Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বাঁকুড়ার জঙ্গলে ফের হাতির মৃত্যু

হাতির হানায় মৃত্যু হল এক যুবকের। ওই ঘটনার প্রতিবাদে শনিবার বড়জোড়ায় যখন স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন, কিছু পরে পাশের বেলিয়াতোড় রেঞ্জের নিত্যানন্দপুর জঙ্গলে মিলল একটি হস্তিশাবকের মৃতদেহ। প্রাথমিক ভাবে বন কর্তাদের অনুমান, অসুস্থ হয়ে ওই হাতিটির মৃত্যু হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
বড়জোড়া শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৪ ০১:৪৮
Share: Save:

হাতির হানায় মৃত্যু হল এক যুবকের। ওই ঘটনার প্রতিবাদে শনিবার বড়জোড়ায় যখন স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন, কিছু পরে পাশের বেলিয়াতোড় রেঞ্জের নিত্যানন্দপুর জঙ্গলে মিলল একটি হস্তিশাবকের মৃতদেহ। প্রাথমিক ভাবে বন কর্তাদের অনুমান, অসুস্থ হয়ে ওই হাতিটির মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম প্রদীপ রায় (৩৫)। বড়জোড়া সংলগ্ন হরিনাগাড়ায় তাঁর বাড়ি। তিনি পেশায় দিনমজুর। কাজ সেরে শুক্রবার রাতে সাইকেলে তিনি বাড়ি ফিরছিলেন। পথে রাস্তায় একটি দাঁতালের সামনে তিনি পড়ে যান। সঙ্গে তাঁর দুই সঙ্গী ছিলেন। সঙ্গীরা কোনও ভাবে দৌড়ে পালিয়ে গেলেও প্রদীপ পারেননি। হাতিটি তাঁকে শুঁড়ে পাকিয়ে আছড়ে মারে বলে বাসিন্দারা জানিয়েছন।

এ দিকে শনিবার বিকেলে বেলিয়াতোড় রেঞ্জের বৃন্দাবনপুর বিটের নিত্যানন্দপুর জঙ্গলে একটি বাচ্চা হাতির দেহ দেখতে পান বাসিন্দারা। খবর পেয়ে বন দফতরের কর্মীরা গিয়ে দেহটি জঙ্গলের ভিতর থেকে লোকালয়ে সরিয়ে নিয়ে যান। ডিএফও (বাঁকুড়া উত্তর) সুধীরচন্দ্র দাস বলেন, “মৃত হাতিটির বয়স আনুমানিক আট বছর। দেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। ময়নাতদন্তের পরে দেহটি পুঁতে দেওয়া হবে।” তিনি জানান, এ নিয়ে গত এক বছরের মধ্যে সাতটি হাতির মৃত্যু হল।

কিন্তু হাতির হামলায় বড়জোড়া, সোনামুখী-সহ কয়েকটি এলাকায় সম্প্রতি বেশ কয়েকজনের মৃত্যু হওয়ায় বাসিন্দারাও তেতে রয়েছেন। শুক্রবার রাতে ওই যুবকের মৃত্যুর পরে এ দিন সকালে বড়জোড়া চৌমাথা মোড়ে বাঁকুড়া-দুর্গাপুর ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসী। সকাল প্রায় সাড়ে সাতটা থেকে তিন ঘণ্টা অবরোধ চলে। যার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তির শিকার হন বহু যাত্রী। অবরোধকারীদের দাবি, বড়জোড়া এলাকায় হাতির হামলায় একের পর এক মানুষের মৃত্যু ঘটছে। ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে। কিন্তু হাতির সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। ক্ষতিগ্রস্থদের দ্রুত ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানান তাঁরা। পরে বনদফতরের আশ্বাসে অবরোধ ওঠে।

বড়জোড়া রেঞ্জ আধিকারিক মোহন শীট বলেন, “ময়ূর ঝর্নার ১৬টি হাতির একটি দল বড়জোড়া জঙ্গলে সম্প্রতি ঢুকেছে। তাদের হানায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।” তাঁর দাবি, হাতি তাড়ানোর কাজ চলছে। এর আগে ১৩০টি হাতির দলমার যে দলটি বড়জোড়ায় এসেছিল। তাদের বেশির ভাগ হাতিকেই তাড়ানো গিয়েছে। ময়ূরঝর্ণার এই দলটিকেও তাড়িয়ে দেওয়া হবে। তাঁর আশ্বাস, মৃতের পরিবারকে নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।

খাবারের খোঁজে টুনটুনি। সিউড়িতে তাপস বন্দ্যোপাধ্যায়ের তোলা ছবি।

অতিথি: এশিয়ান স্টাব টেইল। সুদূর চিন থেকে পড়শি নেপাল এমনকী বাংলাদেশে

ডানা ঝাপটে উনে এলেও ভারতে এর দর্শন মেলেনি এত দিন। তারই খোঁজ মিলল

কলকাতার রবীন্দ্র সরোবরে। ছবি: সন্দীপ দাস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

elephant bankura borjora
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE