Advertisement
২০ এপ্রিল ২০২৪
Sports News

হকি বিশ্বকাপের ‘থিম সং’ বানাচ্ছেন গুলজার-রহমান জুটি

বিশ্বকাপের ‘থিম সং’ বানাচ্ছে এআর রহমান-গুলজার জুটি। ওড়িশার ভুবনেশ্বরে২৮ নভেম্বর থেকে শুরু হয়ে যাবে পুরুষদের হকি বিশ্বকাপ। তার আগে ময়দানে বিখ্যাত সঙ্গীত পরিচালক  ও  গীতিকার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮ ১৮:০২
Share: Save:

ভারতের মাটিতে ফের বিশ্বকাপের আসর। অতীতে ক্রিকেট বিশ্বকাপ হয়েছে। হয়েছে যুব ফুটবল বিশ্বকাপও। হকি বিশ্বকাপও হয়েছে দু’বার। এ বার আবার হকি বিশ্বকাপ উন্মাদনায় মাততে তৈরি হচ্ছে গোটা দেশ। আর সেই বিশ্বকাপের ‘থিম সং’ বানাচ্ছেন এআর রহমান-গুলজার জুটি। ওড়িশার ভুবনেশ্বরে২৮ নভেম্বর থেকে শুরু হয়ে যাবে পুরুষদের হকি বিশ্বকাপ। তার আগে ময়দানে বিখ্যাত সঙ্গীত পরিচালক ও গীতিকার।

গুলজারের কলম থেকে বেরিয়েছে হকি বিশ্বকাপের ‘থিম সং’এর লাইন। যার প্রথম লাইন, ‘জয় হিন্দ হিন্দ, জয় ইন্ডিয়া’। যার মধ্যে রয়েছে কবিতার সঙ্গে স্পন্দনের মিশ্রন। রহমান এক বার্তায় বলেন, ‘‘হকিই ভারতের সব থেকে প্রিয় খেলা। বিশ্ব হকির সব থেকে বড় ইভেন্ট হতে চলেছে আমাদের মাটিতে, এরথেকেআনন্দেরকিছুহতেপারেনা। ওড়িশা মেনস হকি ওয়ার্ল্ড কাপ, ভুবনেশ্বর ২০১৮।’’

এর সঙ্গে তিনি আরও জুড়ে দেন, ‘‘এটা দারুণ ব্যাপার, গোটা দেশের হৃদয় হকির সঙ্গে থাকবে। আর তা বাড়িয়ে দেবে গুলজার সাহেব আর আমার তৈরি গান। যে গানটা সবাইকে উচ্ছ্বসিত ও অনুপ্রাণিত করবে। আপনারা সবাই হকির জন্য এই উৎসবে আমার সঙ্গে যোগ দিন। শুধু মেন ইন ব্লু-এর জন্য নয় এই খেলাটার স্পিরিটের জন্য।’’

আরও পড়ুন
সিনেমায় নামছেন কোহালি? টুইট ঘিরে তুমুল জল্পনা

হকি বিশ্বকাপের ‘থিম সং’ তৈরির জন্য রহমান ও গুলজারকে ধন্যবাদ জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়ক। তিনি বলেন, ‘‘গুলজার সাহেবের কবিতা ও রহমানের সঙ্গীত এক ম্যাজিক। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন এআর হরমান। খুব দ্রুত হকিপ্রেমীদের সামনে চলে আসবে। অক্টোবরের শুরুতে কলিঙ্গ স্টেডিয়াম উদ্বোধনের সময় এই ‘থিম সং’এরও উদ্বোধন হবে। আর ২৭ নভেম্বর বিশ্বকাপ উদ্বোধনের দিন লাইভ অনুষ্ঠান করবেন রহমান। রাজ্যে প্রথমবার তিনি অনুষ্ঠান করবেন।’’

১৪তম মেনস হকি বিশ্বকাপ শুরু হবে ২৮ নভেম্বর থেকে। শেষ ১৫ ডিসেম্বর। মোট ১৬টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। এই নিয়ে তৃতীয়বার হকি বিশ্বকাপ আয়োজন করছে ভার। এর আগে ১৯৮২তে মুম্বই ও ২০১০এ নয়াদিল্লিতে হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE