Advertisement
১৬ এপ্রিল ২০২৪

টানা ছ’টি ছয় মেরে সোবার্স-যুবিদের ক্লাবে হজরতুল্লাহ

আফগান প্রিমিয়ার লিগে বল্খ লেজেন্ডসের বাঁ হাতি স্পিনার আবদুল্লাহ মাজারির এক ওভারে ছ’টি ছয় মারলেন কাবুল জ়োয়ানানের বাঁ হাতি ওপেনার হজরতুল্লাহ।

আবদুল্লাহ মাজারির এক ওভারে ছ’টি ছয় মারলেন কাবুল জ়োয়ানানের বাঁ হাতি ওপেনার হজরতুল্লাহ।

আবদুল্লাহ মাজারির এক ওভারে ছ’টি ছয় মারলেন কাবুল জ়োয়ানানের বাঁ হাতি ওপেনার হজরতুল্লাহ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ০৪:৪২
Share: Save:

ওভারে ছ’টি ছয় মারার তালিকায় ঢুকে পড়লেন আফগান বাঁ হাতি ব্যাটসম্যান হজরতুল্লাহ জাজাই। গ্যারি সোবার্স, রবি শাস্ত্রী, যুবরাজ সিংহ, হার্শেল গিবসদের তালিকায় এ বার তাঁর নামও জু়ড়ে গেল সোমবার।

আফগান প্রিমিয়ার লিগে বল্খ লেজেন্ডসের বাঁ হাতি স্পিনার আবদুল্লাহ মাজারির এক ওভারে ছ’টি ছয় মারলেন কাবুল জ়োয়ানানের বাঁ হাতি ওপেনার হজরতুল্লাহ। সোমবার প্রথমে ব্যাট করে ২৪৫ রান করে বল্খ লেজেন্ডস। ক্রিস গেলের ৪৮ বলে ৮০ রানের ইনিংস বিপক্ষকে ২৪৬ রানের লক্ষ্য দিতে সাহায্য করে। গেলের ঝোড়ো ব্যাটিংয়ের পরে ওপেন করতে নেমে আরও এক দুরন্ত ইনিংস উপহার দিয়ে গেলেন ওপেনার হজরতুল্লাহ।

এখানেই শেষ নয়। টি-টোয়েন্টিতে দ্রুততম হাফসেঞ্চুরির নজিরও ছুঁয়ে ফেললেন তিনি। ১২ বলে অর্ধশতরান পূরণ করে। যুবরাজ সিংহ, ক্রিস গেলের পাশে তাঁর নামও যোগ হয়ে গেল সোমবার। হজরতুল্লাহের ইনিংস যদিও জেতাতে পারেনি তাঁর দলকে। ১৭ বলে ৬২ রান করে বেন লাফলিনের বলে ফিরে যান তিনি। তাঁর আউট হওয়ার পরে সেই ছন্দ ধরে রাখতে ব্যর্থ হয়েছে কাবুলের ব্যাটসম্যানেরা। ২২৩ রানে আটকে যায় তাঁরা।

যুদ্ধবিদ্ধস্ত দেশ থেকে উঠে আসা ব্যাটসম্যানের আদর্শ যে স্বয়ং ক্রিস গেল তা নিজের ইনিংসের মাধ্যমেই প্রমাণ করে দিলেন হজরতুল্লাহ। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘‘আমার আদর্শ গেলের সামনে এই ইনিংস খেলতে পারার অনুভূতিটা অন্য রকম। এটা ভাষায় প্রকাশ করতে পারছি না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE