Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Asian games 2018 Swapna Barman

স্বপ্নার জন্য বিশেষ জুতো, খরচ দেবে চেন্নাইয়ের এক কোম্পানি

স্বপ্না বর্মনের জন্য বিশেষ জুতোর খরচ বহন করবে চেন্নাইয়ের এক সরকার পরিচালিত সংস্থা। এই ব্যাপারে নাইকির সঙ্গে যোগাযোগও করেছে তারা।

স্বপ্নার দুই পায়েই ছ'টি করে আঙুল। ছবি: এএফপি।

স্বপ্নার দুই পায়েই ছ'টি করে আঙুল। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৮ ১২:৫৯
Share: Save:

দুই পায়েই ছয় আঙুল। জুতো মেলা দুষ্কর। তবু এই অবস্থাতেই এশিযান গেমসে ছিনিয়ে এনেছেন হেপ্টাথলনের সোনা। শেষ ইভেন্ট ৮০০ মিটারের ফাইনালে দৌড়নোর সময় কষ্ট হচ্ছিল মারাত্মক। জলপাইগুড়ির স্বপ্না বর্মণের জুতো-যন্ত্রণা এ বার শেষ হতে চলেছে।

স্বপ্নার দরকার বিশেষ ভাবে তৈরি জুতো। আর সেই ব্যাপারে সাহায্যের জন্য এগিয়ে এসেছে চেন্নাইয়ের সরকার পরিচালিত এক সংস্থা। ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি নামে রেলওয়ে কোচ প্রস্তুতকারক সেই সংস্থা অ্যাথলিটদের আর্থিক সাহায্যও করে থাকে।

সংস্থার জেনারেল ম্যানেজার সুধাংশু মনি বলেছেন, “সোনা জেতার পর টিভিতে দেখলাম ওর পায়ে একটা সমস্যা রয়েছে। হেপ্টাথলনের সাত ইভেন্টের জন্য ওর চার জোড়া জুতোর প্রয়োজন। আমরা এই ব্যাপারে নাইকির সঙ্গে যোগাযোগ রেখেছি। এখন ওর ফেরার অপেক্ষায় রয়েছি আমরা। ফিরলে ওর পায়ের সাইজ পেয়ে যাব। আর তারপর ওর জন্য বিশেষ ভাবে তৈরি জুতো আনাতে পারব।” ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা নাইকির তৈরি জুতোর খরচ মেটাবেন তারাই, জানানো হয়েছে সংস্থার তরফে।

আরও পড়ুন: আজীবন ব্যঙ্গের তাসই এখন ভারতের গর্ব

আরও পড়ুন: ‘সোনার বুড়ো’ প্রণবকে তাস পেটানোয় পুরো মদত জুগিয়েছে পরিবার​
(অলিম্পিক্স, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস হোক কিংবা ফুটবল বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ - বিশ্ব ক্রীড়ার মেগা ইভেন্টের সব খবর আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE