Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মিস ইউনিভার্সে ভারতের প্রতিনিধি এই সুন্দরী, জেনে নিন কে ইনি

আবার কি ১৯৯৪ কিংবা ২০০০ সালের পুনরাবৃত্তি ঘটতে চলেছে? অপেক্ষায় গোটা দেশ। আসুন চিনে নেওয়া যাক চোখ ধাঁধানো এই সুন্দরীকে—

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৭ ১৪:৩৪
Share: Save:
০১ ০৮
২১ বছরের শ্রদ্ধা শশীধরের জন্ম চেন্নাইয়ে।

২১ বছরের শ্রদ্ধা শশীধরের জন্ম চেন্নাইয়ে।

০২ ০৮
উচ্চতায় ৫ ফুট ৮ ইঞ্চির এই সুন্দরীর পড়াশোনা নাসিকের আর্মি পাবলিক স্কুলে। সেখান থেকে সেন্ট জেভিয়ার্স স্কুলে চলে আসেন।

উচ্চতায় ৫ ফুট ৮ ইঞ্চির এই সুন্দরীর পড়াশোনা নাসিকের আর্মি পাবলিক স্কুলে। সেখান থেকে সেন্ট জেভিয়ার্স স্কুলে চলে আসেন।

০৩ ০৮
স্কুলের পাঠ শেষ করে মুম্বইয়ের সোফিয়া কলেজ ফর উইম্যানে গণমাধ্যম বিষয়ে স্নাতক হন।

স্কুলের পাঠ শেষ করে মুম্বইয়ের সোফিয়া কলেজ ফর উইম্যানে গণমাধ্যম বিষয়ে স্নাতক হন।

০৪ ০৮
পড়াশোনার পাশাপাশি ধ্রুপদী নৃত্যেও তালিম নিয়েছেন তিনি।

পড়াশোনার পাশাপাশি ধ্রুপদী নৃত্যেও তালিম নিয়েছেন তিনি।

০৫ ০৮
এ ছাড়া শ্রদ্ধা জাতীয় দলের হয়ে বাস্কেটবলও খেলেছেন।

এ ছাড়া শ্রদ্ধা জাতীয় দলের হয়ে বাস্কেটবলও খেলেছেন।

০৬ ০৮
ভ্রমণে রয়েছে বাড়তি আগ্রহ। সব মিলিয়ে শ্রদ্ধা শশীধর এই সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে সেরা হওয়ার অন্যতম দাবিদার হয়ে উঠেছেন বলে দাবি বিশেষজ্ঞদের।

ভ্রমণে রয়েছে বাড়তি আগ্রহ। সব মিলিয়ে শ্রদ্ধা শশীধর এই সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে সেরা হওয়ার অন্যতম দাবিদার হয়ে উঠেছেন বলে দাবি বিশেষজ্ঞদের।

০৭ ০৮
‘ইয়ামাহা মিস ডিভা মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১৭’ সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী ছিলেন শ্রদ্ধা।

‘ইয়ামাহা মিস ডিভা মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১৭’ সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী ছিলেন শ্রদ্ধা।

০৮ ০৮
এ বার মিস ইউনিভার্সের ৬৬তম আসর। বিচারকদের রায়ে ৯২টি দেশের সুন্দরীদের মধ্যে থেকে সেরা সুন্দরীর নাম ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা।

এ বার মিস ইউনিভার্সের ৬৬তম আসর। বিচারকদের রায়ে ৯২টি দেশের সুন্দরীদের মধ্যে থেকে সেরা সুন্দরীর নাম ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE