Advertisement
২৬ এপ্রিল ২০২৪

অমিত সহজেই শেষ ষোলোয়

চিনা তাইপেইয়ের বক্সার এ দিন আগ্রাসী অমিতকে এড়াতে নেতিবাচক ভূমিকা নেন শুরু থেকেই। যত বার ভারতীয় তারকা বক্সার লড়তে আসছিলেন, তত বার পো-ওয়াই দূরে-দূরে সরে যাচ্ছিলেন।

আর দু’টি লড়াই জিতলে অমিতের বিশ্বমঞ্চে পদক নিশ্চিত হবে।

আর দু’টি লড়াই জিতলে অমিতের বিশ্বমঞ্চে পদক নিশ্চিত হবে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৯ ০৪:৫২
Share: Save:

বিশ্বচ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে একধাপ এগোলেন এশীয় চ্যাম্পিয়ন ভারতীয় বক্সার অমিত পাঙ্ঘাল। রাশিয়ার একতারিনবার্গে শনিবার তিনি প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলেন চিনা তাইপেইয়ের বক্সার তু পো-ওয়েইকে ৫-০ ফলে হারিয়ে। এশিয়ান গেমসে সোনাজয়ী ২৩ বছরের অমিত জিতলেন সহজেই। প্রথম রাউন্ডে অবশ্য তিনি ওয়াকওভার পান। এখানে আর দু’টি লড়াই জিতলে অমিতের বিশ্বমঞ্চে পদক নিশ্চিত হবে।

চিনা তাইপেইয়ের বক্সার এ দিন আগ্রাসী অমিতকে এড়াতে নেতিবাচক ভূমিকা নেন শুরু থেকেই। যত বার ভারতীয় তারকা বক্সার লড়তে আসছিলেন, তত বার পো-ওয়াই দূরে-দূরে সরে যাচ্ছিলেন। রেফারি এক সময় অমিতের প্রতিদ্বন্দ্বীকে সতর্ক করতে বাধ্য হন। এই ভারতীয় তারকা হামবুর্গে গত বারের বিশ্বচ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালে হেরে যান। সে বার (২০১৭) অবশ্য হারেন খেতাবধারী বালাবয় বুসমাতভের কাছে। অমিত আগে লড়তেন ৪৯ কেজিতে। এখন নামছেন ৫২ কেজি বিভাগে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Amit Panghal Boxing
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE