Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বেলুড়ে দেবী হলেন কুমারী দেবাংশী

অষ্টমী পুজোর সকালে বেলুড় মঠে মহাসমারোহে রীতিনীতি মেনেই হয়ে গেল কুমারী পুজো। শ্রী রামকৃষ্ণ মনে করতেন কিশোরীর হৃদয়ের সঙ্গেই সব থেকে বেশী একাত্ম বোধ করেন মা দুর্গা। তাঁর স্মরণেই বেলুড় মঠে কুমারী পুজোর সূচনা। বেলুড় মঠে প্রথম দুর্গা পুজোর সময়ে এক সঙ্গে অনেক কুমারীর পুজো করেছিলেন স্বামী বিবেকানন্দ। এখন অবশ্য একজন কিশোরীকেই কুমারী রূপে পুজো করা হয়। ঠিক যে যে ভাবে দুর্গা আরাধনা হয়, ঠিক সেই একভাবে বন্দনা করা হয় কুমারীকেও। যা কিছু মা দুর্গাকে অর্পণ করা হয়, সেই সব কিছুই অর্পণ করা হয় ওই কিশোরীকেও। এ বছর কুমারী রূপে পুজিত হচ্ছে উত্তর পাড়ার সাড়ে পাঁচ বছরের দেবাংশী বন্দ্যোপাধ্যায়। বেলুড় মঠের সেই কুমারী পুজোর ছবি শান্তনু ঘোষের ক্যামেরায়।

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৫ ১০:০৩
Share: Save:
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE