Advertisement
১৯ এপ্রিল ২০২৪

টেডির শুভেচ্ছাবার্তাই প্রেরণা রবির

আইএসএল শুরু হওয়ার আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন রবি কিন। সুস্থ হয়ে যখন মাঠে ফিরলেন, তখন খেতাবি দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে কলকাতা। শুধু তাই নয়। মাসখানেকের ব্যবধানে বদলে গিয়েছে এটিকে অন্দরমহলের ছবিটাও।

লক্ষ্য: শেষ ম্যাচে এটিকে-কে জেতাতে মরিয়া রবি কিন। ছবি: সুদীপ্ত ভৌমিক

লক্ষ্য: শেষ ম্যাচে এটিকে-কে জেতাতে মরিয়া রবি কিন। ছবি: সুদীপ্ত ভৌমিক

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৮ ০৩:৩২
Share: Save:

ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-এ তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে তাঁকে সই করিয়েছিলেন এটিকে কর্তারা। অথচ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে শেষ ম্যাচে সেই রবি কিন-কেই দেখা যাবে কোচের ভূমিকায়!

আইএসএল শুরু হওয়ার আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন রবি কিন। সুস্থ হয়ে যখন মাঠে ফিরলেন, তখন খেতাবি দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে কলকাতা। শুধু তাই নয়। মাসখানেকের ব্যবধানে বদলে গিয়েছে এটিকে অন্দরমহলের ছবিটাও। টেডি শেরিংহ্যামের পরিবর্তে দায়িত্ব নিয়েছেন অ্যাশলে ওয়েস্টউড। শেষ আটটি ম্যাচের মধ্যে সাতটিতেই হারে এটিকে। আটচল্লিশ ঘণ্টা আগে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ওয়েস্টউড। এই পরিস্থিতিতে দলকে জয়ের সরণিতে ফেরাতে কিন-এর ভরসা শেরিংহ্যাম এবং জিওভান্নি ত্রাপাত্তোন্নি!

শনিবার বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনে সাংবাদিক বৈঠকে কিন বললেন, ‘‘ত্রাপাত্তোন্নি ও শেরিংহ্যাম আমাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে। উৎসাহ দিয়েছে। তাই পরিস্থিতি প্রতিকূল হওয়া সত্ত্বেও ভয় পাচ্ছি না।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘আমি চ্যালেঞ্জ নিতে কখনও ভয় পাই না। তাই চব্বিশ ঘণ্টা আগে আমাকে ফোন করে কোচ হওয়ার প্রস্তাব দেওয়া সত্ত্বেও রাজি হয়ে যাই।’’ দশ দলের আইএসএলে ১৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে সব চেয়ে নীচে জন আব্রাহামের নর্থ ইস্ট ইস্ট। সমসংখ্যক ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে এটিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Robbie Keane ATK Football ISL 4
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE