Advertisement
২৩ এপ্রিল ২০২৪

বিশ্বকাপে ফের সোনা অপূর্বীর

মিউনিখে অপূর্বী হারালেন চিনের ওয়াং লুয়াওকে। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে। অপূর্বীর স্কোর ২৫১। আর তাঁর চিনা প্রতিদ্বন্দ্বীর ২৫০.৮। ফাইনালে ব্রোঞ্জ জিতলেন চিনের শুটার জু হং, তাঁর স্কোর ২২৯.৪।

চমক: মিউনিখ বিশ্বকাপে দুরন্ত লড়ে সেরা অপূর্বী। ফাইল চিত্র

চমক: মিউনিখ বিশ্বকাপে দুরন্ত লড়ে সেরা অপূর্বী। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ মে ২০১৯ ০৪:১২
Share: Save:

আবার অপূর্বী চান্ডেলার চমক। এ বারও বিশ্বকাপে। মিউনিখে রবিবার জয়পুরের এই শুটার ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতলেন। ফেব্রুয়ারিতে নয়াদিল্লিতে বিশ্বকাপেও তিনি সোনা জিতেছিলেন বিশ্বরেকর্ড করে।

মিউনিখে অপূর্বী হারালেন চিনের ওয়াং লুয়াওকে। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে। অপূর্বীর স্কোর ২৫১। আর তাঁর চিনা প্রতিদ্বন্দ্বীর ২৫০.৮। ফাইনালে ব্রোঞ্জ জিতলেন চিনের শুটার জু হং, তাঁর স্কোর ২২৯.৪।

অপূর্বীর সঙ্গে ওয়াংয়ের লড়াই কতটা হাড্ডাহাড্ডি হয়েছে তা নির্ণায়ক ধাপে স্পষ্ট হয়ে যায়। সেখানে ভারতীয় শুটার স্কোর করেন ১০.৪। আর ওয়াং ১০.৩।

বেজিংয়ে এই মরসুমের দ্বিতীয় বিশ্বকাপে অপূর্বীর একটুর জন্য পদক হাতছাড়া হয়। সেখানে তিনি চতুর্থ হন। আর রবিবারের পদকটা বিশ্বকাপে তাঁর জীবনের দ্বিতীয় পদক।

মিউনিখে এই ইভেন্টে ভারতের আরও একজন ফাইনালে উঠেছিলেন। তিনি এলাভেনিল ভালারিভান। চিনের জু হংয়ের থেকে মাত্র ০.১ পয়েন্ট পিছিয়ে থাকায় তাঁকে চতুর্থ হয়ে সন্তুষ্ট থাকতে হয়। দিনের অন্য ইভেন্টগুলোতেও এ দিন ভাল ফল করেন ভারতীয় শুটাররা। যেমন ২৫ মিটার পিস্তলে চূড়ান্ত পর্যায়ের জন্য যোগ্যতা অর্জন করেছেন রাহি সারনোবাত। প্রসঙ্গত ইতিমধ্যেই টোকিয়ো অলিম্পিক্সে নামার কোটা অর্জন করেছেন অপূর্বী, অঞ্জুম মাউদগিল, সৌরভ চৌধুরী, অভিষেক বর্মা এবং দিব্যাংশ সিংহ পানওয়ার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE