ভারতীয় উপমহাদেশের তুলনায় ইংল্যান্ডের আবহাওয়া একেবারেই আলাদা। ভারতীয় বেশ কিছু ওপেনিং ব্যাটসম্যান দেশের মাটিতে সফল হলেও আশ্চর্যরকমভাবে ইংল্যান্ডের মাটিতে ব্যর্থ। ইংল্যান্ডের বোলাররাই ছড়ি ঘুরিয়েছেন এই ভারতীয় ওপেনাররা মাঠে নামলেই। জেনে নিন তাঁদের কথা।
পঙ্কজ রায়: ১৯৫২ সালে প্রথম ইংল্যান্ডে সিরিজ খেলতে যান। এই সিরিজের প্রথম টেস্টে অভিষেক হওয়া ফ্রেড ট্রুম্যানের ভেল্কিতে ধস নামে ভারতীয় ব্যাটিং লাইনআপে। প্রথম শূন্য রানে আউট হন রায়। পরবর্তী তিন ম্যাচে চার ইনিংসেও শূন্য রানে আউট হন। সিরিজে সাত ইনিংসে ৫৪ করেন এই ওপেনার যার মধ্যে ৫টিই ছিল শূন্য রানের ইনিংস।
১৯৫৯ সালে ইংল্যান্ড সফরে প্রথম টেস্টের দুই ইনিংসে ৫৪ ও ৪৯ রান করেন রায়। আর পরবর্তী ৮ ইনিংসে করেন মাত্র ৭৬ রান।ইংল্যান্ডের বিপক্ষে পঙ্কজ রায়ের ব্যাটিং: টেস্ট- ৯টি, ইনিংস-১৭টি, রান-২৩৩, ব্যাটিং গড়-১৩.৭, সেঞ্চুরি-০, অর্ধ শতক-১টি, শূন্য রানে আউট- ৭বার
বীরেন্দ্র সহবাগ: আমদাবাদে ইংল্যান্ডকে ধসিয়ে দিয়েছিল তাঁর ৯০ বলের সেঞ্চুরি। ২০০২ সালে ইংল্যান্ড সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে প্রথম টেস্টে ৮৪ এবং নটিংহামে দ্বিতীয় টেস্টে ১০৬ রান করেন। পরবর্তী সাত ইনিংসে সাকুল্যে রান ৬১, সাত ইনিংসের পাঁচটিতেই রান যেতে পারেনি দুই অঙ্কের ঘরে। ২০১১ সালে বার্মিংহামে প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফেরেন।
ওয়াসিম জাফর: অন্যতম ‘কুল’ এই ক্রিকেটার ২০০২ সালে লর্ডসে ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট খেলার সুযোগ পান। ঐ টেস্টে প্রথম ইনিংসে ১ ও দ্বিতীয় ইনিংসে ৫৩ রান করেন ওপেনে নেমে। সিরিজের পরবর্তী টেস্টেই শূন্য রানে আউট হন।
২০০৭ সালের সফরে ৫ ইনিংসে ১৮৩ রান আসে ওপেনারের ব্যাট থেকে। যার মধ্যে মাত্র ২টি অর্ধ শতকের ইনিংস রয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ইনিংসে ১০ বলে শূন্য রানে আউট হন।ইংল্যান্ডের মাটিতে তাঁর ব্যাটিং রেকর্ড- টেস্ট-৫টি, ইনিংস-১০টি, রান-২৪৪, ব্যাটিং গড় ২৪.৪, শতক-০, অর্ধ শতক-৩টি,শূন্য রানে আউট- ২ বার।
গৌতম গম্ভীর: ইংল্যান্ডের মাটিতে ৫টি টেস্ট খেলেছেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। ২০১১ সালে লর্ডস টেস্ট দিয়ে ইংল্যান্ডের মাটিতে তাঁর টেস্ট খেলা শুরু। প্রথম ইনিংসে ওপেনার হিসেবে নেমে ১৫ রান করেন। এই সিরিজের বার্মিংহাম টেস্টে ওপেনার হিসেবে ৫২ রান করেন তিনি।
২০১৪ সালে ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ টেস্ট সিরিজে গম্ভীর চার ইনিংসে মোট ২৫ রান করেন। একনজরে ইংল্যান্ডের মাটিতে গম্ভীরের ব্যাটিং-টেস্ট: ৪টি, ইনিংস-৭টি, ব্যাটিং গড়-১৩.১৪, শতক-০, অর্ধশতক-০, শূন্য রানে আউট- এক বার।
মূরলী বিজয়: ইংল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে ২০১৪ সালে প্রথম টেস্টে ১৪৬ রান করেন। ওই সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫২ ও দ্বিতীয় ইনিংসে ৯৫ রান করেন এই ওপেনার। এরপরই ব্যর্থতার শুরু। পরবর্তী ৫ ইনিংসে করেন মাত্র ৮৫ রান। ২০১৮ সালের চলতি সিরিজে পেয়ে দুই টেস্টের ৪ ইনিংসে করেছেন মাত্র ২৬ রান।
Share