Advertisement
১৬ এপ্রিল ২০২৪
cricket

বাদ প্রায় সব বড় নাম, কোহালিদের বিরুদ্ধে টেস্ট দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ। একদিনের সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড। এমন একটা সময় প্রায় তারকাহীন টেস্ট দল ঘোষণা করলওয়েস্ট ইন্ডিজ। দলে রয়েছেন এক ঝাঁক নতুন মুখ। নতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৯ ১৪:৩৭
Share: Save:
০১ ১৪
নতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক।

Text

নতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক। Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক। Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক। Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক। Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক। Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক। Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক। Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক। Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক। Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক। Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক। Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক। Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক। Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক। Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক। Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক। Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক। Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক। Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক। Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক। Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক। Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক। Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক। Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক। Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক। Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক। Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক। Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক। Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক। Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক। Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক। Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক। Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক। Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক। Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক। Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক। Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক। Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক। Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক। Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক। Textনতুনদের নিয়ে তৈরি এই দল ভারতের মুখোমুখি হবে ২২ অগস্ট। কারা রইলেন সেই দলে? দেখে নেওয়া যাক। Text

০২ ১৪
জেসন হোল্ডার- অনভিজ্ঞ এই দলের অধিনায়ক তিনি। বল-ব্যাট দুই বিভাগেই তিনি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন। যদিও তিনি নিজে মাত্র ৩৭টি টেস্ট খেলেছেন।

জেসন হোল্ডার- অনভিজ্ঞ এই দলের অধিনায়ক তিনি। বল-ব্যাট দুই বিভাগেই তিনি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন। যদিও তিনি নিজে মাত্র ৩৭টি টেস্ট খেলেছেন।

০৩ ১৪
ক্রেগ ব্রাথওয়েট- ডান হাতি এই ওপেনার খেলেছেন ৫৬টি টেস্ট। তিনিই এই দলের অভিজ্ঞতম টেস্ট খেলোয়াড়। ৩৪৪৯ রান করা ব্রাথওয়েট করেছেন ৮টি শতরান। বল হাতেও মাঝে মধ্যে কার্যকরী হয়ে ওঠেন।

ক্রেগ ব্রাথওয়েট- ডান হাতি এই ওপেনার খেলেছেন ৫৬টি টেস্ট। তিনিই এই দলের অভিজ্ঞতম টেস্ট খেলোয়াড়। ৩৪৪৯ রান করা ব্রাথওয়েট করেছেন ৮টি শতরান। বল হাতেও মাঝে মধ্যে কার্যকরী হয়ে ওঠেন।

০৪ ১৪
ডারেন ব্র্যাভো- বাঁ-হাতি এই ব্যাটসম্যানকে একটা সময় ভাবা হয়েছিল লারার জায়গা নিতে পারেন। কিন্তু ভাল শুরু করলেও পরে কিছুটা খেই হারিয়ে ফেলেছেন তিনি। ৫২টি টেস্ট খেলে করেছেন ৩৪৫৯ রান। দেখা যাক এই সিরিজে তিনি ক্যারিবিয়ানদের ভরসা হয়ে উঠতে পারেন কিনা।

ডারেন ব্র্যাভো- বাঁ-হাতি এই ব্যাটসম্যানকে একটা সময় ভাবা হয়েছিল লারার জায়গা নিতে পারেন। কিন্তু ভাল শুরু করলেও পরে কিছুটা খেই হারিয়ে ফেলেছেন তিনি। ৫২টি টেস্ট খেলে করেছেন ৩৪৫৯ রান। দেখা যাক এই সিরিজে তিনি ক্যারিবিয়ানদের ভরসা হয়ে উঠতে পারেন কিনা।

০৫ ১৪
শামারহ ব্রুক্স- এই সিরিজে প্রথম বারের জন্য দেখা যাবে এই ব্যাটসম্যানকে। বয়স ৩০ পেরিয়েছে, প্রথম শ্রেণির ক্রিকেটে রয়েছে ৭৩টি ম্যাচ খেলার অভিজ্ঞতা। করেছেন পাঁচটি শতরান। মিডল অর্ডারে সুযোগ পেয়ে কতটা কাজে লাগাতে পারেন সেটাই এখন দেখার।

শামারহ ব্রুক্স- এই সিরিজে প্রথম বারের জন্য দেখা যাবে এই ব্যাটসম্যানকে। বয়স ৩০ পেরিয়েছে, প্রথম শ্রেণির ক্রিকেটে রয়েছে ৭৩টি ম্যাচ খেলার অভিজ্ঞতা। করেছেন পাঁচটি শতরান। মিডল অর্ডারে সুযোগ পেয়ে কতটা কাজে লাগাতে পারেন সেটাই এখন দেখার।

০৬ ১৪
জন ক্যাম্পবেল- ২৫ বছরের এই ওপেনিং ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটে নতুন। শুরুতে ব্রাথওয়েটের সঙ্গে হয়তো তাঁকেই দেখা যাবে। এখনও সেই ভাবে টেস্ট ক্রিকেটে ছাপ ফেলতে ব্যর্থ। এবারে তিনি কি পারবেন নিজের পরিসংখ্যান বদলাতে?

জন ক্যাম্পবেল- ২৫ বছরের এই ওপেনিং ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটে নতুন। শুরুতে ব্রাথওয়েটের সঙ্গে হয়তো তাঁকেই দেখা যাবে। এখনও সেই ভাবে টেস্ট ক্রিকেটে ছাপ ফেলতে ব্যর্থ। এবারে তিনি কি পারবেন নিজের পরিসংখ্যান বদলাতে?

০৭ ১৪
রস্টন চেজ- এই দলের সেরা স্পিনার তিনিই। ভারত বরাবরই স্পিন ভাল খেলে। এবারের ভারতীয় দলের ব্যাটিং বলাই যায় প্রায় পূর্ণ শক্তির। সেই ব্যাটিং লাইনআপকে কি চাপে ফেলতে পারবেন চেজ? লোয়ার মিডলে তাঁর ব্যাটিংও দলকে ভরসা দেবে। সম্প্রতি ভারত ‘এ’-র বিরুদ্ধে সেঞ্চুরিও করেছেন তিনি।

রস্টন চেজ- এই দলের সেরা স্পিনার তিনিই। ভারত বরাবরই স্পিন ভাল খেলে। এবারের ভারতীয় দলের ব্যাটিং বলাই যায় প্রায় পূর্ণ শক্তির। সেই ব্যাটিং লাইনআপকে কি চাপে ফেলতে পারবেন চেজ? লোয়ার মিডলে তাঁর ব্যাটিংও দলকে ভরসা দেবে। সম্প্রতি ভারত ‘এ’-র বিরুদ্ধে সেঞ্চুরিও করেছেন তিনি।

০৮ ১৪
রাখিম কর্নওয়াল- ক্যারিবিয়ান দলে আরেক নবাগত। ২৬ বছরের এই অলরাউন্ডার বল হাতে বেশ কার্যকরী। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৫টি ম্যাচে নিয়েছেন ২৬০টি উইকেট। চেজের স্পিন-সঙ্গী হিসেবে তাঁকে প্রথম এগারোতে নেওয়া হয় কিনা সেটাই এখন দেখার।

রাখিম কর্নওয়াল- ক্যারিবিয়ান দলে আরেক নবাগত। ২৬ বছরের এই অলরাউন্ডার বল হাতে বেশ কার্যকরী। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৫টি ম্যাচে নিয়েছেন ২৬০টি উইকেট। চেজের স্পিন-সঙ্গী হিসেবে তাঁকে প্রথম এগারোতে নেওয়া হয় কিনা সেটাই এখন দেখার।

০৯ ১৪
শেন ডাওরিচ- ৩০টি টেস্ট খেলে করেছেন ১৪০২ রান, গড় ২৯.৮২। দলে দ্বিতীয় উইকেটকিপার তিনি। শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে প্রথম দলে সুযোগ পাবেন কিনা সেটাই দেখার।

শেন ডাওরিচ- ৩০টি টেস্ট খেলে করেছেন ১৪০২ রান, গড় ২৯.৮২। দলে দ্বিতীয় উইকেটকিপার তিনি। শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে প্রথম দলে সুযোগ পাবেন কিনা সেটাই দেখার।

১০ ১৪
শ্যানন গ্যাব্রিয়েল-দলের অভিজ্ঞ বোলারদের মধ্যে তিনি অন্যতম। ৪৩টি ম্যাচে নিয়েছেন ১২৯টি উইকেট। রবি রামপলের চোটের জন্য প্রথম বার দলে আসেন এবং ধীরে ধীরে নিজের জায়গা করে নেন দলে।

শ্যানন গ্যাব্রিয়েল-দলের অভিজ্ঞ বোলারদের মধ্যে তিনি অন্যতম। ৪৩টি ম্যাচে নিয়েছেন ১২৯টি উইকেট। রবি রামপলের চোটের জন্য প্রথম বার দলে আসেন এবং ধীরে ধীরে নিজের জায়গা করে নেন দলে।

১১ ১৪
শিমরন হেটমেয়ার- ক্যারিবিয়ান দলের ভবিষ্যৎ ভাবা হচ্ছে তাঁকে। সুযোগ দেওয়া হচ্ছে প্রচুর। তবে এখনও অবধি নিজেকে মেলে ধরতে পারেননি। টেস্ট খেলেছেন ১৩টি। তবে নেই কোনও শতরান। এই সিরিজে কি তিনি নিজের নামের প্রতি সুবিচার করতে পারবেন?

শিমরন হেটমেয়ার- ক্যারিবিয়ান দলের ভবিষ্যৎ ভাবা হচ্ছে তাঁকে। সুযোগ দেওয়া হচ্ছে প্রচুর। তবে এখনও অবধি নিজেকে মেলে ধরতে পারেননি। টেস্ট খেলেছেন ১৩টি। তবে নেই কোনও শতরান। এই সিরিজে কি তিনি নিজের নামের প্রতি সুবিচার করতে পারবেন?

১২ ১৪
শেই হোপ- বিশ্বকাপে ভাল ফর্মে ছিলেন হোপ। টেস্টেও তিনিই দলের প্রথম উইকেটরক্ষক। ব্যাট হাতেও ভরসা হয়ে উঠতে পারেন বিশ্বকাপের ফর্ম ধরে রাখলে।

শেই হোপ- বিশ্বকাপে ভাল ফর্মে ছিলেন হোপ। টেস্টেও তিনিই দলের প্রথম উইকেটরক্ষক। ব্যাট হাতেও ভরসা হয়ে উঠতে পারেন বিশ্বকাপের ফর্ম ধরে রাখলে।

১৩ ১৪
কিমো পল- তরুণ ফাস্ট বোলার গতির জন্য শিরোনামে উঠে এসেছেন। তবে অভিজ্ঞতা কম। তিন ম্যাচে পেয়েছেন ছয়টি উইকেট। লোয়ার অর্ডারে ব্যাট হাতে ভরসা যোগাতে পারেন।

কিমো পল- তরুণ ফাস্ট বোলার গতির জন্য শিরোনামে উঠে এসেছেন। তবে অভিজ্ঞতা কম। তিন ম্যাচে পেয়েছেন ছয়টি উইকেট। লোয়ার অর্ডারে ব্যাট হাতে ভরসা যোগাতে পারেন।

১৪ ১৪
কেমার রোচ- দলের অভিজ্ঞতম বোলার তিনি। ৫৩ ম্যাচে ১৮৪টি উইকেট নিয়েছেন রোচ। ম্যাচে দশ উইকেট নেওয়ার কৃতিত্বও আছে তাঁর। ভারতের বিরুদ্ধে বল হাতে তাঁকেই হয়তো শুরু করতে দেখা যাবে।

কেমার রোচ- দলের অভিজ্ঞতম বোলার তিনি। ৫৩ ম্যাচে ১৮৪টি উইকেট নিয়েছেন রোচ। ম্যাচে দশ উইকেট নেওয়ার কৃতিত্বও আছে তাঁর। ভারতের বিরুদ্ধে বল হাতে তাঁকেই হয়তো শুরু করতে দেখা যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE