হোয়াটসঅ্যাপ এখন জীবনের অন্যতম প্রয়োজনীয়তা। উঠতে, বসতে, চলতে, ফিরতে হোয়াটসঅ্যাপ ছাড়া ভাবাই যায় না। তবে জানেন কি এই অভ্যাস এ বার ছাড়তে হতে পারে? ব্ল্যাকবেরি, নোকিয়ার পুরনো ভার্সনের কিছু ফোনে সার্ভিস বন্ধ করতে চলেছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি তাদের এক ব্লগে এই কথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ।