Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Female cricketer

কাল থেকে শুরু মহিলাদের টি২০ বিশ্বকাপ, নজর রাখুন এঁদের দিকে

আগামী কাল থেকে শুরু হচ্ছে টি২০-তে মেয়েদের ক্রিকেট বিশ্বযুদ্ধ। দশটি দেশ এ বারের বিশ্বকাপে অংশ নিচ্ছে। অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি নজর থাকবে ভারতের বেশ কয়েক জনের দিকেও। দেখে নেওয়া যাক এমনই কয়েক জনকে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৮ ১৩:২১
Share: Save:
০১ ১২
আগামী কাল থেকে শুরু হচ্ছে টি২০-তে মেয়েদের ক্রিকেট বিশ্বযুদ্ধ। দশটি দেশ এ বারের বিশ্বকাপে অংশ নিচ্ছে। অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি নজর থাকবে ভারতের বেশ কয়েক জনের দিকেও। দেখে নেওয়া যাক এমনই কয়েক জনকে।

আগামী কাল থেকে শুরু হচ্ছে টি২০-তে মেয়েদের ক্রিকেট বিশ্বযুদ্ধ। দশটি দেশ এ বারের বিশ্বকাপে অংশ নিচ্ছে। অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি নজর থাকবে ভারতের বেশ কয়েক জনের দিকেও। দেখে নেওয়া যাক এমনই কয়েক জনকে।

০২ ১২
এলিসে পেরি: এই মুহূর্তে সব থেকে চর্চিত নাম। অস্ট্রেলিয়া দলের ভরসার ক্রিকেটার। ২৮ বছরের ক্রিকেটারটি ইতিমধ্যেই খেলে ফেলেছেন ৯৬টি টি২০। বল-ব্যাট দু’ক্ষেত্রেই সমান দক্ষ। সেরা স্কোর অপরাজিত ৫৫। পেয়েছেন ৯১টি উইকেট।

এলিসে পেরি: এই মুহূর্তে সব থেকে চর্চিত নাম। অস্ট্রেলিয়া দলের ভরসার ক্রিকেটার। ২৮ বছরের ক্রিকেটারটি ইতিমধ্যেই খেলে ফেলেছেন ৯৬টি টি২০। বল-ব্যাট দু’ক্ষেত্রেই সমান দক্ষ। সেরা স্কোর অপরাজিত ৫৫। পেয়েছেন ৯১টি উইকেট।

০৩ ১২
সুজ়ি বেটস: নিউজিল্যান্ডের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার। ১০৪টি ম্যাচ খেলে ফেলেছেন। গড় ৩০-এর বেশি। সেরা স্কোর অপরাজিত ১২৪। দখলে রয়েছেন ৪৯টি উইকেট।

সুজ়ি বেটস: নিউজিল্যান্ডের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার। ১০৪টি ম্যাচ খেলে ফেলেছেন। গড় ৩০-এর বেশি। সেরা স্কোর অপরাজিত ১২৪। দখলে রয়েছেন ৪৯টি উইকেট।

০৪ ১২
মেগ ল্যানিং: অস্ট্রেলিয়ার ডানহাতি ব্যাটসম্যান। সীমিত ওভারের ক্রিকেটে অত্যন্ত নির্ভরযোগ্য। ৭৯টি ম্যাচে গড় ৩৪.৩৭।

মেগ ল্যানিং: অস্ট্রেলিয়ার ডানহাতি ব্যাটসম্যান। সীমিত ওভারের ক্রিকেটে অত্যন্ত নির্ভরযোগ্য। ৭৯টি ম্যাচে গড় ৩৪.৩৭।

০৫ ১২
মিতালি রাজ: ভারতীয় দলের বড় ভরসা। ৮২টি কুড়ি ওভারের ম্যাচ খেলেছেন, গড় ৩৬-এর উপরে। সেরা স্কোর অপরাজিত ৯৭।

মিতালি রাজ: ভারতীয় দলের বড় ভরসা। ৮২টি কুড়ি ওভারের ম্যাচ খেলেছেন, গড় ৩৬-এর উপরে। সেরা স্কোর অপরাজিত ৯৭।

০৬ ১২
মারিজ়ান কাপ: দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার। ৬৬টি ম্যাচে সেরা স্কোর ৪০। দখলে রয়েছে ৪৯টি উইকেটও। বিশ্বকাপে নজরে থাকবেন তিনিও।

মারিজ়ান কাপ: দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার। ৬৬টি ম্যাচে সেরা স্কোর ৪০। দখলে রয়েছে ৪৯টি উইকেটও। বিশ্বকাপে নজরে থাকবেন তিনিও।

০৭ ১২
মেগান স্কাট: অস্ট্রেলিয়ার মিডিয়াম পেসার। খেলেছেন ৪১টি ম্যাচ, দখলে রয়েছে ৪৭টি উইকেট।

মেগান স্কাট: অস্ট্রেলিয়ার মিডিয়াম পেসার। খেলেছেন ৪১টি ম্যাচ, দখলে রয়েছে ৪৭টি উইকেট।

০৮ ১২
স্টেফানি টেলর: ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার। সীমিত ওভারের ম্যাচে গুরুত্বপূর্ণ। ৮৮টি ম্যাচে ব্যাটিং গড় ৩৬-এর বেশি। উইকেট পেয়েছেন ৭৪টি।

স্টেফানি টেলর: ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার। সীমিত ওভারের ম্যাচে গুরুত্বপূর্ণ। ৮৮টি ম্যাচে ব্যাটিং গড় ৩৬-এর বেশি। উইকেট পেয়েছেন ৭৪টি।

০৯ ১২
স্মৃতি মনধানা: ভারতীয় দলের বাঁ হাতি ব্যাটসম্যান। ৪৭টি ম্যাচে গড় ২১.১৭। সেরা স্কোর ৭৬। এই মুহূর্তে সেরা ১০ ক্রিকেটারের তালিকাতেও রয়েছেন তিনি।

স্মৃতি মনধানা: ভারতীয় দলের বাঁ হাতি ব্যাটসম্যান। ৪৭টি ম্যাচে গড় ২১.১৭। সেরা স্কোর ৭৬। এই মুহূর্তে সেরা ১০ ক্রিকেটারের তালিকাতেও রয়েছেন তিনি।

১০ ১২
সারা টেলর: ইংল্যান্ডের টপ আর্ডার ব্যাটসম্যান। ৮৯টি ম্যাচে গড় তিরিশের কাছাকাছি। সেরা স্কোর ৭৭।

সারা টেলর: ইংল্যান্ডের টপ আর্ডার ব্যাটসম্যান। ৮৯টি ম্যাচে গড় তিরিশের কাছাকাছি। সেরা স্কোর ৭৭।

১১ ১২
অ্যামি স্যাটেরওয়েট: নিউজিল্যান্ডের ব্যাটসম্যান। ৯২টি ম্যাচ খেলেছেন। গড় ২১.১৮। মাঝে মাঝে দেখিয়েছেন বল হাতে কেরামতিও।

অ্যামি স্যাটেরওয়েট: নিউজিল্যান্ডের ব্যাটসম্যান। ৯২টি ম্যাচ খেলেছেন। গড় ২১.১৮। মাঝে মাঝে দেখিয়েছেন বল হাতে কেরামতিও।

১২ ১২
হরমণপ্রীত কউর: ভারতীয় দলের অন্যতম চর্চিত নাম। অলরাউন্ডার কউর ৮৮টি ম্যাচ খেলেছেন। সেরা স্কোর ৭৭। দখল করেছেন ২৪টি উইকেট।

হরমণপ্রীত কউর: ভারতীয় দলের অন্যতম চর্চিত নাম। অলরাউন্ডার কউর ৮৮টি ম্যাচ খেলেছেন। সেরা স্কোর ৭৭। দখল করেছেন ২৪টি উইকেট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE