পনির: ১০০ গ্রাম
মোজেরিলা চিজ: ৫০ গ্রাম
চিলি ফ্লেক্স: ১ চামচ
অরিগ্যানো: ১ চামচ
গোলমরিচ গুঁড়ো: ১/২ চামচ
নুন, চিনি: স্বাদ মতো
কর্নফ্লাওয়ার: ২ চামচ
কী ভাবে বানাবেন
পনির আর চিজ গ্রেট করে নিয়ে একটি পাত্রে রাখুন। এ বার একে একে বাকি উপকরণগুলো পনির আর চিজের সঙ্গে ভাল ভাবে মিশিয়ে নিন। পাউরুটি গুলোর ধার বাদ দিয়ে দিন। সামান্য জলের ছিটে দিয়ে রুটির আকারে বেলুন। দেখবেন পাউরুটি পাতলা রুটির মতো হয়ে যাবে। এর ভেতর পনির, চিজের পুর ভরে কাটলেটের আকারে মুড়ে ফেলুন। ধারগুলোয় কর্নফ্লাওয়ারের ব্যাটার লাগান। এতে ধার জুড়তে সুবিধা হবে। ছাঁকা তেলে লাল করে ভেজে নিয়ে টোম্যাটো সসের সঙ্গে পরিবেশন করুন।
বিকেল কিংবা সন্ধের চা-এর সঙ্গে টা না হলে ঠিক জমে না। নিত্য নতুন কী স্ন্যাকস বানানো যায় সে নিয়ে চিন্তা তো থাকেই। তা ছাড়া প্রতি দিন বাইরের খাবার স্বাস্থ্যের পক্ষেও ভাল নয়। তাই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন পনির ব্রেড রোল। বানানো সহজ আর বাচ্চাদেরও বেশ পছন্দের এই খাবার।