Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Asia Cup

ডিআরএস! ফের ধোনির প্রশংসায় মাতল সোশ্যাল মিডিয়া

অতীতে অজস্র বার রিভিউ নেওয়ার ক্ষেত্রে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন ধোনি। রবিবার সেই সুনামই অক্ষুণ্ণ রাখলেন তিনি। ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের অষ্টম ওভারে।

রিভিউ নেওয়ায় সুপারহিট মহেন্দ্র সিংহ ধোনি।

রিভিউ নেওয়ায় সুপারহিট মহেন্দ্র সিংহ ধোনি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮ ১৪:০৪
Share: Save:

ডিসিশন রিভিউ সিস্টেম নয়, ধোনি রিভিউ সিস্টেম। রেফারেল সিস্টেমের নাম মহেন্দ্র সিংহ ধোনির নামে করার দাবি ফের জোরালো। সৌজন্যে, এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে রবিবার পাকিস্তানের ইমাম-উল-হকের আউটের ক্ষেত্রে তাঁর ভূমিকা।

অতীতে অজস্র বার রিভিউ নেওয়ার ক্ষেত্রে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন ধোনি। রবিবার সেই সুনামই অক্ষুণ্ণ রাখলেন তিনি। ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের অষ্টম ওভারে। যুজবেন্দ্র চাহালের বলে এলবিডব্লিউয়ের আবেদন ওঠে ইমামের বিরুদ্ধে। আম্পায়ার অবশ্য তা নাকচ করে দেন।

ধোনি তখনই অধিনায়ক রোহিত শর্মাকে রিভিউ নেওয়ার ইঙ্গিত করেন। রোহিত তা শুনে নেন রিভিউ। এবং রিভিউয়ে দেখা যায়, বল লেগেছিল উইকেটে। সিদ্ধান্ত পাল্টে আউট দেন আম্পায়ার। ভারত পায় প্রথম উইকেট।

আরও পড়ুন: সীমানায় ফিল্ডিং করছেন শোয়েব, হঠাত্ ‘জিজু, জিজু’ চিত্কার

আরও পড়ুন: প্রয়াত ‘ময়দানের ভীষ্ম’ বিশ্বনাথ দত্ত​

তখন ধারাভাষ্য দিচ্ছিলেন সুনীল গাওস্কর ও লক্ষ্মণ শিবরামকৃষ্ণাণ। গাওস্কর বলে ওঠেন, “এমএসডি সত্যিই জিনিয়াস। আশ্চর্য এক মানুষ। রিভিউ নিতে অধিনায়ক রোহিতকে ধোনিই উত্সাহিত করেছিল। আর তার ফল তো দেখাই যাচ্ছে। পরিষ্কার আউট এটা!”

টুইটারেও শুরু হয় ধোনির বন্দনা। এক জন লেখেন, “ডিআরএস মানে ডিসিশন রিভিউ সিস্টেম নয়, এখন ওটার মানে ধোনি রিভিউ সিস্টেম।” বিভিন্ন সিনেমার নানা মুহূর্তের ছবি দিয়ে মজার মজার পোস্ট হতে থাকে এর পর।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল , টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE