Advertisement
২৫ এপ্রিল ২০২৪
চ্যাম্পিয়ন্স লিগ

পঁচিশ শটেও গোলহীন বার্সা

 অতন্দ্র: এ ভাবেই লিয়ঁর প্রহরী অ্যান্থনি লোপেস বার বার আটকে দিলেন লিয়োনেল মেসিদের গোল করার চেষ্টাকে। মঙ্গলবার রাতে। রয়টার্স

অতন্দ্র: এ ভাবেই লিয়ঁর প্রহরী অ্যান্থনি লোপেস বার বার আটকে দিলেন লিয়োনেল মেসিদের গোল করার চেষ্টাকে। মঙ্গলবার রাতে। রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:৫২
Share: Save:

লিয়ঁ ০ • বার্সেলোনা ০

বিপক্ষ গোলে পঁচিশটা শট মেরেও ফল গোলশূন্য! বার্সেলোনা কি গোল করতেই ভুলে গেল? স্পেনের কাগজে কিন্তু সে রকমই লেখা হচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ফ্রান্সের লিয়ঁর সঙ্গেও শেষে ড্র করে বসল বার্সা। তাই ক্যাম্প ন্যুতে ফিরতি ম্যাচের অপেক্ষায় থাকা ছাড়া উপায় থাকল না লিয়োনেল মেসিদের।

কে বলবে এ বারের লা লিগাতেই বার্সার মোট গোল ৬১টি! কিন্তু শেষ তিন ম্যাচে হঠাৎই যেন লুইস সুয়ারেস, উসমান দেম্বেলে, ফিলিপে কুটিনহোরা গোলের জন্য দিশাহারা। অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে ০-০। রিয়াল ভায়াদলিদকে পেনাল্টি গোলে কোনও রকমে হারানোর পরে মঙ্গলবার গোপামা স্টেডিয়ামে লিয়ঁর সামনে মুখ থুবড়ে পড়া। পরিসংখ্যান এখানেই শেষ হচ্ছে না। বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ছ’টি অ্যাওয়ে ম্যাচ জেতেনি। জেতেনি এই ছ’টি ম্যাচের পাঁচটিতেই গোল পায়নি বলেও। শেষ কবে বাইরে খেলে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ জিতেছিল বার্সা? চমকে যাওয়ার মতো তথ্য হচ্ছে, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে। আর্সেনালের বিরুদ্ধে। অথচ গোল করা এবং করানোর রাজা মেসি বার্সার জার্সি পরেই খেলেন।

মঙ্গলবার লিয়ঁর মাঠে কেমন খেললেন আর্জেন্টাইন মহাতারকা? পরিসংখ্যান বলছে, তিনি একাই বিপক্ষ গোলে ন’টি শট মেরেছেন। সেখানে পুরো ম্যাচে লিয়ঁ মেরেছে পাঁচটি। আশ্চর্যের ব্যাপার তবু ম্যাচ শেষের স্কোরলাইনে নেই মেসির নাম। অথবা সুয়ারেস, দেম্বেলে, ইভান রাকিতিচদের। অবশ্য বার্সাকে খালি হাতে ফিরতে বাধ্য করলেন লিয়ঁর গোলরক্ষক অ্যান্থনি লোপেসও। অসাধারণ গোলরক্ষা করে। এবং সব চেয়ে ভয়ঙ্কর তথ্য হচ্ছে, এত সুযোগ পাওয়ার পরেও ম্যাচটা হারতে পারত বার্সা। যদি না বার্সায় জার্মান জাতীয় দলের গোলরক্ষক টের স্টেগান দু’টি নিশ্চিত গোল বাঁচিয়ে দিতেন।

গোলের দুঃসহ খরাতেও বার্সা ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে আশার সোনালি রেখা খুঁজে পাচ্ছেন তাঁর দল এত বেশি সংখ্যায় সুযোগ তৈরি করায়। বললেন, ‘‘ভালই তো খেললাম। ভাল না খেললে এত সুযোগ তৈরি হয়? আমি কিন্তু খুশিই।’’ সঙ্গে যোগ করলেন, ‘‘ঠিক রাস্তাতেই এগোচ্ছি। চেষ্টা করব আমাদের সমর্থকদের সামনে ফিরতি ম্যাচটা জিততে।’’ এই ড্রয়ের অজুহাতও খুঁজে পাচ্ছেন ভালভার্দে, ‘‘এটা ঘটনা যে আমরা গোল করতে পারিনি। কে না জানে, ভাল খেলার সঙ্গে গোল করাও জরুরি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ এমনই। এখানে সব সময় বাইরের ম্যাচ জেতা কঠিন।’’

ভালভার্দে যাই বলুন, মেসি স্বয়ং যে এই ড্রয়ে সাংঘাতিক হতাশ। লিয়ঁ ম্যাচের একদিন আগে গ্যারি লিনেকার ব্যাখ্যা করতে বসেছিলেন কেন তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকে অনেক অনেক এগিয়ে রাখেন আর্জেন্টাইন কিংবদন্তিকে। তাঁর সোজাসাপ্টা কথা, ‘‘লিয়ো হচ্ছে আক্ষরিক এক বিস্ময়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE