Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Women News

জেনে নিন দিওয়ালি পার্টির কয়েকটি মেকআপ টিপ্‌স

আর মাত্র কয়েকটা দিন বাকি। অথচ এর মধ্যেই বন্ধুবান্ধবের সঙ্গে দিওয়ালি পার্টির প্ল্যান রেডি। কিন্তু, অনেকেরই তো ওই দিন অফিস খোলা! অথচ বন্ধুদের সঙ্গে দিওয়ালি পার্টির হুল্লোড়ও এড়াতে নারাজ। অফিস থেকেই সোজা পৌঁছতে পারেন পার্টির ফ্লোরে। কাজকর্ম সেরে অফিসেই সেরে নিন মেকআপ। কী ভাবে তা জেনে নিন। 

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৭ ১৯:০৮
Share: Save:
০১ ০৫
এই তো সুযোগ! দিওয়ালি পার্টিতে কালারড মাস্কারা ব্যবহার করার। পার্টিতে ইলেকট্রিক ব্লু-র মতো একটু চড়া রং লাগানোর।

এই তো সুযোগ! দিওয়ালি পার্টিতে কালারড মাস্কারা ব্যবহার করার। পার্টিতে ইলেকট্রিক ব্লু-র মতো একটু চড়া রং লাগানোর।

০২ ০৫
দিওয়ালি পার্টি হবে আর একটু জাঁকজমক থাকবে না! প্রথমে গালের উপরে হাইলাইটার লাগিয়ে নিন। এর পর একটি ফ্যান ব্রাশ দিয়ে বাড়তি হাইলাইটস ঝেড়ে ফেলুন।

দিওয়ালি পার্টি হবে আর একটু জাঁকজমক থাকবে না! প্রথমে গালের উপরে হাইলাইটার লাগিয়ে নিন। এর পর একটি ফ্যান ব্রাশ দিয়ে বাড়তি হাইলাইটস ঝেড়ে ফেলুন।

০৩ ০৫
চেরি টোনের লিপস্টিক ঠোঁটে লাগিয়ে নিন। এর পর নিয়ে টিস্যু পেপারের সাহায্যে তা সামান্য ঘষে নিন।

চেরি টোনের লিপস্টিক ঠোঁটে লাগিয়ে নিন। এর পর নিয়ে টিস্যু পেপারের সাহায্যে তা সামান্য ঘষে নিন।

০৪ ০৫
সারা দিনের অফিস করার পর মুখে ক্লান্তির ছাপ পড়তে বাধ্য। স্কিন টোনের থেকে দু’শেড লাইটার কনসিলার দিয়ে চোখের নীচে বুলিয়ে নিন। এর পর একটি স্পঞ্জ দিয়ে তা ব্লেন্ড করে নিন। ব্যস! পার্টির জন্য আপনি রেডি।

সারা দিনের অফিস করার পর মুখে ক্লান্তির ছাপ পড়তে বাধ্য। স্কিন টোনের থেকে দু’শেড লাইটার কনসিলার দিয়ে চোখের নীচে বুলিয়ে নিন। এর পর একটি স্পঞ্জ দিয়ে তা ব্লেন্ড করে নিন। ব্যস! পার্টির জন্য আপনি রেডি।

০৫ ০৫
অফিসের কাজ মিটিয়ে চটপট সেরে নিন মেকআপ। ম্যাট ব্রাউন লাইনার আর স্মাজ ব্রাশের সাহায্যে স্মোকি আইজের এফেক্ট আনুন। চোখের পাতায় লাইনার লাগিয়ে তা ব্রাশ দিয়ে স্মাজ করে নিন।

অফিসের কাজ মিটিয়ে চটপট সেরে নিন মেকআপ। ম্যাট ব্রাউন লাইনার আর স্মাজ ব্রাশের সাহায্যে স্মোকি আইজের এফেক্ট আনুন। চোখের পাতায় লাইনার লাগিয়ে তা ব্রাশ দিয়ে স্মাজ করে নিন।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE