Advertisement
১৮ এপ্রিল ২০২৪

অক্ষয়ের অনুপ্রেরণায় অভিভূত দীপারা

বলিউডের তারকা অ্যাথলিটদের এ কথা বললেও পরে অবশ্য ভারতীয় দলের এক বক্সারের সঙ্গে ‘নকল’ লড়াইয়ে নেমে পড়েন।

যুগলবন্দি: মুম্বইয়ে এক অনুষ্ঠানে জিমন্যাস্ট দীপা কর্মকারের সঙ্গে অভিনেতা অক্ষয় কুমার। শনিবার। এএফপি

যুগলবন্দি: মুম্বইয়ে এক অনুষ্ঠানে জিমন্যাস্ট দীপা কর্মকারের সঙ্গে অভিনেতা অক্ষয় কুমার। শনিবার। এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৮ ০৩:৫৭
Share: Save:

জাকার্তা এশিয়ান গেমসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ভারতীয় দল। দীপা কর্মকার, দীপা মালিকেরা স্বপ্ন দেখতে শুরু করেছেন এই প্রতিযোগিতা থেকে পদক জিতে আনার। এ রকম আবহে শনিবার মুম্বইতে এক বিশেষ অনুষ্ঠানে বলিউড তারকা অক্ষয় কুমার এসে উৎসাহ দিয়ে গেলেন তাঁদের। বলে দিলেন, ‘‘আমি এখানে কিছু বলতে আসিনি। বরং আপনাদের থেকেই অনুপ্রেরণা নিতে এসেছি।’’ আর তাতেই ভারতীয় অলিম্পিক সংস্থা (আইওএ) আয়োজিত অনুষ্ঠানে হাততালির ঝড় বয়ে যায়। উপস্থিত ছিলেন প্রায় দু’শো অ্যাথলিট। বলিউডের তারকা অ্যাথলিটদের এ কথা বললেও পরে অবশ্য ভারতীয় দলের এক বক্সারের সঙ্গে ‘নকল’ লড়াইয়ে নেমে পড়েন।

১৯৪৮ সাল অলিম্পিক্সে সোনা জয়ী ভারতীয় হকি দলকে নিয়ে ‘গোল্ড’ নামের একটি ছবি তৈরি হচ্ছে। তাতে এক বাঙালি কোচ, মেন্টর ও ম্যানেজারের ভূমিকায় অভিনয় করছেন অক্ষয়। শনিবার তাঁকে সামনে পেয়ে অভিভূত রিয়ো অলিম্পিক্সে চতুর্থ হয়ে আলোড়ন ফেলে দেওয়া জিমন্যাস্ট দীপা কর্মকার। বলছিলেন, ‘‘অক্ষয় স্যর আমাদের অনুপ্রাণিত করছেন, এটাই দারুণ ব্যাপার। আমরা খেলোয়াড়রা এতে উপকৃত হলাম।’’

অন্য দিকে, প্যারালিম্পিক্সে পদকজয়ী অ্যাথলিট দীপা মালিক বললেন, ‘‘অক্ষয় কুমার এবং সবাই এসে যে ভাবে আমাদের উৎসাহিত করলেন, সেটাই ব়ড় ব্যাপার। এশিয়ান গেমসে ছোট দল গেলেও পদক জেতার ব্যাপারে এটা আমাদের উৎসাহী করবে।’’ এ সব শুনে অক্ষয় বলে দেন, ‘‘দল যখন জাকার্তা থেকে ফিরবে, তখন নতুন কিছু করে ফিরবে বলেই আশা রাখি।’’ আইওএ কর্তা রাজীব মেটা বলেন, ‘‘এ বার যে ভাবে প্রস্তুতি নিয়ে দল যাচ্ছে, তাতে গত বারের চেয়ে বেশি পদক আশা করছি আমরা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dipa Karmakar Gymnast Akshay Kumar Actor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE