Advertisement
২৪ এপ্রিল ২০২৪
ইপিএল

কেপাকে বাদ দিয়েই দুরন্ত জয় চেলসির

বুধবার টটেনহ্যামকে হারানোর পর তাঁর পায়ের নীচের জমিও যে শক্ত হল, তা-ও প্রকারান্তরে মেনে নিয়েছেন সাররি। বলেছেন, ‘‘আমাদের সামনে প্রথম চার দলের মধ্যে চলে আসার সুযোগ এখনও রয়েছে। আর ব্যক্তিগত চাপের কথা যদি বলেন, সেটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। ক্লাব কোচিং‌ করালে এই চাপ সহ্য করতেই হয়।’’

উৎসব: টটেনহ্যামকে গোল দিয়ে চেলসির পেদ্রো। গেটি ইমেজেস

উৎসব: টটেনহ্যামকে গোল দিয়ে চেলসির পেদ্রো। গেটি ইমেজেস

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ মার্চ ২০১৯ ০৪:৪১
Share: Save:

চেলসি ২ • টটেনহ্যাম ০

স্ট্যামফোর্ড ব্রিজে তাঁর ভবিষ্যৎ নিয়ে ধন্দ অব্যাহত। কিন্তু প্রাক্তন নাপোলি ম্যানেজার মাউরিসিয়ো সাররি বুঝিয়ে দিলেন, যত দিন দায়িত্বে রয়েছেন, চেলসিতে তিনিই শেষ কথা বলবেন। বুধবার ইপিএলে চেলসি ২-০ গোলে হারাল টটেনহ্যামকে। গোল করলেন পেদ্রো। আত্মঘাতী গোল করে কিয়েরান ত্রিপিয়ের। কিন্তু জয়ের চেয়েও প্রধান আলোচ্য হল গোলকিপার কেপা আরিখাবালাগাকে বাদ দেওয়া। গত সপ্তাহে লিগ কাপ ফাইনালে সাররির নির্দেশ উপেক্ষা করে মাঠেই ছিলেন স্প্যানিশ গোলকিপার। যা নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল।

সেই সময়ে সাররি বিষয়টি হাল্কা করতে জানিয়েছিলেন, পারস্পরিক ভুল বোঝাবুঝি হয়েছিল। কিন্তু তা যে নিছক কথার কথা ছিল, সেটা স্পষ্ট হয়ে যায় বুধবারের ম্যাচে। তাঁর আচরণে ক্ষুব্ধ ক্লাব এক সপ্তাহের বেতন ইতিমধ্যে কেটে নিয়েছে। আর বুধবার স্পার্সকে হারানোর পর সাররি জানিয়ে দিলেন, কেপা যে ভুল করেছিলেন, তারই শাস্তি ভোগ করছেন, ‘‘কেপা খুব বড় ভুল করে ফেলেছিল। তারই শাস্তি ভুগতে হচ্ছে ওকে। ক্লাবও যে আর্থিক জরিমানা করেছে, তার সঙ্গেও আমি একমত।’’ যদিও সাররি জানিয়েছেন, কেপা’কে আগামী ম্যাচগুলিতে মাঠের বাইরে রাখার ইচ্ছা তাঁর নেই, ‘‘আগামী সপ্তাহে ইউরোপা লিগের ম্যাচ। সেখানে হয়তো আবার ওকে দেখা যেতে পারে। বয়স কম বলে ওর আবেগ বেশি। তবে আমার মনে হয়, কেপা ভুল থেকে শিক্ষা নেবে।’’

বুধবার টটেনহ্যামকে হারানোর পর তাঁর পায়ের নীচের জমিও যে শক্ত হল, তা-ও প্রকারান্তরে মেনে নিয়েছেন সাররি। বলেছেন, ‘‘আমাদের সামনে প্রথম চার দলের মধ্যে চলে আসার সুযোগ এখনও রয়েছে। আর ব্যক্তিগত চাপের কথা যদি বলেন, সেটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। ক্লাব কোচিং‌ করালে এই চাপ সহ্য করতেই হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE