Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ব্যালন ডি’ওর পেতে পারত ইনিয়েস্তা: জিদান

বিদায়বেলায় ইনিয়েস্তার সেরা প্রাপ্তি অবশ্য প্রাক্তন গুরু পেপ গুয়ার্দিওলার প্রশংসা। ম্যাঞ্চেস্টার সিটি ম্যানেজার বলেছেন, ‘‘ইনিয়েস্তাকে ধন্যবাদ। মাঠে নেমে ও কী করত সেটাই দেখতাম মুগ্ধ হয়ে।

তারকা: বার্সা দর্শকেরা দেখবেন না প্রিয় ৮ নম্বরকে। ফাইল চিত্র

তারকা: বার্সা দর্শকেরা দেখবেন না প্রিয় ৮ নম্বরকে। ফাইল চিত্র

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৮ ০৫:১০
Share: Save:

বার্সেলোনার হয়ে তিনি চার বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। আট বার লা লিগা। ক্লাব বিশ্বকাপও জিতেছেন তিন বার। স্পেনকে প্রথমবার বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেছেন। অথচ কখনও ব্যালন ডি’ওর পাননি আন্দ্রে ইনিয়েস্তা। যা বিস্মিত করেছে রিয়াল মাদ্রিদ ম্যানেজার জিনেদিন জিদানকেও।

শুক্রবার ইনিয়েস্তা সরকারি ভাবে বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করার পরে জিদানের প্রতিক্রিয়া, ‘‘আমরা এমন এক জনকে নিয়ে আলোচনা করছি, সবাই যার মতো হওয়ার স্বপ্ন দেখে। অথচ যোগ্য হওয়া সত্ত্বেও ব্যালন ডি’ওর পেল না ইনিয়েস্তা। আমার মতে স্পেনের বিশ্বকাপ জয়ের বছরেই ব্যালন ডি’ওর দেওয়া উচিত ছিল ইনিয়েস্তাকে।’’ ইনিয়েস্তা বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত যে তাঁকেও ব্যথিত করেছে, গোপন করেননি জিদান। বলেছেন, ‘‘ইনিয়েস্তার মতো ফুটবলারের বিদায় নেওয়াটা সত্যিই দুঃখজনক ঘটনা।’’

ক্যাম্প ন্যু-তে রবিবারই লা লিগায় বার্সেলোনার বিরুদ্ধে নামছে রিয়াল। এল ক্লাসিকোয় ইনিয়েস্তাই অন্যতম উদ্বেগের কারণ রিয়াল শিবিরে। জিদান অবশ্য বলছেন, ‘‘আমি ইনিয়েস্তাকে কখনওই শুধু বার্সেলোনার ফুটবলার বলে ভাবতে চাই না। আমার কাছে ও একজন দুর্দান্ত ফুটবলার।’’

বিদায়বেলায় ইনিয়েস্তার সেরা প্রাপ্তি অবশ্য প্রাক্তন গুরু পেপ গুয়ার্দিওলার প্রশংসা। ম্যাঞ্চেস্টার সিটি ম্যানেজার বলেছেন, ‘‘ইনিয়েস্তাকে ধন্যবাদ। মাঠে নেমে ও কী করত সেটাই দেখতাম মুগ্ধ হয়ে। ইনিয়েস্তার জন্যই আমি খেলাটা আরও ভাল ভাবে বুঝতে শিখেছি।’’

স্পেন জাতীয় দলে ইনিয়েস্তার সতীর্থ ফার্নান্দো তোরহেস টুইট করেছেন, ‘আমরা একসঙ্গে কত স্মরণীয় মুহূর্ত কাটিয়েছি।’ বিশ্বকাপ জয়ী স্পেনের অধিনায়ক ইকের ক্যাসিয়াসের টুইট, ‘তোমার ফুটবল উপভোগ করেছি। একসঙ্গে বিশ্বকাপ জিতেছি। স্পেনে আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও কখনও শ্রদ্ধা হারাইনি।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE