
ভুবনেশ্বর কুমার: দলের পেস আক্রমণের প্রধান শক্তি। চোটের জন্য বুমরা দলে না থাকায় ভুবনেশ্বরের উপর বিশেষ দায়িত্ব থাকবে।

ভুবনেশ্বর কুমার: দলের পেস আক্রমণের প্রধান শক্তি। চোটের জন্য বুমরা দলে না থাকায় ভুবনেশ্বরের উপর বিশেষ দায়িত্ব থাকবে।

১২ ১২
উমেশ যাদব: বুমরা না থাকায় দলে ঢোকার সম্ভাবনা বেশি উমেশ যাদবের। টিম ইন্ডিয়ার পেস আক্রমণের দায়িত্ব থাকবে ভুবনেশ্বর এবং উমেশের কাঁধেই। 

উমেশ যাদব: বুমরা না থাকায় দলে ঢোকার সম্ভাবনা বেশি উমেশ যাদবের। টিম ইন্ডিয়ার পেস আক্রমণের দায়িত্ব থাকবে ভুবনেশ্বর এবং উমেশের কাঁধেই। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE