Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Cricket news

এক দিন বাকি থাকতেই রেকর্ড রানে জিতল ভারত

ভারতের দেওয়া ৫৫০ রানের লক্ষ তাড়া করতে নেবে শুরুতেই মুখ থুবড়ে পরল শ্রীলঙ্কা। ৩০৪ রানে ম্যাচ জিতে নিল ভারতীয় ব্রিগেড।

ম্যাচ জেতার পর রবীন্দ্র জাডেজাকে নিয়ে ভারত অধিনায়ক বিরাট কোহালির উচ্ছ্বস। ছবি: এএফপি

ম্যাচ জেতার পর রবীন্দ্র জাডেজাকে নিয়ে ভারত অধিনায়ক বিরাট কোহালির উচ্ছ্বস। ছবি: এএফপি

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৭ ১০:৪১
Share: Save:

গল টেস্ট জিতে টিম ইন্ডিয়া। ৩০৪ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বিরাট কোহালির দল। তবে, গোটা টেস্টে তিনটি উইকেট কম তুলে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট লাগার কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামেননি শ্রীলঙ্কা অধিনায়ক রঙ্গনা হেরাথ। এমনিতেই প্রথম ইনিংসে চোটের কারণে ম্যাচ থেকে ছিটকে যান আসেলা গুণরত্নে, ফলে প্রথম ইনিংসে দশ জন ব্যাটসম্যানকে নিয়েই খেলতে হয়েছিল শ্রীলঙ্কাকে। এ দিন হেরাথ না থাকায় মোট নয় জন ব্যাটসম্যান খেলেন শ্রীলঙ্কার হয়ে। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজা।

রবীন্দ্র জাডেজার বলে আউট হলেন, লাহিরুি কুমারা।

আউট...

আবারও অশ্বিন। অশ্বিনের বলে আউট প্রদীপ।

আউট...

শ্রীলঙ্কার আশা কার্যত শেষ করে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। শতরানের মুখে করুণারত্নেকে প্যাভিলিয়নে পাঠালেন এই তামিল অফ স্পিনার।

আউট...

একা লড়ছেন করুণারত্নে। ৯৭ রান করে ক্রিজে এই শ্রীলঙ্কান ব্যাটসম্যান।

অশ্বিনের বলে আউট হয়ে মাঠ ছাড়লেন ডিকওয়েলা। ম্যাচ জয়ের আশা কমছে শ্রীলঙ্কার।

আউট...

দুরন্ত করুণারত্নে, ভারতীয় বোলারদের সামনে একাই ঢাল হয়ে দাঁড়াচ্ছে লঙ্কান এই ক্রিকেটার।

আবারও ভেল্কি দেখালেন জাডেজা। জাডেজার বলে আউট হয়ে মাঠ ছাড়লেন প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক অ্যাঞ্জেল ম্যাথুজ।

আউট...

দ্বিতীয় সেশনের শুরুতেই বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। রবীন্দ্র জাডেজার বলে ঋদ্ধিমানের হাতে ক্যাচ দিয়ে ক্রিজ ছাড়লেন কুশল মেন্ডিস।

আউট...

লাঞ্চ শেষে দ্বিতীয় ইনিংসে মাঠে নামলেন দু'দলের ক্রিকেটাররা।

লাঞ্চ ব্রেক

শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য ৫৫০ রানের লক্ষ্য রেখে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করেছিল ভারতীয় দল। ভারতের দেওয়া পাহাড় প্রমাণ রানকে তাড়া করতে নেমে শুরুতেই দু’উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা শিবির। সামি এবং যাদবের পেসের সামনে শুরুতেই আত্মসমর্পন করেন ওপেনার উপুল থরঙ্গা(১০)এবং ধনুস্কা গুণাতিলকা(২)। লাঞ্চ ব্রেকের আগে ২৩ ওভারে শ্রীলঙ্কার রান ২ উইকেটের বিনিময় ৮৫।

শুরুতেই দু'উইকেট হারিয়ে চাপে টিম শ্রীলঙ্কা।

যাদবের বলে পূজারার হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়লেন ধনুস্কা গুণাথিলকা।

আউট...

ভারতের দেওয়া ৫৫০ রানের লক্ষ তাড়া করতে নেবে শুরুতেই মুখ থুবড়ে পরল শ্রীলঙ্কা। মহম্মদ সামির বলে বোল্ড হয়ে ক্রিজ ছাড়লেন উপুল থরঙ্গা।

আউট...

দ্বিতীয় ইনিংসে ম্যাচ বাঁচানোর লক্ষে মাঠে নামল শ্রীলঙ্কা।

দ্বিতীয় ইনিংস ডিক্লিয়ার করল ভারত

ম্যাচ ডিক্লিয়ার করল ভারত। শ্রীলঙ্কার সামনে ৫৫০ রানের লক্ষ রাখল কোহালি ব্রিগেড।

অনবদ্য শতরান করলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। হেরাথ, পেরেরাদের পর্যদুস্ত করে ১৭ তম শতরানটি করে ফেললেন বিরাট।

চতুর্থ দিনের শুরু থেকেই শ্রীলঙ্কার বোলারদের উপর একাধিপত্য বজায় রেখছেন ভারতীয় ব্যাটসম্যানরা। বিরাট কোহালি এবং অজিঙ্ক রাহানের সামনে কার্যত দিশেহারা লঙ্কা ব্রিগেড।

চতুর্থ দিনের খেলা শুরু

গল টেস্টের তৃতীয় দিনের শেষে বিরাট কোহালি এবং অভিনব মুকুন্দের চওড়া ব্যাটের উপর ভর করে ৩ উইকেট হারিয়ে ১৮৯ রান করে ভারত। দিনের শেষে অভিনব মুকুন্দ(৮১) রানে আউট হয়ে গেলেও ক্রিজে আছেন বিরাট(৭৬)। এই পরিস্থিতিতে দেখার শ্রীলঙ্কার সামনে কত রানের লক্ষ রেখে ম্যাচ ডিক্লিয়ার করে ভারত। শ্রীলঙ্কার হয়ে দ্বিতীয় ইনিংসে একটি করে উইকেট পান পেরেরা, গুণরাত্নে এবং কুমারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE