Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Ajinkya Rahane

একই ইনিংসে দু'বার সেঞ্চুরি করে ব্যাট তুললেন রাহানে

৯৬ রানে ব্যাট করছিলেন ভারত 'সি' দলের অধিনায়ক অজিঙ্ক রাহানে। ভারত 'বি' দলের মায়াঙ্ক মারকান্ডেকে মিড অনে ঠেলে ৯৭-এ পৌঁছন তিনি। কিন্তু, মাঠে থাকা স্কোরবোর্ডে তাঁর নামের পাশে দেখায় ১০০।

দেওধর ট্রফি হাতে রাহানে। ছবি: পিটিআই।

দেওধর ট্রফি হাতে রাহানে। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৮ ১৯:০১
Share: Save:

একই ইনিংসে দু'বার শতরান! আর সেটাও কিনা দেওধর ট্রফির ফাইনালে। এমন অদ্ভূত ঘটনাই ঘটেছে শনিবার নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলায়। যার নেপথ্য রইল স্কোরবোর্ডের ভুল।

৯৬ রানে ব্যাট করছিলেন ভারত 'সি' দলের অধিনায়ক অজিঙ্ক রাহানে। ভারত 'বি' দলের শাহবাজ নাদিমকে মিড অনে ঠেলে ৯৭-এ পৌঁছন তিনি। কিন্তু, মাঠে থাকা স্কোরবোর্ডে তাঁর নামের পাশে দেখায় ১০০। তা দেখে রাহানে ব্যাট তুলে উচ্ছ্বাস প্রকাশ করেন। স্টেডিয়ামে উপস্থিত ক্রিকেটপ্রেমীরাও হাততালি দিয়ে জানান অভিনন্দন। সরাসরি সম্প্রচারের টিভিতে তখন যদিও ৯৭ রানই দেখাচ্ছিল।

ভুল সংশোধন করেন রাহানের সতীর্থ সুরেশ রায়না। তিনি ড্রেসিংরুম থেকে ইশারায় বোঝান যে সেঞ্চুরি এখনও হয়নি। দরকার আর তিন রান। এই ঘটনা নিয়েই উঠছে প্রশ্ন। দেওধর ট্রফির ফাইনালে স্কোরবোর্ডে কেন ভুল সংখ্যা থাকবে, সরব হচ্ছে ক্রিকেটমহল।

আরও পড়ুন: মুম্বইতে দলে ফিরছেন কেদার, দুশ্চিন্তা ধোনির ফর্ম​

আরও পড়ুন: অ্যাশলে নার্স কেন 'বাবাজি কা থুল্লু' নাচলেন জানেন?​

স্বয়ং রাহানে অবশ্য কিছুক্ষণের মধ্যেই করেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৪৪ রানে অপরাজিত থাকেন তিনি। ১৫৬ বলের ইনিংসে মারেন নয়টি চার ও তিনটি ছয়। হন ম্যাচের সেরাও। রাহানের দাপটেই ভারত 'সি' তোলে ৩৫২ রান। জবাবে ৩২৩ রানে থামে ভারত 'বি' দল। বিজয়ী অধিনায়ক হিসেবে দেওধর ট্রফিও ওঠে রাহানের হাতে।

(ক্রিকেটের খবর,ফুটবলের খবর, টেনিসের খবর, হকির খবর - খেলার খবরের সেরা ঠিকানা আমাদের খেলা বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE