Advertisement
১৬ এপ্রিল ২০২৪

হ্যাটট্রিক করে হকিতে শেষ চারে মেয়েরা

সোমবার গতবারের সোনাজয়ী ভারতের পুল-এর শেষ ম্যাচ তাইল্যান্ডের সঙ্গে। এই নিয়ে পর পর তিনটে ম্যাচ জিতলেন ভারতের মেয়েরা।

উচ্ছাস দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে।

উচ্ছাস দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৮ ০৫:২৪
Share: Save:

মেয়েদের হকিতে ভারত শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দিল ৪-১ গোলে। তাও মাত্র পাঁচ মিনিটে তিনটি গোল করে। একটা সময় মনে হয়েছিল ম্যাচটা ম্যাড়ম্যাড়ে ড্র হতে যাচ্ছে। তখন খেলার ফল ১-১। কিন্তু একটা পেনাল্টি কর্নার থেকে গোল পেয়েই ভারতের মেয়েরা যেন জেগে উঠলেন। এই জয়ের পরে ভারত এখন পুল-এ শীর্ষে। এবং সেমিফাইনালেও পৌঁছে গেলেন রাণি রামপালরা। সোমবার গতবারের সোনাজয়ী ভারতের পুল-এর শেষ ম্যাচ তাইল্যান্ডের সঙ্গে। এই নিয়ে পর পর তিনটে ম্যাচ জিতলেন ভারতের মেয়েরা।

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই লালরেমসিয়ামির রিভার্স হিট থেকে নভনিৎ ১-০ করেন। আর প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক মুখে গোল শোধ করে দেয় কোরিয়া। একেবারে শেষ কোয়ার্টারে এসে পেনাল্টি কর্নার থেকে ২-১ করেন গুরজিৎ কউর। এবং তার পর পরই সেই পেনাল্টি কর্নার থেকেই ৩-১ করেন গুরজিত। ৪-১ হয় বন্দনার ঝাঁপিয়ে পড়ে মারা শট থেকে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Asian Games 2018 Hockey India South Korea
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE