Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২০ জানুয়ারি ২০২২ ই-পেপার

ফর্সা ত্বকে আকৃষ্ট সমাজকে সপাটে চড় কষালো এই তিন সুন্দরীর ছবি

সংবাদ সংস্থা
০৫ মে ২০১৭ ১০:৪৫
এঁরাই ভারতের মুখ। ছবি: ফেসবুকের সৌজন্যে

এঁরাই ভারতের মুখ। ছবি: ফেসবুকের সৌজন্যে

খোউদিয়া দিওপ। নিজের সাফল্য দিয়ে বর্ণবিদ্বেষে ভরা সমাজটার বুক চিরে দিয়েছিলেন আফ্রিকান জনপ্রিয় মডেল খোউদিয়া। ‘রাতের কন্যা’ নামেই আজ পৃথিবী চেনে তাঁকে।

হাজার হাজার মাইল দূরত্বের ব্যবধান ঘুচিয়ে আজ খোউদিয়াকে যেন অনেকটাই ছুঁয়ে ফেললেন তিন ভারতীয় কন্যা। রং কালো বলে নাক সিঁটকোয় যে সমাজ, তারই বুকে দাঁড়িয়ে নতুন অধ্যায়ের জন্ম দিল তিন মেয়ে।

Advertisement

আরও পড়ুন: ‘সমাজ যত বেশি উপহাস করেছে, নিজেকে তত ভালবেসেছি’এই ছবিটিই ভাইরাল হয়েছে সম্প্রতি

সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে তাঁদের একটি ছবি। ছবিতে শাড়ি, গয়নায় আদ্যন্ত ভারতীয় সাজে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন ওই তিন বন্ধু। তাঁদের গায়ের চাপা রং, খাঁটি ভারতীয় সাজ আর মুখে অনাবিল হাসি, এটাই ওঁদের ইউএসপি।

প্রথমে অভিরামি রবিচন্দ্রন পিল্লাই নামের এক ব্যাক্তির ইনস্টাগ্রাম প্রফাইলে আপলোড করা হয়েছিল ছবিটি। ‘দ্য আনক্যানি ট্রুথ টেলার ২’ নামের একটি ফেসবুক পেজ এরপরেই শেয়ার করে ছবিটি। ক্যাপশনে লেখা ছিল, ‘ভারতের মুখ.......’। পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয় ছবিটি। এখনও পর্যন্ত প্রায় এক হাজার কমেন্ট এবং বারো হাজার লাইক এবং ৪০ হাজার শেয়ার হয় এই ছবি।

আরও পড়ুন

Advertisement