একটি চালের দোকানে ও পাশের শিশুশিক্ষা কেন্দ্রে হামলা চালাল এক দলছুট দাঁতাল। সোমবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে বন দফতরের জয়পুর রেঞ্জ এলাকার তাঁতিপুকুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাতিটি প্রথমে চালের দোকানের শাটার ভেঙে বস্তা খুলে চাল খায়। পরে লাগোয়া শিশুশিক্ষা কেন্দ্রের দরজা ভেঙে মিড-ডে মিল রান্নার জন্য রাখা আলুর বস্তা খুলে পেট ভরায়। মঙ্গলবার সকালে ঘটনার কথা জানতে পেরে ওই চালের দোকানের মালিক ও শিশুশিক্ষা কেন্দ্রের কর্মীরা জয়পুর রেঞ্জ অফিসে অভিযোগ জানান। ওই রেঞ্জের আধিকারিক মনোজ যশ বলেন, “ওই দলছুট দাঁতালটি কিছুদিন হল তাঁতিপুকুর জঙ্গল এলাকায় ঘুরছে বলে আমাদের কাছে খবর ছিল। আগেও ওই চালের দোকানে ঢুকেছিল। নজরদারি এড়িয়ে মাঝরাতে আসায় আমাদের ঘোল খাওয়াচ্ছে। ওকে তাড়ানোর চেষ্টা চালাচ্ছি। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে।’’
তীক্ষ্ণ নজর। সাঁইথিয়ায়।