Advertisement
২৬ এপ্রিল ২০২৪

নতুন আবিষ্কারের পরে নয়া স্বপ্নে রিয়াল

দলের ধারাবাহিকতার অভাব। রোনাল্ডোকে সমর্থকদের কটাক্ষ। বেলের চোট সমস্যা। বেঞ্জিমার খারাপ ফর্ম। রিয়াল মাদ্রিদ মানেই কয়েক সপ্তাহ আগে এই ছবি দেখা যাচ্ছিল। কিন্তু আটচল্লিশ ঘণ্টা আগে একটা এল ক্লাসিকো জয়ই গোটা শিবিরের চেহারা পাল্টে দিয়েছে।

মেসির ব্যাকভলিতে গোল এল না।  জয় এল সুয়ারেজের জোড়া গোলে। অন্য ম্যাচে বেনফিকাকে ১-০ হারাল বায়ার্ন মিউনিখ।

মেসির ব্যাকভলিতে গোল এল না। জয় এল সুয়ারেজের জোড়া গোলে। অন্য ম্যাচে বেনফিকাকে ১-০ হারাল বায়ার্ন মিউনিখ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৬ ০৪:২৭
Share: Save:

বার্সেলোনা-২

আটলেটিকো মাদ্রিদ-১

দলের ধারাবাহিকতার অভাব। রোনাল্ডোকে সমর্থকদের কটাক্ষ। বেলের চোট সমস্যা। বেঞ্জিমার খারাপ ফর্ম। রিয়াল মাদ্রিদ মানেই কয়েক সপ্তাহ আগে এই ছবি দেখা যাচ্ছিল। কিন্তু আটচল্লিশ ঘণ্টা আগে একটা এল ক্লাসিকো জয়ই গোটা শিবিরের চেহারা পাল্টে দিয়েছে। বুধবার রাতে সেই আত্মবিশ্বাসে ভর রেখে রিয়াল মাদ্রিদ নামতে চলেছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম পর্বে। যেখানে অ্যাওয়ে ম্যাচে জিদান-বাহিনীকে আটকানোর দায়িত্ব উল্ফসবার্গের উপর।

এল ক্লাসিকোর পরে রিয়ালের সেরা আবিষ্কার হয়ে উঠেছেন কাসেমিরো। ব্রাজিলের এই তরুণ ডিফেন্সিভ মিডিও লিওনেল মেসিকে আটকে রাতারাতি একজন রিজার্ভ ফুটবলার থেকে হয়ে উঠেছেন রিয়ালের আশার আলো। হতে পারে রিয়ালের মতো উল্ফসবার্গে কোনও ‘বিবিসি’ নেই। তাতেও জার্মান দলকে হাল্কা ভাবে নিচ্ছেন না কাসেমিরো। উল্ফসবার্গের বিরুদ্ধে নামার আগে রিয়ালের নতুন তারকা বলছেন, ‘‘রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে নামা মানে যে কোনও ম্যাচই কঠিন। উল্ফসবার্গ ম্যাচ সহজ হবে না। ওদের দলে অনেক ভাল ফুটবলার আছে।’’

রাফায়েল বেনিতেজের সময় খুব বেশি সুযোগ না পেলেও জিদানের কোচিংয়ে বিশ্বফুটবলকে কাসেমিরো দেখিয়ে দিয়েছেন তিনি কী করতে পারেন। সদ্য জয়ী ক্লাসিকোতে তাঁর পারফরম্যান্স নিয়েই আপাতত হইচই স্প্যানিশ ফুটবলমহলে। কাসেমিরো যোগ করেন, ‘‘আমি ব্রাজিল ছেড়েছিলাম এই ভেবে যে যেখানেই যাই সেখানে যেন জিততে চাই। সব সময় মাথা উঁচু করে রাখতে চেয়েছিলাম। আমার স্বপ্ন ছিল চ্যাম্পিয়ন্স লিগ খেলা। তাই যত বারই রিয়ালের হয়ে খেলি সেটা আমার কাছে স্বপ্নপূরণের মতোই।’’

রিয়াল যখন এল ক্লাসিকো জিতে খেলতে আসছে, ঘরোয়া লিগে উল্ফসবার্গের ফর্ম বেশ খারাপ। শেষ ম্যাচে ০-৩ হেরে টানা তিন ম্যাচে জয় নেই। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা তাদের ঘরের মাঠে হওয়ায় উল্ফসবার্গও প্রমাণ করতে চায় তারা ‘আন্ডারডগ’ নয়। ‘‘রিয়ালের বিরুদ্ধে দেখাতে চাই আমরাও যোগ্য চ্যাম্পিয়ন্স লিগ খেলতে। রিয়াল অনেক বড় দল সেটা মানতেই হবে। কিন্তু ফুটবলে সব কিছুই সম্ভব।’’

রিয়ালের সামনে যখন উল্ফসবার্গ তখন অন্য শেষ আটের ম্যাচে ‘এল ক্যাশিকো’। ফুটবলবিশ্বের দুই অন্যতম ধনী ক্লাবের লড়াই। ম্যাঞ্চেস্টার সিটি বনাম প্যারিস সাঁ জাঁ।

শেষ ষোলোয় চেলসিকে ছিটকে দিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে জ্লাটান ইব্রাহিমোভিচের দল। শেষ আটে ম্যান সিটিকে হারিয়ে সাঁ জাঁ ফের আর এক ইংলিশ চ্যালেঞ্জকে শেষ করতে মরিয়া। ম্যাচের আগে আবার ম্যান সিটিকে কটাক্ষ করে সাঁ জাঁ কোচ লরা ব্লাঁ বলেছেন, ‘‘বার্সেলোনা আর বায়ার্ন মিউনিখের মতো দুই ক্লাবের সঙ্গে খেলতে হচ্ছে না এটা ভাল।’’ সঙ্গে তিনি নাকি আবার ইব্রা-কাভানিদের বলে দিয়েছেন, ‘‘সবাই বলছে ড্র-টা না কি আমাদের জন্য সোজা। কিন্তু আমি ফুটবলারদের বলে দিয়েছি, কারও কথা বিশ্বাস না করতে। বরং নিজেদের সেরাটা দিতে।’’

ম্যান সিটির দায়িত্ব কিছু দিন বাদে পেপ গুয়ার্দিওলার হাতে দায়িত্ব তুলে দেবেন ম্যানুয়েল পেলেগ্রিনি। তার আগে চ্যাম্পিয়ন্স লিগে ভাল কিছু করে শেষ করতে চান। সিটি কোচ বলছেন, ‘‘কোয়ার্টার ফাইনালে ফেভারিট বলে কেউ হয় না। তাই বলা মুশকিল কাল কে জিতবে?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Real Madrid discovery football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE