গান ছাড়া কি চলে? গান মনকে আরও ভাল করে। কিন্তু তার যন্ত্র-মাধ্যম হওয়া চাই শ্রুতিমধুর। হ্যাঁ, স্পিকারের কথা বলছি। গানের আনন্দকে আরও বড় করে তুলতে ভাল স্পিকার চাই।
পুজোর মুখে পুজোর গান মুক্তি পাওয়া ছিল আগেকার দিনের রেওয়াজ। মণ্ডপে মণ্ডপে সে গান বাজত। এখন প্রযুক্তির জেরে সে দিন উধাও। তবু গানপ্রিয় বাঙালি পুজোর ছুটিতে গান শুনতে ভালবাসে। আর গান শোনার সময় যদি কাছে থাকে মনের মতো স্পিকার তা হলে তো কথাই নেই।
ভারতের প্রথম পাঁচটি স্পিকার, যা যে কোনও দিনকে আরও অনেকটা আনন্দময় করে দিতে পারে, তার সন্ধান দেওয়া হল।