Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Neymar

ক্লাব ছেড়ে ক্লাবকেই বদনাম এই তারকা ফুটবলারদের

নেমর থেকে ইব্রাহিমোভিক— বিশ্ব ফুটবলের বহু নক্ষত্র উঠে এসেছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের মত ক্লাবগুলির হাত ধরে। কিন্তু এঁদের মধ্যেই অনেকে আছেন যাঁরা ক্লাব ছাড়ার পর সেই ক্লাবকেই বদনাম করেছেন। দেখে নিন কারা আছেন সেই তালিকয়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৭ ১৯:৪৭
Share: Save:
০১ ০৫
নেমার: বার্সেলোনা ছাড়ার পর নেমার বলেন, “বার্সেলোনার সম্পর্কে বলার মতো কিছু নেই। তবে হ্যাঁ, একটা বিষয় বলার আছে। আমি বার্সেলোনা কর্তৃপক্ষের উপর প্রচন্ড অসন্তুষ্ট।”

নেমার: বার্সেলোনা ছাড়ার পর নেমার বলেন, “বার্সেলোনার সম্পর্কে বলার মতো কিছু নেই। তবে হ্যাঁ, একটা বিষয় বলার আছে। আমি বার্সেলোনা কর্তৃপক্ষের উপর প্রচন্ড অসন্তুষ্ট।”

০২ ০৫
মারিও বালোতেলি: লিভারপুল ছাড়ার পর বালোতেলি জানিয়েছিলেন, লিভারপুলে যোগ দেওয়া তাঁর জীবনের অন্যতম বড় ভুল ছিল। ক্লাব হিসেব লিভারপুলকে তাঁর একদমই ভাল লাগেনি।

মারিও বালোতেলি: লিভারপুল ছাড়ার পর বালোতেলি জানিয়েছিলেন, লিভারপুলে যোগ দেওয়া তাঁর জীবনের অন্যতম বড় ভুল ছিল। ক্লাব হিসেব লিভারপুলকে তাঁর একদমই ভাল লাগেনি।

০৩ ০৫
জালাতান ইব্রাহিমোভিচ: বার্সেলোনার বেশ কিছু নিয়ম আমার মাথায় ঢুকত না। আমার স্বপ্ন ছিল বার্সেলোনার হয়ে খেলা, কিন্তু কিছু জিনিস স্বপ্নেই থাকা উচিত।

জালাতান ইব্রাহিমোভিচ: বার্সেলোনার বেশ কিছু নিয়ম আমার মাথায় ঢুকত না। আমার স্বপ্ন ছিল বার্সেলোনার হয়ে খেলা, কিন্তু কিছু জিনিস স্বপ্নেই থাকা উচিত।

০৪ ০৫
পেপে: রিয়াল মাদ্রিদ ছাড়ার পর পেপে বলেন, “আমার সব কাগজ ঠিকঠাক থাকা সত্ত্বেও, ট্যাক্স সংক্রান্ত সমস্যায় ক্লাবকে আমি পাশে পাইনি। রিয়ালের থেকে এই রকমটা আশা করিনি।”

পেপে: রিয়াল মাদ্রিদ ছাড়ার পর পেপে বলেন, “আমার সব কাগজ ঠিকঠাক থাকা সত্ত্বেও, ট্যাক্স সংক্রান্ত সমস্যায় ক্লাবকে আমি পাশে পাইনি। রিয়ালের থেকে এই রকমটা আশা করিনি।”

০৫ ০৫
ড্যানি আলভেজ: বার্সেলোনার আধিকারিকদের অব্যবস্থাকেই বার্সেলোনা ছাড়ার কারণ হিসেব তুলে ধরেছিলেন ড্যানি। এবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি ভালবাসা পেতে চেয়েছিলাম। সেটা না পেয়েই বার্সা ছেড়েছি।”

ড্যানি আলভেজ: বার্সেলোনার আধিকারিকদের অব্যবস্থাকেই বার্সেলোনা ছাড়ার কারণ হিসেব তুলে ধরেছিলেন ড্যানি। এবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি ভালবাসা পেতে চেয়েছিলাম। সেটা না পেয়েই বার্সা ছেড়েছি।”

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE