Advertisement
১৯ এপ্রিল ২০২৪

পস্টিগাকে শনিবার খেলাতে চান না হাবাস

চোট সারিয়ে হেল্ডার পস্টিগা দিল্লিতে চলে এলেও শনিবার তাঁকে মাঠে নামাতে চাইছেন না আন্তোনিও হাবাস।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৫ ০২:২৯
Share: Save:

চোট সারিয়ে হেল্ডার পস্টিগা দিল্লিতে চলে এলেও শনিবার তাঁকে মাঠে নামাতে চাইছেন না আন্তোনিও হাবাস।

বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ কলকাতার মার্কি ফুটবলার যখন দিল্লির টিম হোটেলে পৌঁছন তখন জিম করছিলেন বোরহা-নবিরা। পস্টিগা সেখানে যোগ দেননি। সতীর্থ এবং কোচেদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেই ঘরে চলে যান পর্তুগিজ তারকা। আটলেটিকো সূত্রের খবর, ম্যাচ ফিট করে শেষ তিন ম্যাচে তাঁকে খেলানোর কথা ভাবছেন কলকাতার কোচ। দিল্লি ম্যাচের ফল খারাপ হলে অবশ্য তাঁর ভাবনা বদলাবে। সার্বিয়ার জাতীয় দলের ফুটবলার লেকিচেরও ভিসা সমস্যা মিটিয়ে সোমবার সরাসরি কলকাতায় চলে আসার কথা।

বিমান দেরির কারণে বুধবার বেশি রাতে কোচি থেকে দিল্লিতে পৌঁছন আকাতা-রা। সে জন্যই এ দিন অনুশীলন না করে পুরে টিমকে জিমে পাঠান হাবাস। সেখানেই কলকাতা কোচের সঙ্গে দেখা হয়ে যায় দিল্লির কোচ কাম মার্কি ফুটবলার রবের্তো কার্লোসের। দু’জনকে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গিয়েছে বলে খবর। ম্যাচের আটচল্লিশ ঘন্টা আগে যা বেশ চমকপ্রদ ব্যাপার।

হাফ ডজন গোল লাল-হলুদের: র‌্যান্টি মার্টিন্স দেশে ফিরে গিয়েছেন। ডু ডং এখনও ফিট নন বলে টিমের সঙ্গে প্র্যাকটিসই করছেন না। তবু ‘কুছ পরোয়া নেহি’ মানসিকতায় প্র্যাকটিস ম্যাচে আন্তঃ রেল টুনার্মেন্টে অংশ নিতে যাওয়া চিত্তরঞ্জন লোকোমোটিভকে হারাল ইস্টবেঙ্গল। ৬-১ গোলে। আই লিগের জন্য নিজের রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করতে প্রতি সপ্তাহে একটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছেন লাল-হলুদ কোচ। বৃহস্পতিবার ওরোক এবং প্রহ্লাদ দু’টি করে গোল করেছেন। এ ছাড়াও গোল পেয়েছেন তন্ময় কুণ্ডু এবং শুভজিৎ মজুমদার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

isl antonio habas postiga
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE