Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Wrestler

রিংয়ের মধ্যেই মৃত্যু হয়েছে এই কুস্তিগিরদের

টিভিতে অনেকেই রেসলিং দেখতে ভালবাসেন। তবে অনেকেরই ধারণা, এই রেসলিং ম্যাচে যা দেখা যায় তার বেশিরভাগটাই অভিনয়। তা কিন্তু মোটেই নয়। জীবনের ঝুঁকি নিয়ে রিংয়ে নেমে মৃত্যু পর্যন্ত হয়েছে অনেকের। জেনে নেওয়া যাক তেমনই কিছু কুস্তিগির বা রেসলারের কথা যাঁদের রিংয়েই মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ মার্চ ২০১৮ ১১:৫৩
Share: Save:
০১ ০৬
টিভিতে অনেকেই রেসলিং দেখতে ভালবাসেন। হ্যাঁ, ফ্রি স্টাইল রেসলিংয়ের কথাই বলছি, যা আমরা ‘ডব্লিউ ডব্লিউ ই’ বা ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট-এর আসরে দেখতে অভ্যস্ত। তবে অনেকেরই ধারণা, এই রেসলিং ম্যাচে যা দেখা যায় তার বেশিরভাগটাই অভিনয়। তা কিন্তু মোটেই নয়। জীবনের ঝুঁকি নিয়ে রিংয়ে নেমে মৃত্যু পর্যন্ত হয়েছে অনেকের। জেনে নেওয়া যাক তেমনই কিছু কুস্তিগির বা রেসলারের কথা যাঁদের রিংয়েই মৃত্যু হয়েছে।

টিভিতে অনেকেই রেসলিং দেখতে ভালবাসেন। হ্যাঁ, ফ্রি স্টাইল রেসলিংয়ের কথাই বলছি, যা আমরা ‘ডব্লিউ ডব্লিউ ই’ বা ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট-এর আসরে দেখতে অভ্যস্ত। তবে অনেকেরই ধারণা, এই রেসলিং ম্যাচে যা দেখা যায় তার বেশিরভাগটাই অভিনয়। তা কিন্তু মোটেই নয়। জীবনের ঝুঁকি নিয়ে রিংয়ে নেমে মৃত্যু পর্যন্ত হয়েছে অনেকের। জেনে নেওয়া যাক তেমনই কিছু কুস্তিগির বা রেসলারের কথা যাঁদের রিংয়েই মৃত্যু হয়েছে।

০২ ০৬
ড্যানেট উলফ: পাঁচের দশকে এই মহিলা কুস্তিগির রেসলিংয়ের রিংয়ে দাপিয়ে বেড়াতেন। ১৯৫১ সালে মাত্র ৬ মাসের কেরিয়ারে একই রাতে পর পর দু’টি ম্যাচে অংশ নিতে গিয়ে মাথায় গুরুতর চোট পেয়ে মাত্র ১৮ বছর বয়সেই মৃত্যু হয় তাঁর। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়।

ড্যানেট উলফ: পাঁচের দশকে এই মহিলা কুস্তিগির রেসলিংয়ের রিংয়ে দাপিয়ে বেড়াতেন। ১৯৫১ সালে মাত্র ৬ মাসের কেরিয়ারে একই রাতে পর পর দু’টি ম্যাচে অংশ নিতে গিয়ে মাথায় গুরুতর চোট পেয়ে মাত্র ১৮ বছর বয়সেই মৃত্যু হয় তাঁর। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়।

০৩ ০৬
ব্রায়ান অং: ‘অল প্রো রেসলিং’-এ ভারতের দলীপ সিংহ বা ‘দ্য গ্রেট খালি’র সঙ্গে অনুশীলনের সময় চোট পান তিনি। শোনা যায় প্রশিক্ষকদের সে কথা জানিয়েওছিলেন তিনি। এর পরও প্রশিক্ষকদের নির্দেশে চোট নিয়ে অনুশীলন করতে গিয়ে শিরদাঁড়ায় চোট পেয়ে মৃত্যু হয় ব্রায়ান অংয়ের।

ব্রায়ান অং: ‘অল প্রো রেসলিং’-এ ভারতের দলীপ সিংহ বা ‘দ্য গ্রেট খালি’র সঙ্গে অনুশীলনের সময় চোট পান তিনি। শোনা যায় প্রশিক্ষকদের সে কথা জানিয়েওছিলেন তিনি। এর পরও প্রশিক্ষকদের নির্দেশে চোট নিয়ে অনুশীলন করতে গিয়ে শিরদাঁড়ায় চোট পেয়ে মৃত্যু হয় ব্রায়ান অংয়ের।

০৪ ০৬
মাইক ডিবিয়াস: ‘ডব্লিউ ডব্লিউ ই’র অন্যতম সেরা এই রেসলার টেক্সাসে তাঁর ১ ঘণ্টা ৪৪ মিনিটের ম্যারাথন ম্যাচের জন্য বিখ্যাত। ১৯৬৯-এ টেক্সাসেই ম্যান মাউন্টেন মাইক-এর বিরুদ্ধে একটি ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

মাইক ডিবিয়াস: ‘ডব্লিউ ডব্লিউ ই’র অন্যতম সেরা এই রেসলার টেক্সাসে তাঁর ১ ঘণ্টা ৪৪ মিনিটের ম্যারাথন ম্যাচের জন্য বিখ্যাত। ১৯৬৯-এ টেক্সাসেই ম্যান মাউন্টেন মাইক-এর বিরুদ্ধে একটি ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

০৫ ০৬
মিতসুহারু মিসাওয়া: ফ্রি স্টাইল রেসলিংয়ে আট বারের বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের এই রেসলার। ২০০৯-এ জাপানের আকিতোশি সাইতোর বিরুদ্ধে ম্যাচ চলাকালীন শিরদাঁড়ায় গুরুতর চোট পেয়ে জ্ঞান হারান তিনি। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

মিতসুহারু মিসাওয়া: ফ্রি স্টাইল রেসলিংয়ে আট বারের বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের এই রেসলার। ২০০৯-এ জাপানের আকিতোশি সাইতোর বিরুদ্ধে ম্যাচ চলাকালীন শিরদাঁড়ায় গুরুতর চোট পেয়ে জ্ঞান হারান তিনি। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

০৬ ০৬
পেরো আগুয়ো জুনিয়র: মেক্সিকোর এই রেসলার ফ্রি স্টাইল রেসলিংয়ের একজন প্রশিক্ষক এবং প্রযোজকও। অসংখ্য রেসলিং টাইটেল জিতেছেন তিনি। মার্চ, ২০১৫-এ মেক্সিকোয় রে মিস্টিরিওর বিরুদ্ধে ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

পেরো আগুয়ো জুনিয়র: মেক্সিকোর এই রেসলার ফ্রি স্টাইল রেসলিংয়ের একজন প্রশিক্ষক এবং প্রযোজকও। অসংখ্য রেসলিং টাইটেল জিতেছেন তিনি। মার্চ, ২০১৫-এ মেক্সিকোয় রে মিস্টিরিওর বিরুদ্ধে ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE