Advertisement
১৬ এপ্রিল ২০২৪

বাংলায় ইয়ো ইয়ো বিপ্লব আনছেন অরুণ

বাংলায় এসে তিনি যেমন ক্রিকেটারদের মানসিকতায় বদল এনে দিয়েছিলেন। এ বার বাংলার ক্রিকেট দলের মেন্টর হিসেবে ফিটনেস নিয়ে এক নতুন বিপ্লব আনতে চলেছেন অরুণ লাল।। ভারতীর দলের মতো বাংলা শিবিরেও শুরু হবে ইয়ো ইয়ো টেস্ট।

মেন্টর: অরুণের সঙ্গে অনুষ্টুপ (বাঁ দিকে), মনোজ। ছবি: সুদীপ্ত ভৌমিক

মেন্টর: অরুণের সঙ্গে অনুষ্টুপ (বাঁ দিকে), মনোজ। ছবি: সুদীপ্ত ভৌমিক

রাজীব ঘোষ  
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৮ ০৪:১১
Share: Save:

বাংলায় এসে তিনি যেমন ক্রিকেটারদের মানসিকতায় বদল এনে দিয়েছিলেন। এ বার বাংলার ক্রিকেট দলের মেন্টর হিসেবে ফিটনেস নিয়ে এক নতুন বিপ্লব আনতে চলেছেন অরুণ লাল।। ভারতীর দলের মতো বাংলা শিবিরেও শুরু হবে ইয়ো ইয়ো টেস্ট।

বৃহস্পতিবার ইডেনে রঞ্জি ট্রফি ম্যাচের শেষ দিনে মধ্যপ্রদেশকে ফলোঅন করানোর পরে দ্বিতীয় ইনিংসে অশোক ডিন্ডা ও ঈশান পো়ড়েলরা আট ওভারের বেশি বোলিংই করতে পারেননি। ফলে ৬৯ রানের মধ্যে তিন উইকেট ফেলে দেওয়ার পরেও ১৭৫ রানে পিছিয়ে থাকা বিপক্ষকে ইনিংসে হারাতে পারেনি বাংলা। তিন পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁদের। ছ’পয়েন্ট পাওয়ার সুযোগ পেয়েও শেষ পর্যন্ত তা না পাওয়ার অন্যতম কারণ হিসেবে উঠে আসছে ফিটনেস সমস্যাও।

বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে তাঁকে জীবনকৃতি সম্মান দেওয়ার অনুষ্ঠানে এসে অরুণ বললেন, ‘‘দ্বিতীয় ইনিংসে আমাদের দুই প্রধান জোরে বোলারকেই ঠিকমতো পেলাম না। ওদের যদি পুরো ফিট অবস্থায় পাওয়া যেত, তা হলে বিপক্ষকে আরও চাপে ফেলতে পারতাম। সেটা না হওয়ায় তিনটের বেশি উইকেট পেলাম না। আমাদের তাই ফিটনেসের ওপর আরও জোর দিতে হবে।’’

ভারতীয় দলের মতো বাংলা দলেও ইয়ো ইয়ো বিপ্লব আনার কথা ভাবছেন অরুণ। সাংবাদিকদের তিনি তাঁর এই পরিকল্পনার কথা জানিয়ে বলেন, ‘‘দলের প্রত্যেককে চার দিন ম্যাচ খেলার মতো যথেষ্ট ফিট হতে হবে। আমাদের দলের ছেলেদেরও আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মিলিয়ে সেরা ফিটনেস আনতে হবে।’’ তার পরেই জানালেন, ইয়ো ইয়ো টেস্ট আয়োজনের জন্য ইতিমধ্যেই কথাবার্তা বলা শুরু করে দিয়েছেন। বাংলার ক্রিকেটারদেরও বলে দিয়েছেন তাঁর সিদ্ধান্তের কথা। কেরলের সঙ্গে পরের ম্যাচের আগেই সম্ভবত প্রথম ইয়ো ইয়ো টেস্ট হবে বাংলার।

ভারতীয় ক্রিকেটারদের ক্ষেত্রে ফিটনেসের মান যেখানে ১৬.১, ন্যূনতম মান ১৪। সেটাই ধার্য হতে যাচ্ছে বাংলার ক্রিকেটারদের জন্য। ১৪ অন্তত করতেই হবে। অরুণ বলছেন, ‘‘এখনই ভারতীয় ক্রিকেটারদের মতো ফিটনেসের স্তরে না পৌঁছতে পারলেও অন্তত কাছাকাছি তো যেতেই হবে। কারণ, দলের ক্রিকেটারদের চারদিনের ম্যাচ ধকল নেওয়ার মতো ফিটনেস আছে কি না, সেটাও তো দেখতে হবে। ফিট শরীর মানেই ফিট মন। এই ব্যাপারটা দলের মধ্যে আনতে চাই।’’

বাংলার পরের ম্যাচ কেরলের বিরুদ্ধে মঙ্গলবার থেকে ইডেনে। সেই ম্যাচে বাংলা যে ছ’পয়েন্টের লক্ষ্য নিয়ে খেলবে, তা-ও এ দিন সাফ জানিয়ে দেন তিনি। অরুণ বলেন, ‘‘পরের ম্যাচে আমরা আরও ভাল উইকেট চাই। ফল হয়, এমন উইকেট চেয়েছি আমরা। দেখা যাক কেমন উইকেট দেওয়া হয়।’’

তবে শুধু উইকেট বদলে বা ফিটনেস সমস্যার সমাধানই যে রঞ্জি ট্রফিতে ভাল করার রাস্তা, তা-ও মানতে রাজি নন বাংলা দলের মেন্টর। এর সঙ্গে মানসিকতাতেও পরিবর্তন চান তিনি। অরুণ বলেন, ‘‘রঞ্জি ট্রফি জিততে গেলে ভারতীয় দলে ডাক পাওয়া বা আইপিএলে খেলার চিন্তা করলে চলবে না। রঞ্জি ট্রফি জেতার মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। প্রত্যেকে মাঠে গিয়ে নিজেদের ভূমিকা ঠিক মতো পালন করব, এই লক্ষ্য নিয়েই নামতে হবে।’’

মনোজদের দলের মধ্যে একাধিক বিভাজনের অভিযোগ। এই নিয়ে অরুণ বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের এক উক্তির প্রসঙ্গ টেনে বলেন, ‘‘দীপিকার প্রথম ছবি ছিল শাহরুখের সঙ্গে। এক সাক্ষাৎকারে ওকে বলতে শুনেছিলাম, উল্টো দিকে শাহরুখ ছিল বলে খুব নার্ভাস হয়ে পড়ে। কিন্তু যখনই ক্যামেরা, লাইট চালু হওয়ার পরে অ্যাকশন শুরু হয়, তখন সে সব মনেই ছিল না। তখন শুধু সে আর ক্যামেরা আর তার অভিনয়।’’ মনোজদেরও এই গল্পটা প্রায় রোজই শোনান অরুণ। বলেন, ‘‘ক্রিকেটারদেরও ব্যাপারটা ঠিক সে রকমই। মাঠে নামলে শুধু ব্যাট আর বল হাতে। রান করতে হবে। উইকেট নিতে হবে। সেখানে কার সঙ্গে কী সম্পর্ক, সে সব মাঠের বাইরেই রেখে নামতে হয়। তবে আমার মনে হয় এখন দলের পরিবেশ অনেক ভাল।’’

এ বার রঞ্জি ট্রফির যা ফর্ম্যাট, তাতে যে কোনও দলের নক আউটে ওঠা বেশ কঠিন বলে মনে করেন অরুণ। তিনি বলেন, ‘‘এ বার দুটো গ্রুপের ১৮টি দলের মধ্যে থেকে পাঁচটা নক-আউটে উঠবে। প্রতি ম্যাচে ছ’পয়েন্টের লক্ষ্য থাকতে হবে। এখন লড়াইটা অনেক কঠিন।’’ সেই জন্যই তিনি চান মনোজ তিওয়ারিরা আরও ফিট হয়ে উঠুন। শরীর ও মন সব দিক থেকেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE