Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Asian games 2018

এশিয়ান গেমসে এ বারই সেরা পারফরম্যান্স ভারতের

এ বার এশিয়ান গেমসে অতীতের সব পারফরম্যান্স ছাপিয়ে গেল ভারত। এটাই ভারতের সফলতম এশিয়ান গেমস।

শনিবার বক্সিংয়ে সোনা জিতলেন অমিত পাঙ্গাল। ছবি: রয়টার্স।

শনিবার বক্সিংয়ে সোনা জিতলেন অমিত পাঙ্গাল। ছবি: রয়টার্স।

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৮ ২০:৩১
Share: Save:

১৫ সোনা, ২৪ রুপো, ৩০ ব্রোঞ্জ। এ বারের এশিয়ান গেমসে এখনও পর্যন্ত ভারতের পদক সংখ্যা মোট ৬৯। যা ছাপিয়ে গিয়েছে অতীতের সব পরিসংখ্যানকে। কোনও সংশয় নেই, এশিয়ান গেমসে এটাই ভারতের সেরা পারফরম্যান্স।

২০১০ সালে চিনের গুয়াংঝোউতে এশিয়ান গেমসে সবচেয়ে বেশি ৬৫ পদক এসেছিল। এখনই যা ছাপিয়ে গিয়েছে। চার বছর আগের এশিয়ান গেমসে এসেছিল ৫৭ পদক। ফলে, মোট পদকের সংখ্যায় এ বার অতীতের সব নজির টপকে গিয়েছেন অ্যাথলিটরা।

এ বার এসেছে ১৫ সোনা। এর আগে একবারই ১৫ সোনা এসেছিল। ১৯৫১ সালে প্রথম এশিয়ান গেমসে ভারতের ঘরে এসেছিল ১৫ সোনা। ২০১০ সালে এসেছিল ১৪ সোনা। শনিবার ভারত পেল দুটো সোনা। ফলে, স্পর্শ করল ১৯৫১ সালের সোনা জেতার সংখ্যাকে।

আরও পড়ুন: ব্রিজে সোনা আনলেন দুই বাঙালি, বক্সিংয়েও এল সোনা

আরও পড়ুন: কাল ডার্বি, বিশ্বকাপার প্রতিপক্ষকে বাড়তি গুরুত্ব দিচ্ছে না মোহনবাগান​

আরও পড়ুন: ‘সোনার বুড়ো’ প্রণবকে তাস পেটানোয় পুরো মদত জুগিয়েছে পরিবার

(অলিম্পিক্স, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস হোক কিংবা ফুটবল বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ - বিশ্ব ক্রীড়ার মেগা ইভেন্টের সব খবর আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE