Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Sports News

অ্যাসেজের আকাশে গড়াপেটার কালো মেঘ

পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় টেস্ট শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে পার্থ-এ। আর সেই টেস্ট ঘিরেই তৈরি হয়েছে গড়াপেটার আশঙ্কা। ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য সান’-এর খবর, এই ম্যাচ ঘিরে বিরাট অঙ্কের ফিক্সিং হবে।

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। ছবি: এএফপি।

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
পার্থ শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৭ ১৭:৫৯
Share: Save:

ক্রিকেট বিশ্বে গড়াপেটা নতুন কোনও ঘটনা নয়। সে বিশ্বকাপই হোক বা আইপিএল, ঘুরে ফিরে শোনা যায় ফিক্সিংয়ের নানা কাহিনি। এ বার চলতি অ্যাসেজ-কে ঘিরেও উঠে এল তেমনই ঘটনার কথা। এক ব্রিটিশ সংবাদপত্রের খবরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ক্রিকেট মহলে। দু’জন বুকির মধ্যে এক জন ভারতীয়, যার নাম ‘মিস্টার বিগ’।

পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় টেস্ট শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে পার্থ-এ। আর সেই টেস্ট ঘিরেই তৈরি হয়েছে গড়াপেটার আশঙ্কা। ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য সান’-এর খবর, এই ম্যাচ ঘিরে বিরাট অঙ্কের ফিক্সিং হবে। বুকিদের মধ্যে এক জন দাবি করেছে, এর মধ্যে প্রাক্তন ও বর্তমান বেশ কয়েক জন আন্তর্জাতিক ক্রিকেটার রয়েছেন। রয়েছেন বিশ্বকাপ জয়ী অল-রাউন্ডারও। অস্ট্রেলিয়ান ক্রিকেটে ‘দ্য সাইলেন্ট ম্যান’ নামে এক জন রয়েছেন যিনি এই দুই বুকির সঙ্গে যোগাযোগ করেছিলেন। যদিও এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড দলের কোনও ক্রিকেটারের নাম এই তালিকায় উঠে আসেনি। এই ব্রিটিশ ট্যাবলয়েডের দাবি, তাদের আন্ডারকভার রিপোর্টারদের কাছে বুকিদের একাংশ স্পট ফিক্সিংয়ের কথা বলেছিল। যেখানে ওভার প্রতি রানের উপর স্পট ফিক্সিংয়ের কথা বলা হয়েছিল।

দু’জনের মধ্যে এক জন বুকির বক্তব্য এই রিপোর্টে তুলে দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, ‘‘ম্যাচের আগে আমি বলে দেব কোন ওভারে কত রান হবে। তার পর তুমি বাজি রেখ।’’ তখন সাংবাদিকের তরফে প্রশ্ন ছিল, এটা কি ঠিক? ওই বুকি বলেন, ‘‘একদম ঠিক তথ্য।’’ এই খবরে আইসিসি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি তদন্তের কথাও জানিয়েছে। তবে আইসিসি-র তরফে এ-ও বলা হয়েছে যে সিরিজে ইংল্যান্ড এই মুহূর্তে ৩-০ পিছিয়ে পড়ার হাত থেকে বাঁচতে লড়াই চালাবে সেই সিরিজে গড়াপেটা হচ্ছে, এটা বিশ্বাস করাটা মুশকিল।

আরও পড়ুন

শ্রীলঙ্কা ফ্যানকে দেশে ফেরার টিকিট কেটে দিয়েছিলেন রোহিত

ওয়াশিংটন সুন্দরের এমন অদ্ভুত নামের রহস্য জানেন?

আইসিসি-র দুর্নীতি দমন শাখার চিফ অ্যালেক্স মার্শাল বলেন, ‘‘প্রাথমিক ভাবে এই ঘটনার কোনও তথ্যপ্রমাণ নেই। সেটা সানের তরফেও নেই এবং আমাদের বিশেষ তদন্ত কমিটির কাছেও নেই যে এই ম্যাচে গড়াপেটা হচ্ছে। তদন্তে এখনও কোনও ক্রিকেটারের নাম উঠে আসেনি।’’ ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ জেমস সাদারল্যান্ড এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, অভিযোগ গুরুতর। তবুও তাঁর বিশ্বাস যা তথ্যপ্রমাণ আইসিসি-র কাছে পৌঁছেছে তাতে এই ম্যাচ বা এই সিরিজ ঘিরে কোনও দুর্নীতির আশঙ্কা নেই। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও আইসিসি-র সঙ্গে যোগাযোগ রাখছে পুরো ব্যাপারটি নিয়ে। কিন্তু তাদের তরফেও জানানো হয়েছে, ইংল্যান্ড দলের কেউই এর মধ্যে নেই।

ভারতীয় দুই বুকির সমস্ত কার্যকলাপ দুবাই ও দিল্লির হোটেলে চার মাস ধরে রেকর্ড করা হয়েছে। যেখানে এ-ও উঠে এসেছিল যে ক্রিকেটার এই গড়াপেটার সঙ্গে যুক্ত সে মাঠের মধ্যে গ্লাভস পরিবর্তন করে বুকিদের সিগন্যাল দেবে। এর পর যারা গড়াপেটা করতে চায় তারা তখন বাজি ধরবে। ভারতীয় বুকিদের দাবি, তাদের তৈরি করা স্ক্রিপ্ট অনুযায়ী কাজ করবে ক্রিকেটাররা। যেমন, এক সেশন বা ইনিংসে কত রান করবে। টসে জিতলে কে আগে ব্যাট করবে বা কখন উইকেট পড়বে। সানের খবর, বুকিরা সেশন অনুযায়ী টাকার কথা বলেছিলেন। এক সেশন ৬০ লাখ টাকা, দুই সেশন ১কোটি ২০ লাখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE