Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Sunrisers Hyderabad

পারফরম্যান্সে ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য সানরাইজার্সের

এর মধ্যে তারা দু’বার ফাইনালেও পা রেখেছে। যার মধ্যে ২০১৬ সালে নবম আইপিএলের খেতাব মুঠোয় এনেছিল তারা। আর গত বছর ফাইনালে উঠেও মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরে যায়। এক কথায়, দুরন্ত পারফরমেন্স।

ওয়ার্নার-ভুবিদের নিয়ে এ বার শক্তিশালী টিম হায়দরাবাদের।

ওয়ার্নার-ভুবিদের নিয়ে এ বার শক্তিশালী টিম হায়দরাবাদের।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮ ১০:০০
Share: Save:

গত তিন বছরের পারফরম্যান্সের নিরিখে সানরাইজার্স হায়দরাবাদ আইপিএলের সবচেয়ে ধারাবাহিক দল। অন্য কিছু নয়, রেকর্ড বই ঠিক একথাই বলছে দক্ষিণী এই ফ্র্যাঞ্চাইজির হয়ে।

এর মধ্যে তারা দু’বার ফাইনালেও পা রেখেছে। যার মধ্যে ২০১৬ সালে নবম আইপিএলের খেতাব মুঠোয় এনেছিল তারা। আর গত বছর ফাইনালে উঠেও মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরে যায়। এক কথায়, দুরন্ত পারফরমেন্স। এই ধারাবাহিকতা ২০১৯ সালের টুর্নামেন্টেও বজায় রাখতে মরিয়া তারা। নিলাম পর্বে অন্য অনেক নামি-দামি ফ্যাঞ্চাইজিকে লড়াইয়ে পিছনে ফেলার ব্যাপারেও সানরাইজার্সের ধারাবাহিকতা প্রশ্নাতীত। গত কয়েক বছরে ভালো মতোই বোঝা গিয়েছে যা।

কেন উইলিয়ামসন থেকে শুরু করে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান বা আফগান 'রহস্য 'স্পিনার রশিদ খানকে কিনে নিয়ে চমকে দিয়েছিল তারা। অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো শুরুর দিকে এঁদেরকে নিয়ে তেমন আগ্রহ দেখায়নি। তবে, সানরাইজার্স শুধু নিলামে চড়া দাম দিয়ে ত্রয়ীকে কিনে নেওয়াই নয়, আইপিএলের আলোকিত মঞ্চে তথাকথিত লো-প্রোফাইলের এই তারকাদের গৌরবময় প্রতিষ্ঠাও দিয়েছে।

এ বার দলের ওপেনিং স্লটে শিখর ধওয়ন নেই। তবে বল-বিকৃতির দায়ে অভিযুক্ত অস্ট্রেলীয় মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার নির্বাসনের কবলমুক্ত হয়ে দলে ফিরছেন। সানরাইজার্স থিঙ্কট্যাঙ্কের পক্ষে যা তুমুল স্বস্তির। ব্রেন্ডন ম্যাকালাম, জেসন রয়দের মতো আন্তর্জাতির পর্যায়ে সফল ক্রিকেটারদের দিকে নিলাম পর্বে হাত বাড়াতেই পারে সানরাইজার্স। শিমরন হেটমায়ার ও অক্ষর প্যাটেলের মতো ক্রিকেটাররাই নিলামে সানরাইজার্সের বড় টার্গেট।

যে ক্রিকেটারদের দলে ধরে রেখে নিলামে যাচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ: কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, মণীশ পাণ্ডে, রিকি ভুই,দীপক হুডা, মহম্মদ নবি, ইউসুফ পাঠান, সাকিব আল হাসান, অভিষেক শর্মা, বিজয় শঙ্কর, শ্রীবত্স গোস্বামী, সিদ্ধার্থ কল, খলিল আহমেদ, ভুবনেশ্বর কুমার, রশিদ খান, বাসিল থাম্পি, বিলি স্টানলেক, সন্দীপ শর্মা, থাঙ্গারাজু নটরাজন ও শাহবাজ নাদিম।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE