Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৫ ডিসেম্বর ২০২১ ই-পেপার

টুকরো খবর

০১ মে ২০১৪ ০২:৩২

চা বাগানের খাদে পড়ে মৃত বাইসন
নিজস্ব সংবাদদাতা • মালবাজার

Advertisementনাগরাকাটা চা বাগানে পড়ে রয়েছে বাইসনের দেহ।—নিজস্ব চিত্র।

মাটির টিলার উপরে চা বাগানে দৌড়ঝাঁপ করার সময় খাদে পড়ে একটি বাইসনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টা নাগাদ ডুয়ার্সের নাগরাকাটা চা বাগানের ৭ নম্বর সেকশনে ঘটনাটি ঘটেছে। পরে বনকর্মীরা গিয়ে বাইসনটির দেহ উদ্ধার করে। বনদফতর সূত্রে জানা গিয়েছে, এটি পূর্ণবয়স্ক স্ত্রী বাইসন। সেটি চাপড়ামারি জঙ্গল থেকে জলঢাকা নদী পার হয়ে এসেছিল। সকাল ৯ টা নাগাদ চা বাগানের কর্মীরা কাজে গেলে বাইসনটি তাঁদের নজরে পড়ে। খবর দেওয়া হয় বনকর্মীদের। বনকর্মীরা আসার আগেই দৌড়ঝাঁপ করার সময় সেটি প্রায় ৩০০ ফুট নীচে খাদে পড়ে যায়। জলপাইগুড়ি বন্যপ্রাণ-২ বিভাগের অফিসারেরা জানান, অনেকটা উপর থেকে পড়ে যাওয়াতেই বাইসনটি মারা গিয়েছে।

গুঁতোয় মৃত্যু, মরল মোষও

মোষের আক্রমণে মৃত্যু হল এক ব্যক্তির। জখম হন এক মহিলা-সহ ৫ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বুধবার ধুবুরি জেলার বিলাসিপাড়ার নায়ের আলগা গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম কামাল উদ্দিন (৫০)। তাঁর বাড়ি ওই গ্রামেই। এদিন কামাল উদ্দিনের একটি মোষ হঠাত্‌ পাগল হয়ে যায়। সেটি ছোটাছুটি শুরু করে। কামাল ও তাঁর পরিবারের লোকেরা মোষটিকে ধরতে গেলে সেটি শিং দিয়ে কামালউদ্দিনের বুকে গুঁতো মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সিঙের গুঁতোয় আরও ৫ জন গুরুতর আহত হন। তাঁদেরকে বিলাসীপাড়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বন কর্মীরা পৌঁছনোর আগেই বাসিন্দারা মোষটিকে পিটিয়ে মেরে ফেলেন।মা ও বুলবুলি ছানারা। ময়নাগুড়িতে দীপঙ্কর ঘটকের তোলা ছবি।প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে মাটি খুঁড়ে ডেরা বানিয়েছে কুকুর। ধূপগুড়িতে রাজকুমার মোদকের ছবি।Tags:

আরও পড়ুন

Advertisement