Advertisement
২০ এপ্রিল ২০২৪

চার নম্বর জায়গা এখনও ফাঁকা, মত সৌরভের

ভারতীয় ব্যাটিং অর্ডারে চার নম্বরে কে ব্যাট করবেন, তা ঠিক করার সময় এখনও রয়েছে। এমনই মনে করেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ মার্চ ২০১৯ ০৪:০৯
Share: Save:

ভারতীয় ব্যাটিং অর্ডারে চার নম্বরে কে ব্যাট করবেন, তা ঠিক করার সময় এখনও রয়েছে। এমনই মনে করেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার ইডেনে তিনি বলেছেন, ‘‘এখনও অনেক সময় রয়েছে। হাতে বিকল্পও রয়েছে। দেখা যাক কী হয়।’’

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম তিন ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে অম্বাতি রায়ডুকে। কিন্তু তিনি সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। হায়দরাবাদে ১৩ রান করেন। নাগপুরে আউট হন ১৮ রানে। রাঁচীতে দুই রান করে প্যাট কামিন্সের শিকার। তাই চতুর্থ ম্যাচে তাঁর উপর আস্থা হারায় টিম ম্যানেজমেন্ট। কে এল রাহুল দলে ফেরার পরে তিন নম্বরে তাঁকে নামিয়ে চার নম্বরে নিজে গিয়েছিলেন বিরাট কোহালি। তিনিও সফল হতে পারেননি। অলরাউন্ডার বিজয় শঙ্করকেও চার নম্বরে নামানোর কথা ভাবা হচ্ছে।

মোহালিতে ভারতের হার নিয়ে সৌরভ জানিয়েছেন, অতিরিক্ত শিশির পড়ার কারণেই সমস্যায় পড়তে হয়েছে ভারতীয় বোলারদের। সৌরভ বলেছেন, ‘‘মোহালিতে প্রচুর শিশির পড়েছে। এ ধরনের পরিস্থিতিতে খেলা সত্যি কঠিন। তবে এই হার নিয়ে বেশি ভাবা উচিত না। মনে রাখতে হবে এই হার যেন বিশ্বকাপের প্রস্তুতিতে সমস্যা হয়ে না দাঁড়ায়।’’

চতুর্থ ম্যাচের শেষে বিরাট নিজেই শিশির নিয়ে অসুবিধার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘‘ওরা ভাল খেলেছে বলেই জিতেছে। তবে শিশির পড়ায় বোলারদের প্রচুর সমস্যা হয়েছে। ঠিক জায়গায় বল ফেলতে পারছিল না বল ভিজে যাওয়ায়। কিন্তু ফিল্ডিংয়েও আমরা প্রচুর সুযোগ দিয়েছি।’’ সঙ্গে যোগ করেন, ‘‘দিল্লিতে শেষ ম্যাচ খুবই ভাল হতে চলেছে। আমাদের আরও শক্তিশালী দল হিসেবে ফিরে

আসতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE