Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বোলারদের চাপে ফেলে তৃপ্ত রাহানে

৮১ রান করে আউট হওয়ার পরে রাহানে বলেন, ‘‘বোলারদের পাল্টা চাপে ফেলার পরিকল্পনা নিয়েই নেমেছিলাম আমরা। দিনের শেষে ভালই স্কোর হয়েছে আমাদের।’’

কোহালির পাশাপাশি সফল রাহানেও। ছবি: এপি।

কোহালির পাশাপাশি সফল রাহানেও। ছবি: এপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৮ ০৫:০৮
Share: Save:

জিমি অ্যান্ডারসনদের পাল্টা চাপে ফেলার উদ্দেশ্য নিয়েই ব্যাট করতে নেমেছিলেন তিনি ও বিরাট কোহালি। শনিবার ট্রেন্ট ব্রিজে খেলার পরে বললেন অজিঙ্ক রাহানে। ভারত অধিনায়ক ও তাঁর ১৫৯ রানের পার্টনারশিপই এ দিন ভারতকে লড়াইয়ে নিয়ে আসে। ৮১ রান করে আউট হওয়ার পরে রাহানে বলেন, ‘‘বোলারদের পাল্টা চাপে ফেলার পরিকল্পনা নিয়েই নেমেছিলাম আমরা। দিনের শেষে ভালই স্কোর হয়েছে আমাদের।’’

দুই ওপেনার শিখর ধওয়ন ও কে এল রাহুল এ দিন শুরুটা ভাল করায় কিছুটা সুবিধা পেয়ে যান তাঁরা। রাহানে বলেন, ‘‘ওপেনাররা রান পাওয়ায় যেমন আমাদের সুবিধা হয়েছে, তেমনই আমরা রান পাওয়ায় মিডল অর্ডার ব্যাটসম্যানরা সুবিধা পাবে। এটা ভেবেই আমরা রান তোলা শুরু করি। স্ট্রাইক ঘুরিয়ে ফিরিয়ে খেলতে শুরু করি আমরা। ঠিক করেই নিয়েছিলাম, খারাপ বল বাউন্ডারিতে পাঠাব।’’ বেন স্টোকসকে আগের চেয়ে এ দিন ভাল খেলেন তিনি। এই নিয়ে বলেন, ‘‘আসলে উইকেটে অনেকক্ষণ ছিলাম বলে অনেকটাই ছন্দ পেয়ে যাই।’’ হেসে বলেন, ‘‘স্টোকস তো আইপিএলে আমার সঙ্গেই খেলে। এতে বোধহয় বাড়তি সুবিধা পেয়েছি আমি।’’

প্রয়াত প্রাক্তন অধিনায়ক অজিত ওয়াড়েকরের প্রতি শ্রদ্ধা জানাতে এ দিন কালো আর্মব্যান্ড পরে নেমেছিলেন ভারতীয় ক্রিকেটারেরা।

স্কোরকার্ড

ভারত ৩০৭-৬

ভারত (প্রথম ইনিংস)

শিখর ধওয়ন ক বাটলার বো ওকস ৩৫

কে এল রাহুল এলবিডব্লিউ বো ওকস ২৩

চেতেশ্বর পূজারা ক রশিদ বো ওকস ১৪

বিরাট কোহালি ক স্টোকস বো রশিদ ৯৭

অজিঙ্ক রাহানে ক কুক বো ব্রড ৮১

হার্দিক ক বাটলার বো অ্যান্ডারসন ১৮

ঋসভ পন্থ ন. আ. ২২

অতিরিক্ত ১৭

মোট ৩০৭-৬

পতন: ১-৬০ (ধওয়ন, ১৮.৪), ২-৬৫ (রাহুল, ২০.৬), ৩-৮২ (পূজারা, ২৬.৪), ৪-২৪১ (রাহানে, ৬৬.৬), ৫-২৭৯ (কোহালি, ৭৫.৬), ৬-৩০৭ (হার্দিক, ৮৬.৬)।

বোলিং: জেমস অ্যান্ডারসন ২২-৮-৫২-১, স্টুয়ার্ট ব্রড ২১-৬-৬৪-১, বেন স্টোকস ১৫-১-৫৪-০ ক্রিস ওকস ২০-২-৭৫-৩, আদিল রশিদ ৯-০-৪৬-১।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Ajinkya Rahane
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE